'দেশ দেশ নন্দিত করি মন্দ্রিত তব ভেরী
আসিল যত বীরবৃন্দ আসন তব ঘেরি |
দিন আগত ওই, ভারত তবু কই ?' ... রবীন্দ্রনাথ
https://www.youtube.com/watch?v=Becm9ftUJyI&fbclid=IwAR111JTcWJ3LvUJQPsXVZhuXEfhrG6KPY8030WZXISTGmNhGWpOGtPjVzJY
------------------------------------------------------------------
আহা, কি সব ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে দেশমাতৃকার শৃঙ্খলমোচনের জন্য ! এ তো শুধু সংগীত নয়, এ যে জীবনের গান, রুধিরস্নাত বিপ্লবীদের সংগ্রামগাথা | রবীন্দ্রনাথের এ সৃষ্টি এক অবিস্মরণীয় কীর্তি তাঁর, পরাধীন ভারতের সন্তানসন্ততিদের বীরগাথা | সুরমূর্ছনায় যে এ হেন দেশাত্মবোধ জাগানো যায়, তা এই গানটি না শুনলে হয়ত এভাবে অনুভব করতে পারতাম না | এর স্বরলহরী, সুরের উত্থান পতন ও শব্দের ওজস্বিতা --- এই ত্রয়ীর অপূর্ব সম্মেলন, এমনটি আর তো বড় একটা শুনিনি অন্য কোনো গানে | এর ভাবগাম্ভীর্য, সুরের সুষমা ও লয়ের চলন গানটিকে ভারতের 'লা মার্সীয়েস' (La Marseillaise) এর মাত্রা এনে দিয়েছে | বিপ্লবমুখর বাংলার অগ্নিযুগের জীবন্ত চিত্রন ঘটেছে এই গানটিতে | না জানি কত বিপ্লবী সেদিন অনুপ্রাণীত হয়েছিলেন এর ধ্বনিতে | আজও এর প্রাসঙ্গিকতা ফুরায় নি --- অতীতের ইতিহাসকে জুড়ে রেখেছে বর্তমান প্রজন্মের মানুষের মানসিকতার সাথে | এই সন্ধিস্থানে এই সংগীতের আবাহন হোক ও দেশপ্রেমের প্লাবন আসুক আবার | কবি বলেছিলেন তাঁর সংগীত কালজয়ী হবে | হয়েছেও নিঃসন্দেহে | এবার একটু শোনা যাক | পাঠের থেকে শ্রুতি শ্রেষ্ঠতর |
রচয়িতা : সুগত বোস (Sugata Bose)
No comments:
Post a Comment