Friday, 10 May 2019

অভীঃ, অভীঃ, উত্তিষ্ঠত !

অভীঃ, অভীঃ, উত্তিষ্ঠত !
------------------------------

ভয়ে ঈশ্বরের নামগুণকীর্তন ভক্তির লক্ষণ নয় | বিশ্বজুড়ে শুধু এই ভয়ের তাণ্ডব | ভগবানকে ভালোবাসার নাম নেই, শুধু আজ্ঞাবহতার ভীষণ বন্ধনে পিষ্ট মানুষ, ক্লীষ্ট তার আড়ষ্ট চিত্ত | ফলও অনুরূপ --- ধর্ম হয়ে পড়েছে বন্ধনের কারণ, মুক্তির মোহজালে বদ্ধ করেছে মানুষকে | অবশ্য, এ দোষে দুষ্ট মধ্যপ্রাচ্যের ধর্মীয় পন্থাগুলি, ভারতের সনাতন ধর্মজাত বিশ্বজনীন মতগুলি নয় | তাই সংখ্যাগুরু খ্রীষ্ঠ ও ইসলাম মতের স্বীয় ভাব সম্প্রসারণকল্পে ভারতবর্ষের সনাতন ধর্মের দ্বারস্থ হওয়া ছাড়া আর গতি নেই যদি তারা কালপ্রভাবে বিনষ্ট না হতে চায় |

ভয়ের রাজত্ব আধুনিক যুগে অচল | বিজ্ঞানের তাণ্ডব প্রচণ্ড আঘাত হানছে ধর্মান্ধতার অচলায়তনে | নব নব প্রজন্মের কাছে যুক্তিশীলতা অধিক প্রিয় অন্ধ বিশ্বাসের তুলনায় | এঁরাই আনবেন আধুনিক মানসিকতা সনাতনের নিরিখে বিজ্ঞানসম্মত ধর্মবোধে প্রবুদ্ধ হয়ে | এঁদেরই অন্তরে ভীতির রবে না স্থান, বিশ্বপ্রীতির সুধায় সঞ্জীবিত সনাতনে সিক্ত বিরাট ব্রহ্মবাদ প্রকম্পিত হবে হৃদয়ের অন্তঃস্থলে | ভারতের যুগযুগান্তের তপস্যা একদা পর্বতশৃঙ্গে, অরণ্যমধ্যে, স্রোতস্বিনীতটে, মহাজনপদে, আজ বৃহৎবিশ্বের প্রতিটি ক্ষেত্রে রূপায়িত হবে 'নব নব রূপে' ও বিশ্বমানবকে সংঘাতের পথ হতে সম্প্রীতির পথে পরিচালিত করবে | এইখানে সনাতন ধর্মের বিজয়, তার চিরন্তন সত্যের বিশ্বমানসে আশু আধিপত্ত বিস্তার ও খণ্ডচেতনার পরাভব অখণ্ডদর্শনের আলোকে |

সকল ভীতি বিদূরিত হউক ! প্রভাতের প্রেমপ্রভায় প্রবুদ্ধ হউক মানবচেতনা ! আত্মবোধে জাগ্রত হউন নরনারী জগৎজুড়ে ! জয়, সনাতন ধর্মের জয় !

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment