Thursday 9 May 2019

জন্মদিনে


জন্মদিনে

আজ রবি ঠাকুরের জন্মদিন | বাংলা তথা ভারতীয় সংস্কৃতির পুরোধাপুরুষ এই মানুষটির মূল্যায়ণ আজও হয়নি তার কারণ তাঁর বহুমুখী প্রতিভা অনুধাবন করার মত মানুষ খুব বেশী এই বঙ্গদেশে জন্মান নি |

সাধরণের রবীন্দ্রনাথের সাথে পরিচিতি রবীন্দ্রসংগীতের মাধ্যমে | রবীন্দ্রনাথ নিজেই বলে গেছেন যে কালের কাস্টমস্ হাউসে তাঁর সব লেখা ধরা পরে যাবে, এক রবীন্দ্রসংগীতই ছাড় পাবে | অর্থাৎ, রবীন্দ্রসংগীত হবে কালজয়ী ও সর্বধারণের মনোগ্রাহী | হয়েছেও তাই | কথা ও সুরের এমন সমন্বয় প্রায় বিশ্বসংগীতে দেখা যায় না | এবিষয়ে দিলীপ কুমার রায়ের সাথে রবীন্দ্রনাথের সাংগীতিক মতান্তর হয় | দিলীপ কুমারের বক্তব্য যে রবীন্দ্রনাথের গান অত্যধিক বাণীপ্রধান ও তাতে সুরের লীলায়িত চলন ব্যহত হয়েছে | রবীন্দ্রনাথের মতে কিন্তু তাঁর গানে কথা এ সুর স্বতঃস্ফূর্তভাবেই পাশাপাশি সহাবস্থান করে একে অপরের পরিপূরক গয়েছে |

সৈয়দ মুস্তাফা আলী লিখেছেন তাঁর প্রণীত পুস্তক ' গুরুদেব ও শান্তিনিকেতন ' এ যে রবীন্দ্রনাথ হলেন একটি ফ্রেস্কোর মত যার দূর থেকে দেখা ব্যপ্তিতে শিল্পকলার খুঁটিনাটি হারিয়ে যায় আবার নিকটদৃষ্টিতে কারুকার্যের খুঁটিনাটি দেখতে গেলে ব্যপ্তি হারিয়ে যায় | তাই রবি ঠাকুরের শিল্পকর্মের সামগ্রিক অনুধাবন প্রায় অসম্ভব সাধারণে | রবি ঠাকুরকে বুঝতে হলে তাঁর সমকক্ষ বহুমুখী প্রতিভাধর হওয়া চাই বলেই আমার বিশ্বাস |

রবীন্দ্রসৃষ্টির কেন্দ্রবিন্দু ছিল তাঁর ঔপনিষদিক বিশ্বচেতনা | তাঁকে যখন আমরা বিশ্বকবি বলে থাকি তখন সেই বৈদিক বিশ্বচেতনাকেই স্বীকৃতি দিয়ে থাকি | ব্রাহ্মসমাজে যাঁর জন্ম, বাংলার নবজাগরণের পথিকৃত যিনি, তিনি কিন্তু কোনো পাশ্চাত্যপ্রভাবে এই বিশ্ববোধে উপনীত হননি | এ ছিল তাঁর গৃহেরই গহনচেতনা, পিতৃদেব ও পাঠ দ্বারা স্বীয়চৈতন্যে প্রস্রবিত | পরবর্তিকালে যখন তাঁর ইয়োরোপে অভ্যুত্থান, তখন এই অখণ্ড বিশ্ববোধ তাঁকে মেসায়ারূপে চিহ্নিত করে পাশ্চাত্য জনমানসে |

ভারতের মুক্তিসংগ্রামের ক্ষেত্রেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রবীন্দ্র অবদান অনস্বীকার্য | বঙ্গভঙ্গবিরোধ আন্দোলনে রাখী হাতে পথে নামা ও সুরস্রোতে জনমানসকে ঐকচেতনায় প্রবুদ্ধ করা, জালিয়নওয়ালা হত্যাকাণ্ডের পশ্চাতে সুতীব্র প্রতিবাদসহ নাইটহুড উপাধিত্যাগ, বিশ্বভারতীসৃষ্টির দ্বারা দেশে নবচেতনার উণ্মেষ ও স্বীয় সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ এশিয়ার প্রথম নোবেল পুরস্কারপ্রাপ্তি যার বিচ্ছুরিত গৌরবে ৩০ কোটি ভারতবাসী নব নব কর্মানুষ্ঠানে প্রবৃত্ত হয়ে জাতির সার্বিক মুক্তিকল্পে ব্রতী হন -- এরকম অজস্র উদাহরণ দেওয়া যায় যা থেকে কবির বিচিত্রধারা কর্মের প্রভাব কিভাবে স্বদেশচেতনাকে সমৃদ্ধ করেছিল তা প্রতীয়মান হবে |

পেসিডেন্সি জেলে বন্দি অরবিন্দ ঘোষকে কাব্যে আবাহন, কারাবদ্ধ নজরুলকে দীর্ঘ অনশন হতে বিরত করার প্রয়াস, পুনায় গান্ধীজীর অনশনভঙ্গের প্রয়াসকল্পে সুদূর শান্তিনিকেতন হতে ছুটে যাওয়া ৭১ বর্ষ বয়সে, ত্রীপুরীতে আক্রান্ত সুভাষচন্দ্রের সপক্ষে গান্ধীজীকে প্রতিবাদসূচক পত্রপ্রেরণ ও সুভাষচন্দ্রকে শান্তিনিকেতনে ' দেশনায়ক ' আক্ষায় ভূষিত করা -- এও বরেণ্য এই মহামানবের বিচিত্র কর্মলীলার অনণ্য অঞ্জলি দেশমাতৃকার চরণে |

পৃথিবীর ইতিহাসে রবীন্দ্রপ্রতিভা মানবসৃজনের এক বিরল নিদর্শন | ভারতভূমিতেই সম্ভব এই প্রকার শীল্পোৎকর্ষ কারণ এদেশের শাশ্বত চেতনাতেই একমাত্র বিধৃত এই ভূমার বোধ যা রবীন্দ্রসাহিত্যকে করেছে বিশ্বজনীন ও অধ্যাত্মবোধে সমৃদ্ধ | ঋষির অন্তর্দৃষ্টি অথবা ত্রিকালভেদী অখণ্ডদর্শন তাঁর হয়ত ছিল না কিন্তু অপার্থিব প্রজ্ঞা তথাপি তাঁতে প্রায়শই অবস্থান করেছে ও তাঁর রচনাকে করেছে ঋতচেতনায় ঋদ্ধ | এটি রবীন্দ্রসাহিত্যের বিশেষ অবদান বিশ্বসাহিত্যে |

আমরা বাঙালীরা রবীন্দ্রনাথের উত্তসূরী | তাঁর সৃষ্টিকর্মের উত্তরাধিকারী আমরা, সেই অনন্যশিল্পের ধারক ও বাহক | কিন্তু কি করলে তার যোগ্য হতে পারব এটি প্রনিধানযোগ্য বিষয় |

রচয়িতা : সুগত বোস (Sugata Bose)

No comments:

Post a Comment