Monday, 7 October 2024

MESSAGES GALORE ... 87


MESSAGES GALORE ... 87


1. There's a deal of difference between a courageous person who fights in battle and a coward who steals in business.


2. অসুর বধ হয় কিন্তু সময় না হলে তো হয় না | কেবল কালের প্রতীক্ষা |


3. In this fortnight of the Divine Mother let Hindus unite forgetting all sectarian and social differences. संगच्छध्वं संवदध्वं ||


4. Do not imitate the West. This is the first thing that Swamiji taught. Be original.


5. The best defence for the Hindus is the thorough study of Islam.


6. Stop imitating the verbal ways of the West. Be rooted in national culture, its language, modes and moods, manners and means.


7. অল্পবিদ্যা ভয়ঙ্করী ! অনুভূতিবিহীন শাস্ত্রপাঠও তাই | ব্রহ্মবিদ্যা বই পড়ে, YouTube দেখে হয় না | তপস্যা চাই, ভগবদ্কৃপা চাই |


8. জগত নাশ হয়ে ব্রহ্ম প্রকাশ হলেই ব্রহ্ম কি তা বোধে বোধ হয় | ব্রহ্মই ব্রহ্মকে অনুভব করেন, অবিভাজিত, অখণ্ড স্বরূপালোকে |


9. অনুচ্ছিষ্টং ব্রহ্ম |


10. সমাধি হতে বুত্থানকালে আবার ব্রহ্মই যেন জগতপ্রপঞ্চরূপে প্রকাশিত হয়ে পড়েন | আশ্চর্য লীলা, দুর্জ্ঞেয় !


11. জগত মিথ্যা হলে তো ভগবানও মিথ্যা | স্বামীজীর বিখ্যাত বাণী, "God and the universe rise together and Gid and the universe fall together."


12. Must I go by the ways of the world and live a bondman's life? The spirit is free and free shall it remain.


13. বিদ্রোহ করতে গেলে তেজ লাগে | মহামায়ার সাথে যুদ্ধ !


14. বাকসর্বস্ব লোক, অনুভূতি কই ? যত লঘুচিত্ত, তত বাক |


15. The urgency in a person about things significant and things insignificant but in spiritual terms wholesome makes one fit for realisation of the Self.


16. একবার স্বামীজীর 'Complete Works', বাংলায় 'বাণী ও রচনা' পড়ে নিলে হয় না? তাহলেই তো কূট প্রশ্নের সরল উত্তর পাওয়া যায় সব |


17. Islam in its foundational theological essence is a radical religiopolitical system. Therefore, 'radical Islam' is a misnomer.


18. Hindus, unite! Unity alone is strength. There numbers also become largely immaterial if consolidation of whatever is takes place.


19. বাংলাদেশের জাগ্রত হিন্দুরা পশ্চিমবঙ্গের সুষুপ্ত হিন্দুদের স্বীয়ধর্মসংস্কৃতিরক্ষাকল্পে জাগ্রত করুক |


20. Revolutionary spirit, that all-consuming desire for total transformation of the existing exploitative order, is founded on renunciation. In the absence of renunciation all upward movement falls apart and revolution is betrayed which is why Swamiji had said, "Renunciation and service are the twin national goals. Intensify her in those channels and the rest will take care of themselves."


21. Barbaric capitalism! Barbaric communism! People sandwiched in between. Exploitation the order of the day. Culture at its lowest ebb.


22. সংস্কৃতের বহুল চর্চা আবশ্যক তা থেকে জাত প্রাদেশিক ভাষাগুলোর বিশুদ্ধতারক্ষার্থে | শুধুমাত্র বাংলা ভাষাকে 'ধ্রুপদী ভাষা' আখ্যা দিলে কর্মসম্পাদন হবে না | উদ্দেশ্য নিঃসন্দেহে মহৎ কিন্তু তার কার্যকারিতা নিয়ে সংশয় থেকে যায় | মূল হতে বিচ্ছিন্ন হলে মানুষ কি করে শাখারক্ষায় কৃতকার্য হবেন ?


23. বুদ্ধিবৃত্তির সাথে হৃদয়বৃত্তির সমভাবে বিকাশ না হলে সমাজ নরকে পরিণত হয় |


24. Online messages must be properly punctuated. A civilisation in easy amnesia faces the threat of extinction. Seems far-fetched?


25. Proper punctuation becomes habitual if care is taken about it for a while at the initial stage.


26. If we do not strengthen ourselves with scriptural study and spiritual practice, aggressive proselytism by Islam and Christianity will remain a constant threat. And by scriptural study I mean not only the study of the Sanatan scriptures but also Islamic and Christian scriptures for comparison and comprehension of the motives for conversion, the political agenda of Evangelical Christians and the Islamic agencies of Dawah. 


Our Sanatan civilisation, murdered, molested and mutilated for a millennium and three centuries, our masses, coerced and converted unto becoming enemies of their ancestral faith, our women, molested, enslaved, sold in Arabian markets, our genetic purity stained, strained and changed by invasive aggression, we are a people perverted from our civilisational roots, roots we must rediscover and recover for the recovery of our sacrileged soul. To this end the popularisation of Sanskrit is a sine qua non, following which indigenous languages must be studied and local cultures recovered within the ambit of a general civilisational harmony which is the essence of all that is Sanatan. 🕉 


27. শুধু 'ব্রহ্ম', 'ব্রহ্ম' করে তত্ত্বকথা কপচালে হবে না | স্বামীজী যা বলেছিলেন, সেই সাহস অবলম্বন করতে হবে, বাঘাযতীন, হেমচন্দ্র ঘোষ, রাসবিহারী বসু, মাস্টারদা, নেতাজী প্রমুখ অগণিত স্বাধীনতা সংগ্রামী যা করেছিলেন | এক পয়সার সাহস নেই, বীর্য নেই, বাকসর্বস্বতার বাইরে আদর্শপালন নেই, মাত্র কাপুরুষতাসহায়ে কি রামকৃষ্ণ-বিবেকানন্দের যোগ্য অনুগামী হওয়া যাবে ? শুধু ঠাকুর এই বলেছেন আর ঠাকুর ওই বলেছেন ! নিজজীবনে, সমাজজীবনে প্রয়োগ কই ? সনাতন ধর্মাবলম্বীদের যে দেশে বিদেশে আক্রান্ত হতে হয়, ধর্মান্তরিত করা হয়, সে বিষয়ে কোনো ব্যথা, বেদনা, সহানুভূতি, রক্ষাকল্পে কার্যক্রম, অন্ততঃ প্রচাররূপ কর্মও নেই | শুধু বড় বড় অননুভূত শাস্ত্রবাক্য কপচানো অথবা দুর্বল বিনয়ের সঙ্গে পরিবেশন ! যদি এতই ভক্তি থাকে রামকৃষ্ণ-বিবেকানন্দে, তো আসুন, লড়ুন সনাতন ধর্মের রক্ষার জন্য, স্বামীজী যেমন বলেছিলেন, সেইরূপ পৌরুষ অবলম্বন করে | ভাব ও ভাষা, চলন বলন বলিষ্ঠ হ'ক, মেরুদণ্ড নির্ভয়ে সোজা হ'ক | শত্রুকে চিনুন, জানুন, মিত্র ভেবে অবিদ্যাকে বিদ্যা, অধর্মকে ধর্ম আখ্যা দেবেন না | কাপুরুষ কস্মিনকালেও ভগবানলাভ করে না | অতএব, স্বামীজীর স্বদেশমন্ত্রের যোগ্য অনুগামী হ'ন | তবে হবে রামকৃষ্ণভক্তি | নচেৎ বাগাড়ম্বরই সার !


28. আমাদের দেশ থেকে কয়েক শ' বছর চুরি করে নিজেদের দেশগঠন করেছে | শেষে আমাদের দেশটা ভেঙ্গে দিয়ে চলে গেল | এর প্রতিফল পাবে, অবশ্য পাবে |


29. Most of the anchors and public speakers speak through their mouths without any conviction about what they speak, and not from their souls with power backed by character. Alas, character is the basic ingredient missing in today's public speakers! They are superficial, shallow and unconvincing, as if doing a rolled-out routine commercial job in the name of spreading general awareness about contentious sociopolitical issues. 


The crass craving for money has devitalised this nation and made a mockery of what what commonly goes by manifest patriotism, nationalism et al. Add to that the despicable advertising culture and you the 'picture perfect' of degenerate urban India today. It is the masses who are as yet the hope, the teeming millions who are still poor and largely unaffected by the growing decadent westernisation that has set the seal of doom on urban India. The masses must be preserved, protected, raised and deified for they are the backbone of the race and they are its hope of survival in a world of plummeting culture. Rotten commercialisation is ruining life in India. Beware!


30. Taslima Nasrin's secular father saved her childhood from being perverted by religious indoctrination of a toxic kind. But for him we would have lost yet another leading light to medieval dark.


31. Heaven cannot be the highest spiritual ideal nor Hell the destination for non-believers. These are medieval conceptions that are best given up in this modern age of scientific enlightenment. Tribalism of a toxic kind ought not to be allowed its stranglehold in this day and age and either reformation or rejection ought to be the fate of regressive political ideologies masquerading as religion.


32. 'Secular' Bangladesh is converting itself completely to Dar-ul-lslam. Hindus are suffering terrible persecution there. 'যত মত তত পথ |'


33. Let us at least be true to our Dharma and not trade in it. Else, what is the difference between Dharma in foul practice and capitalism?


34. Shivaji is the 'Father of our Nation'. Who can match him in this regard? With him began Hindu resurgence which is going on still. 🕉


35. এ যে দেখছি একেবারে 'জঙ্গলরাজ' ! ন'বছরের নাবালিকা এবার নির্যাতিতা, নিহত | আর কত ? 


36. এক বিরাট পুনর্গঠনপ্রকল্প প্রয়োজন | রাজ্যের খোলনলচে পালটাতে হবে | নচেৎ, বাংলা শেষ !


37. হিন্দুরা হাজার বছর ধরে মোটে কোরান পড়ে দেখল না | সময়ে পড়লে চোখ ফুটত | দেশের এ দুর্ভাগ্য হত না |


38. বাংলায় মেয়েদের ওপর যে অত্যাচার চলেছে তাতে মনে হচ্ছে দেবীর আবাহনের আগেই বিসর্জন |


39. আমরণ অনশন শুরু হচ্ছে কনিষ্ঠ চিকিৎসকদের | রাজ্যে ভীষণ অবস্থা ! বলপ্রয়োগের দ্বারা কি গণ-আন্দোলনকে বন্ধ করা যায় ? প্রতিবাদ তো সাংবিধানিক অধিকার |


40. Total Islamisation going on in Bangladesh in the name of students' revolution. Hindus are yet again the main target.


41. বাংলাদেশে হিন্দুনির্যাতন পুনরায় শুরু হয়েছে প্রবলভাবে | গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, হিন্দু নারীর যথেচ্ছ বলাৎকার ঘটছে, হিন্দুর সম্পত্তি লুট হচ্ছে, হিন্দু প্রহৃত, হত হচ্ছেন |


এখনও সময় আছে | কোরান পড়ে ইসলামের স্বরূপ জানুন | কেন এই সহস্রাধিক বর্ষ ধরে হিন্দুর ওপর ক্রমান্বয়ে অত্যাচার---এ কথা হিন্দু হয়ে জানতে ইচ্ছা করে না ? কি এর ধর্মীয় কারণ ? যদি হিন্দু বলে গর্ববোধ করেন যেমন স্বামীজী করতেন, যদি সহধর্মীর প্রতি মমত্ব বিন্দুমাত্র থাকে, তাহলে সোচ্চার হ'ন প্রতিবাদে আর ইসলামের 'আসমানি কিতাব' পড়ে ওই রাজনৈতিক মতাদর্শটিকে জানুন, বুঝুন, তারপর সহধর্মী হিন্দুদের রক্ষাকল্পে কর্মসম্পাদন করুন | 🕉 


42. বাংলাদেশের হিন্দু ভাইবোনেরা, আপনারা স্বামীজীকে স্মরণ করুন | তিনি আপনাদের অমৃতের সন্তান বলেছেন | তিনি অবশ্য আপনাদের রক্ষা করবেন | কোন মতেই, কোন পরিস্থিতে স্বধর্ম ত্যাগ করে ইসলাম 'কবুল' করবেন না | আমরা আপনাদের সাথে আছি | আপনারা একা নন |


43. হিন্দুদের তেজ বাড়াতে গেলে মাছ মাংস বেশি করে খেতে হবে আর প্রতিদিন স্বামীজীর 'বাণী ও রচনা' পড়তে হবে |


44. আর একটু সাহসিকতা আনুন | বাঁচার জন্য তা অপরিহার্য | প্রবলকে ভয় পেলে অপশক্তিকে বর্ধন করা হয় | প্রতিরোধের দ্বারা দুর্গতি নিবারণ করুন |


45. সবাই মানুষকে ভালবাসতে বলেন | কিন্তু ভালবাসার শক্তিতে কি অতি বড় দুর্জনকে জয় করা যায় সবসময়, সে ভালবাসা যত শক্তিশালীই হ'ক না কেন ?


46. বাংলাদেশের হিন্দুদের কথা একটু ভাবুন | তাঁদের শোচনীয় অবস্থা এই মুহূর্তে ইসলামী মৌলবাদীদের আক্রমণে | ভুলে যাবেন না বাংলাদেশের বর্তমান কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ | এমন খারাপ অবস্থা এখন বাংলাদেশী হিন্দুদের যে এ বছর দুর্গাপূজাতে দিনাজপুর রামকৃষ্ণ মিশন নিরাপত্তার অভাবে কুমারীপূজা বন্ধ করতে বাধ্য হলেন | তাহলেই বুঝুন হিন্দুর দশা আজ মুসলমানপ্রধান বাংলাদেশে !


47. বাংলাদেশে হিন্দুদের ভবিষ্যৎ কি ? রুখতে হবে ইসলামী মৌলবাদ | পশ্চিমবঙ্গের হিন্দুরা একজোট হয়ে তাঁদের পাশে দাঁড়ান | সোচ্চার হ'ন প্রতিবাদে | মানসিক সমর্থনও বড় কম বল নয় | আর কিছু না পারেন করতে, তাই করুন | তাঁরা জানুক আমরা এক | এত সহজে ধর্ম ছাড়ছি না, ভিটেও ছাড়ব না | 'স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ |'


48. কোথায় গেল বাংলাদেশের ভাষা আন্দোলনের ঐক্য ? এ তো ইসলামী আন্দোলনে পরিণত হল শেষে যা ১৪০০ বছর ধরে হয়ে এসেছে ?


49. আপনার বাড়ীতে যদি দুর্বৃত্ত হানা দেয়, তখন আপনি কি উপনিষদের শ্লোক আওড়াবেন নাকি আত্মরক্ষার ব্যবস্থা করবেন ? আজ সমাজের সেই অবস্থা | বেদান্তের বুলি আওড়ানো ছেড়ে সাহসের সাথে মোকাবিলা করুন দুষ্টের | সব কাজ শ্রীকৃষ্ণের ওপর ছেড়ে দিয়ে বসে থাকলে বিনষ্ট হতে হবে সমূলে | 🕉


50. কুর'আন, হাদীস, সিরা না পড়লে বুঝতে পারবেন না কেন বাংলাদেশে হিন্দুনিধনযজ্ঞ মহোল্লাসে অনুষ্ঠিত হচ্ছে |


51. হিন্দুকে মুসলমান হতে বলা ? কী মূর্খতার পরিচয়, তা এই দাওয়াতেই পূর্ণপ্রকাশিত ! PhDকে Montessoriতে আহ্বান !


52. Here humanity is born, there humanity dies. In between millions of years pass as in a flash, a moment in the infinitude of time, dilated to witness history from a minuscule perspective from within. Scales of perception, parallel and intersecting, view events at all levels to lend credence to their occurrence. This is the complex web of Nature which is termed Maya in our scriptures.


53. মায়েদের চোখের জল বাষ্প হয়ে ফিরে আসবে অভিশাপরূপবর্ষণে তোমার মস্তক'পরে, রে  দুর্বৃত্ত !


54. বুদ্ধিজীবিরা কই ? মৌন কেন তাঁরা ? সন্ন্যাসীরা কই ? নিরব কেন তাঁরা ? অন্যায়ের পর অন্যায় ঘটে চলেছে আর সবাই নানা অছিলায় চুপ ?


55. তাত্ত্বিক বেদান্ত চাই না, বাস্তব বেদান্ত, ফলিত বেদান্ত চাই | কে দেবে তা ? সন্ন্যাসীরা অরাজনৈতিক ব্যক্তিত্ব বলে সমাজে অন্যায়, অবিচার, অত্যাচার দেখেও প্রতিবাদটুকু করবেন না ? এই কি সাধুজনের পরিত্রাণ, দুষ্টের বিনাশ ও ধর্মসংস্থাপনরূপ অবতারকর্মের ধারাবাহিকতা ?


56. একদিকে কুলতলীতে ন'বছরের মেয়ের ধর্ষণ, খুন আর অন্যদিকে মুখ্যমন্ত্রীর উৎসবমুখর ডাণ্ডিয়া নৃত্য | এই না হলে বাংলার বৈচিত্র ?


57. আজ সর্বত্র নৈরাজ্য, অধর্মের চূড়ান্ত, অত্যাচার, অবিচার তুঙ্গে | এমন সময়েই ভগবান অবতীর্ণ হন মর্ত্যে | দিন আগতপ্রায় |


58. আমৃত্যু অনশনে সর্বপ্রথম তিনি যিনি যবনিকার অন্তরালে খাওয়াটি দিব্যি সেরে নিয়ে সতেজ থাকতে পারেন অনির্দিষ্টকাল |


59. Hindi must be cleansed of Urdu and Sanskritised. Right now every other Hindi word is Urdu.


60. সর্বধর্মসমন্বয়ের ন্যাকামি করলে সর্বধর্মসমন্বয় হয় না | তার জন্য সত্যবাদী হয়ে অধর্মকে অধর্ম বলে চিহ্নিত করতে হবে | ধর্মেরই সমন্বয়, অধর্মের নয় | 🕉 


61. আমার কোন প্রতিবেদনে কে প্রতিক্রিয়া দেন আর কে দেন না, তা থেকে মানুষের সাহস, নৈতিকতা ও চরিত্র নির্ণয় করতে পারি |


62. কিছু লোক আছেন যাঁরা দুর্বলের ওপর বক্তব্যস্থলে আক্রমণ করেন কিন্তু এঁরা সবলের প্রতিবেদনে হয় পদলেহন নয় নিরবতা পালন করেন | কাপুরুষতার মাপকাঠিতে এঁরা শীর্ষস্থানে | 


63. West Bengali Hindus, lend your voice in support of the persecuted Bangladeshi Hindus. That will be manhood minimum. If not, remain effeminate.


64. দেওয়ালে পিঠ ঠেকে গেলে প্রতিবাদ হবে | কিন্তু তখন প্রতিবাদে আর কিছু হবে না | সময় থাকতে শক্তিসঞ্চয় করুন | কালে কাজে লাগবে |


65. বিদ্যে আর বুদ্ধির মধ্যে অন্তর অনেক | একই ভাবে, বুদ্ধি কিছু বোধ নয় | তার ওপরও আছে বোধে বোধ, অপরোক্ষানুভূতি |


66. কত বাধাই না অতিক্রম করতে হচ্ছে কনিষ্ঠ চিকিৎসকদের শুধুমাত্র অনশন ধর্মঘট চালিয়ে যাবার জন্য ! প্রশাসনিক এই বৈমাত্রেয় ব্যবহার কেন শান্তিপূর্ণ প্রতিবাদীদের বিরুদ্ধে ? সত্যাগ্রহে তো এরূপ বাধাদান অভিপ্রেত নয় মহাপ্রভুর দেশে ? তাহলে কি ধরে নিতে হবে আজ রাজ্যে মিথ্যাচারীদের শাসন চলছে, নৈরাজ্য যার পরিলক্ষিত চরম পরিণতি ?


67. এটা কি গণতন্ত্র না দলতন্ত্র ?


68. গোটা রাজ্য মুখ থুবড়ে পড়েছে ! ঠাকুর-স্বামীজীপ্রদর্শিত ত্যাগের পথ ছেড়ে ভোগের পথ নিলে এমনভাবেই পর্যায়ক্রমে চারিত্রিক অধঃপতন হয় যার পরিণাম আজ রাজ্যে সর্বত্র পরিস্ফুট |


69. দল দিয়ে দলন ?


70. জোরজবরদস্তি আর কত করবেন প্রশাসন ? দলদাস জিতবেন না জনতা জিতবেন ? চিকিৎসকেরা তো গণ-ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেবেন বলে চিন্তাভাবনা করছেন, এমনই আজ সংবাদমাধ্যমে শুনলাম | তাহলে তো সমস্ত চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে | তখন কি হবে ? 


এখনও সময় আছে | বিনম্র হ'ন | অহংকারের একমাত্র পরিণাম পতন | চিকিৎসকদের সাথে মিটমাট করে নিন | নইলে রাজ্যের চূড়ান্ত দর্গতি আগামী দিনে ! ভয়াবহ পরিণাম যা কল্পনাও হয়ত প্রশাসন অহংস্ফীত হয়ে করতে পারছেন না ! বিপ্লবের প্রথম স্ফূলিঙ্গ দেখে ভবিষ্যৎদাবানল সম্বন্ধে কল্পনা শাসককুলের কে কবে করতে পেরেছেন ?


71. ন'বছরের ধর্ষিতা, মৃতা মেয়ের মা কাঁদছেন আর মুখ্যমন্ত্রী ডাণ্ডিয়া নাচছেন, গান গাইছেন | এ যে দেখছি অগ্নিসংযোগে নীরোন্যায় বীণাবাদন !


72. Today, electoral democracy in India has degenerated to choosing between the better or the worse devil. Hence, evil proliferates.


73. স্বামীজীর বেশির ভাগ বক্তৃতা লিপিবদ্ধ হয়নি বলে তা হারিয়ে গেছে চিরতরে বিস্মরণের অতলগর্ভে | শুধু রয়ে গেছে তাঁর চিন্তাভাবনা প্রকৃতির বুকে বিশ্বমানসের অলক্ষলোকে সূক্ষ্মরূপে যা আর এক বিবেকানন্দ ধ্যানবলে উদ্ধার করবেন ও পুষ্ট হবেন নবকলেবরে যুগধর্মসংস্থাপনের দিশার সন্ধানে |


74. সরল হলে দোর খুলে যায় ভগবানের | মনের বক্রচলন, হৃদয়ের বক্রভাব---এসব দূর হলে অবশিষ্ট যা পড়ে থাকে, তাই পদার্থ, তাই ভগবান |


75. বাংলাদেশ স্বাধীনতা পেয়েছেন ভারতের সামরিক বাহিনীর প্রশিক্ষণের সাহায্যে | আর আজ ইসলামী মৌলবাদের দাসত্ব স্বীকার করে সেই বাংলাদেশই কিনা ভারতবর্ষকে শত্রু গণ্য করছেন ? এই অকৃতজ্ঞতার প্রতিফল ফলবে যদি না বাংলাদেশ সত্বর রাষ্ট্রনীতি পরিবর্তন করেন বিশ্বমানবতার অসাম্প্রদায়িক আদর্শে |


76. আজ মহারাজরা কোনো মতে বেঁচে আছেন বাংলাদেশে ঠাকুরের নাম নিয়ে | তবু তাঁদের মুখে শুধু আশীর্বাণীই আছে সকলের প্রতি | এই হল সনাতন ধর্মের অন্তরতম রূপ, সত্ত্বগুণের যথার্থ অভিব্যক্তি মহা সঙ্কটকালেও |


https://www.facebook.com/share/r/97KJ2gSzUr2Fj5ag/


77. বাংলাদেশের সর্বধর্মসহিষ্ণুতার বার্ষিক রূপ ! Ref. Durga Puja. 


78. 

বাংলাদেশে মা দুর্গার মূর্তি ভাঙছে | তা তাদের ধর্মের বিধানই তো তাই | পূজিত মূর্তি ভাঙো, মুশরিকদের ধর্মান্তরিত কর', নচেৎ হত্যা কর' | গণিমতের মাল লোটো | তারা তো সবই ঠিকঠাক শাস্ত্রসম্মতভাবেই করছে | আপনারা ওদের শাস্ত্রত্রয় পড়ে দেখুন তো | দেখবেন ওদের ইমানে কোনো গোলমাল নেই |


79. ছেলেমানুষ চিকিৎসকেরা যেখানে প্রতিবাদে অনশনরত, সেখানে মুখ্যমন্ত্রী কি 'নির্যাতিতার ফাঁসির' দাবীতে তাঁর পূর্বপরিবেশিত ২৬ দিনের অদ্ভূত 'অনশনের' পুনরাবৃত্তি করবেন ? বেশ হ'ত ক্যামেরার সামনে যতীন দাসের মঙ্গলানুসরণ | নইলে আর কি ? ক্যামেরাবহির্ভূত অনশন তো আমরা সকলেই আজীবন করে আসছি |


80. কী নির্মম এই রাজ্য সরকার ! ছেলেমানুষ চিকিৎসকেরা, যাঁরা সব আমাদের দেশের বিদ্যারত্ন, অনির্দিষ্টকালের জন্য অনশনে তাঁদের যে কী ভীষণ শারীরিক ক্ষতি হতে পারে, তা আর বুঝবেন কি করে নির্বোধ, নীতিহীন, নির্দয় নেতানেত্রীরা ?


81. 

Seat separation surgery.


82. 

Read this book of concentrated content, Swamiji's nationalistic messages, and rise in defence of the Dharma and the Mātribhūmi.


83. এ ২০ দফা খাওয়ার ২৬ দফা অনশন নয় কিন্তু, বাবা ! এ সত্যিকারের আহারশূণ্য অনশন, কোনো চালাকি নেই | না আছে পর্দা, না মিথ্যাচারের প্রহসন |


84. কিসের মাননীয়া যিনি কাউকে মানেন না ? যিনি মানুষের কল্যাণকর্মে সদাসর্বদা ব্রতী, যিনি তাঁদের দুঃখ নিজের মনে করে দাবী মানেন ন্যায়বিচারের, তিনিই তো মাননীয়া | আর কেউ সে উপাধির বিন্দুমাত্র যোগ্য নন | অযোগ্যকে উচ্চ উপাধি দিয়ে ভূষিত করা মিথ্যাচারের নামান্তর |


85. একদিন পুরো পূর্ববঙ্গ হিন্দু ছিল | পরে বহুমাত্রায় বৌদ্ধ হল | আজ মেরে, কেটে, ঝেঁটিয়ে, ধর্মান্তরিত করে সব নিঃশেষ করে দিয়েছে দার-উল-ইসলাম প্রতিষ্ঠার অভিপ্রায়ে | বাংলাদেশ আর সনাতন আদর্শের ধারকবাহক রইল কই ? আরবী সংস্কৃতিকে স্বীয় সংস্কৃতি মেনে নিয়ে তার এই যে আত্মবিস্মরণের, আত্মপরিবর্তনের অভিযান, তাই হবে তার আত্মহননের মহাস্ত্র |


86. I unfriend political opportunists, hypocrites, antinationalists guised as secularists & famous persons milking ancestral heritage.


87. আর পাতানো 'দাদা', 'দিদি' কোরো না | নিজেদের দাদা দিদি নিয়ে সন্তুষ্ট থাকো | নইলে এ দশাই হবে | পদলেহনের প্রতিফল পদদলন |


88. Communication is integration. The greater the channels for it, the better the democratic set-up and the finer the chances of reaching life's eventual goal, in the social plane solidarity of conjoined cooperative living, in the individual realm Self-realisation. 


89. আজ টিভির পর্দায় দেখলাম এক মহিলা এক উচ্চপদস্থ পুরুষ পুলিশকর্তার পায়ে পড়ে, জুতো ধরে, করজোরে মিনতি করে ধর্মতলায় চিকিৎসকদের প্রতিবাদ করার অনুমতি চাইছেন | কেন এ হীনমন্যতা ? প্রতিবাদ পূর্ণমাত্রায় বলিষ্ঠ হ'ক | হীনমন্যতার লেশমাত্র যেন না থাকে দুর্বল বিনয়ভূষণে | নির্বিকার পুলিশকর্তা তাঁর পদপ্রান্তে প্রণত মহিলার দিকে দৃকপাত পর্যন্ত করলেন না | আত্মসম্মান খোয়াবেন না | সাধু মহাপুরুষকে প্রণাম করুন, পুলিশ আধিকারিককে নয় | তাঁরা তার যোগ্য নন, প্রত্যাশীও নন |


90. দুৃষ্ট যখন শাসন করে, শিষ্টের সর্বনাশ হয় | প্রতি মুহূর্তে অনশনকারী অনুজ চিকিৎসকদের জীবন বিপন্ন হয়ে চলেছে ! নির্দয় শাসক !


91. Nano man passes away. Ratan Tata moves on. 🕉 


92. We have to go beyond the letter of the law and fulfil its spirit. Thus we progress from the gross to the subtle in progressive refinement of perception and execution thereof.


93. An evil person is ever surrounded by evil cronies, companions in corruption.


94. গণতন্ত্র গত এ রাজ্যে | সর্বোচ্চ ন্যায়ালয় শান্তিপূর্ণ প্রতিবাদ অপ্রতিহত রাখার নির্দেশ দেওয়া সত্ত্বেও প্রশাসন তা প্রতিহত করছেন |


95. শুভ মহাসপ্তমী ! সংগ্রাম চলছে | শীঘ্র অসুরদলন হবে |


96. 

What's so wrong about raising the slogan 'We want justice' when the Preamble to the Constitution of India's first promise to Indian citizens is to secure JUSTICE for them? Why were arrests made of reportedly nine persons for raising the said slogan at or near a Pujā pandāl?


97. রবীন্দ্রনাথ লিখেছিলেন 'তাসের দেশ' | আর এ যে দেখছি ত্রাসের দেশ, রফলাবিহীন বিশেষ উচ্চারণে সেই তাসের দেশ |


98. মা দুর্গা অসুরদলনী, ছাড়বেন না সন্ধিক্ষণে | অশুভশক্তির বিনাশ হবেই | মাত্র মুহূর্তের অপেক্ষা |


99. The British used 'divide and rule' policy to control India. Our rulers today use the same principle to throttle our freedom. 


100. ইন্দ্রিয়াসক্তিতে, কাপুরুষতায়, লঘুচিত্ততায়, বীর্যহীনতায় ঝাঁজরা হয়ে গেছে বাংলা | তাই শাসকের এত দুর্বিনীত ভাব, এহেন দুঃশাসন, দমন, দলন, যথেচ্ছাচার | 


ফিরে যাও বিবেকানন্দে | ব্রহ্মবীর্যে জেগে ওঠো | ক্ষাত্রতেজে রুখে দাঁড়াও | অপশক্তিকে বিনাশ কর | এই যথার্থ দুর্গাপূজা | শস্ত্রধারিণী মায়ের বীর সন্তান, বীরাঙ্গনা সন্ততি তোমরা | বিস্মরণের গর্ভে তলিয়ে যেও না | এখনও সময় আছে | জেগে ওঠো | স্বদেশের, স্বরাজ্যের সাধারণের স্বাধীনতা রক্ষা কর |


101.  অপশাসনের বিরুদ্ধে এই প্রতিবাদই পূজা | সমস্ত বাংলা আজ তাই ভিন্নতর পূজায় মেতেছে | এ এক নব দিগন্তের সূচনা |

No comments:

Post a Comment