Wednesday, 9 October 2024

আশ্চর্য লাগে




আশ্চর্য লাগে 

☆☆☆☆☆☆


আমার এটা আশ্চর্য লাগে কেমন করে ব্রহ্মচর্য পালন করে, গীতা, উপনিষদ পাঠ করে ও স্বামীজীর পদাঙ্ক অনুসরণ করে কামিনীকাঞ্চনত্যাগী সন্ন্যাসী মেয়েলী পুরুষ থেকে যান ? তাহলে তো দেখছি geneএরই জয়, আত্মশক্তির কই ? স্বামীজী যে বারংবার বারণ করেছিলেন তাঁর পুরুষ অনুগামীদের মেয়েলী হাবভাব অবলম্বন করতে ? তাহলে এই সব মেয়েলী সাধু কেমন অনুগামী স্বামীজীর ? চৈতন্যদেবের ত্যাগবৈরাগ্যের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলেছিলেন তিনি, "চৈতন্যদেব উড়িষ্যা আর বাংলাটাকে মেয়েমানুষের জাতে পরিণত করেছেন |" ঠাকুর পরিবারের ইন্দ্রিয়াসক্ত সংস্কৃতির প্রতিও তাঁর বিরক্তি প্রকাশ করেন নিবেদিতার কাছে এবং তাঁকে সাবধান করেন ওঁদের সাথে বেশি মেলামেশা করার ব্যাপারে | তিনি নিবেদিতাকে বলেন যে তাঁর জীবনের বাণীর সংক্ষিপ্তসার একটি কথায় প্রকাশ করতে পারেন | তা হ'ল 'পৌরুষ' | এত কিছু জেনে, শুনে, পড়েও কি তাহলে এই বহুসংখ্যক মেয়েলী সাধুর বোধোদয় হয় না ? ইচ্ছাও করে না স্বামীজীর আদেশ পূর্ণমাত্রায় পালনের প্রয়াসে অধিকতর পৌরুষ প্রকাশ করতে ? আশ্চর্য জাতিগত বৈশিষ্ট ! এ একেবারে ভাষায়, সাহিত্যে, সংগীতে, নৃত্যে, সংস্কৃতির বিভিন্ন শাখায় রন্ধ্রে রন্ধ্রে বিস্তারিত | গর্ভ হতে চিতা পর্যন্ত প্রতি পলে পুরুষের ওপর এর এমন প্রভাব যে চেতনার অলক্ষেই অনুপ্রবিষ্ট হয় এই স্ত্রীজনোচিত হাবভাব তাঁর প্রকৃতিতে | তাই, যদি না সচেতনভাবে প্রয়াসপূর্বক এই পৌরুষ আনা যায় নিজ চরিত্রে, এই সহজাত মেয়েলী ভাব থেকেই যাবে | তাই এই অবস্থা | 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


পুনশ্চ : 


"খোল-করতাল বাজিয়ে লম্ফঝম্প করে দেশটা উৎসন্নে গেল । একে তো এই dyspeptic (অজীর্ণ) রোগীর দল, তাতে আবার লাফালে ঝাঁপালে সইবে কেন ? কামগন্ধহীন উচ্চ সাধনার অনুকরণ করতে গিয়ে দেশটা ঘোর তমসাচ্ছন্ন হয়ে পড়েছে । দেশে দেশে, গাঁয়ে গাঁয়ে যেখানে যাবি, দেখবি খোল-করতালই বাজছে | ঢাকঢোল দেশে তৈরি হয় না ? তুরীভেরী কি ভারতে মেলে না ? ওইসব গুরুগম্ভীর আওয়াজ ছেলেদের শোনা । ছেলেবেলা থেকে মেয়েমানষি বাজনা শুনে শুনে, কীর্তন শুনে শুনে দেশটা যে মেয়েদের দেশ হয়ে গেল | এর চেয়ে আর কি অধঃপাতে যাবে ? কবিকল্পনাও এ ছবি আঁকতে হার মেনে যায় | ডমরু শিঙা বাজাতে হবে, ঢাকে ব্রহ্মরুদ্রতালের দুন্দুভিনাদ তুলতে হবে, 'মহাবীর, মহাবীর' ধ্বনিতে এবং 'হর হর ব্যোম্ ব্যোম্' শব্দে দিগ্দেশ কম্পিত করতে হবে । যেসব music-এ (গীতবাদ্যে) মানুষের soft feelings (হৃদয়ের কোমল ভাবসমূহ) উদ্দীপিত করে, সেসব কিছুদিনের জন্য এখন বন্ধ রাখতে হবে । খেয়াল-টপ্পা বন্ধ করে ধ্রুপদ গান শুনতে লোককে অভ্যাস করাতে হবে । বৈদিক ছন্দের মেঘমন্দ্রে দেশটার প্রাণসঞ্চার করতে হবে । সকল বিষয়ে বীরত্বের কঠোর মহাপ্রাণতা আনতে হবে । এইরূপ ideal follow (আদর্শ অনুসরণ) করলে তবে এখন জীবের কল্যাণ, দেশের কল্যাণ । তুই যদি একা এভাবে চরিত্র গঠন করতে পারিস, তা হলে তোর দেখাদেখি হাজার লোক ঐরূপ করতে শিখবে । কিন্তু দেখিস, ideal (আদর্শ) থেকে কখনও যেন এক পা-ও হটিসনি । কখনও সাহসহীন হবিনি । খেতে শুতে পরতে, গাইতে বাজাতে, ভোগে রোগে কেবলই সৎসাহসের পরিচয় দিবি । তবে তো মহাশক্তির কৃপা হবে ।"


~ স্বামী বিবেকানন্দ

No comments:

Post a Comment