Tuesday, 29 October 2024

MESSAGES GALORE ... 90


MESSAGES GALORE ... 90


1. 


"The path of Karma


Is My Dharma," 


Sayeth the Blessed Lord.


2. Why do nuns and monks post their photographs on Facebook? Isn't such self-advertisement antithetical to the introspective spiritual life?


3. দীপাবলীতে মাত্র বহির্প্রদীপ প্রজ্বলিত করলে চলবে না, আত্মদীপও জ্বালতে হবে | তবেই দীপাবলীর সার্থকতা |


4. Hindus will have to turn non-vegetarian more or less universally if they are to effectively combat the anti-Hindu forces.


5. Persecution of Hindus in Bangladesh continues. Hindus here in India, especially West Bengal, must protest. Our support will lend solidarity to the movement for protection of Hindu rights in Bangladesh where state repression is often used under fanciful pretexts to obliterate the Hindus. 1.31 crore Hindu brethren of ours are suffering persecution in Bangladesh which was once our beloved Bharatvarsha. These persecuted ones are the children of Eternal India, although now partitioned and rechristened Bangladesh post 1971. It is their birthright to stay in their motherland and not suffer eviction from there just because they are not Muslims. Such intolerance must not be tolerated by us, we who form the largest body of Hindus in the world. We must respond to this appalling situation of our kith and kin in Bangladesh as Swamiji has exhorted us to do. He has said that the pain of every Hindu anywhere in the world must be palpably felt by every Hindu across the world. Only then may one be called a Hindu. Thus, it is our sacred task to do everything we can to lend solidarity and support to our suffering brethren in Bangladesh. 🕉 Hindu!


6. গোটা ভারতবর্ষটা একটা মস্ত মন্দির | সর্বত্র দেবদেবীর অধিষ্ঠান | আর সনাতন ধর্ম এর প্রাণ |


7. Raise your voice of protest against persecution of Hindus in Bangladesh. 🕉 Hindu!


8. সারা বাংলা জুড়ে ঠাকুর-মা-স্বামীজী ছেয়ে রয়েছেন বাঙালীর মর্মকেন্দ্রে মহাপ্রেম, মহাশক্তিরূপে | আবার বাংলা জাগবে, ঠিক জাগবে |


9. সনাতন ধর্মই ভারতের সংষ্কৃতি, ভারতের শক্তি, ভারতের সভ্যতার সার | এই ঐতিহ্য যা তার লক্ষ লক্ষ মন্দিরে বিধৃত হয়ে রয়েছে, যা তার জনমানসে ওতপ্রোত, তার সংরক্ষণে, পরিবর্ধনে, প্রতিপালনেই ভারত পুনরুজ্জীবিত হবে |


10. অবিদ্যাশক্তির বৃদ্ধি নারীমুক্তির পরিচায়ক নয় | তা নারীর ইন্দ্রিয়পরায়ণতার চূড়ান্ত নিদর্শন |


11. পবিত্রতাই সৌন্দর্য |


12. Education that is the conjunction of the Vedanta and science is the panacea for India's ills.


13. De-Arabisation is necessary for the reclamation of the subcontinent's Sanatan culture.


14. I owe my intelligence to my mother and I owe my intellect to my father. But I owe it all and more to my Mother. Kali! Kali! Kali!


15. আমরা কত কথা বলি কিন্তু কালী কই ? সেই পূতস্পর্শে জীবন ধন্য হ'ক !


16. When the gods die, man awakes. When man dies, God awakes. Then the gods, man and God fuse to become the Undivided Whole.


17. We are deluded souls drunk with the wine of life that is fleeting while eternity waits at our door all along.


18. Let whosoever be anti-Hindu, you be a Hindu through and through. 🕉 Hindu!


19. Love is the panacea for life's ills but can you love? It is on everybody's lips but the heart is dry.


20. সনাতন ধর্মের অগ্রগতিই ভারতের সংরক্ষণ | স্বামীজী বিশ্বে সনাতন ধর্মের বহুল প্রচারকে ভারতের শ্রেষ্ঠ বিদেশনীতিরূপে নির্ধারণ করেছিলেন |


21. সেই অনন্তশক্তি ভগবান যুগসন্ধিক্ষণে যথাবশ্যক সীমিতশক্তিরূপে যুগধর্মসংস্থাপনকল্পে অবতীর্ণ হন | সেই মাহেন্দ্রক্ষণ আজ সমুপস্থিত |


22. মাকে ডাকো | বলো, "মা, আমি বড় কাপুরুষ | আমার কাপুরুষতা দূর করো |"


23. As I am teaching, the Islamic Friday sermon being delivered now over the loudspeaker rather loudly is really disturbing us, both student and teacher. Is this the way the Chief Minister thinks West Bengal's education will go ahead?


24. There is immeasurably greater proliferation of Arabic in India than Sanskrit, a point to be noted by nationalists.


25. এই লাউডস্পিকারে ইসলামপ্রচার বন্ধ হ'ক | এটি একেবারে হক কথা |


26. The greed for gold that corporate houses breed in human minds through their product advertisements is ruining the morals of the country.


27. 


Q. What about the Islamisation of West Bengal? 


A. All kārmic.


B. Then it is our karma to resist instead of meekly rationalising.


28. স্বামীজী কি লাখ লাখ কাপুরুষ ভক্ত চেয়েছিলেন যাদের মধ্যে এতটুকু দম নেই, সাহস নেই যে সনাতন ধর্মকে বিধর্মীর অত্যাচার হতে রক্ষা করে ?


29. বিনয়বচনে মিথ্যাচার বাঞ্ছনীয় নয় |


30. 

শক্তিমান বটে ! আমাদের মত কাপুরুষ নন যারা কিনা শুধু নিরামিষ ভক্তি দিয়েই হিন্দুকে বিধর্মীর হাত হতে রক্ষা করতে কৃতসংকল্প |


31. Selfies are best kept to self at a time when the Self of the nation is under threat from self-created enemies within. Awake!


32. 

তেজি বটে ! ভক্তভৈরব গিরীশচন্দ্র ঘোষ | এমন আর হল' না | হবে, ঠাকুর এলে আবার | একে বলে পুরুষ, ঠাকুরের কালভৈরব |


33. Those who do not want to fight for the defence of the Dharma say that the Sanatan Dharma is indestructible or that the Avatar will descend to defend it. Cowardice seeks this dual ploy as the Hindus precipitate further into the abyss of oblivion.


34. Please do not plagiarise on my posts. Share them instead. Do not lift them bodily out of my profile without acknowledging my authorship of the same.


35. 

Such a brave man! He laid the foundation for the future Hindu Rashtra centuries ago, a dream that must be fulfilled in the decades to come if the Hindus are to survive as a race, a culture, a civilisation and as a nation.


36. সনাতন ধর্মের রক্ষার পথে বহু সনাতনীরাই সবচেয়ে বড় বাধা | এঁদের প্রচণ্ড ব্রাহ্মণবৈরীতা মোটেই সনাতন ধর্মের পক্ষে স্বাস্থ্যকর নয় |


37. ব্রাহ্মণত্বের প্রকাশ ব্রহ্মচর্যে | মহাবীর্যবান তপস্বী ব্রাহ্মণত্বের প্রতিভূ |


38. জাগো !  জাগো ! জাগো !


39. ব্রাহ্মণ, যিনি স্বস্বরূপচিন্তায় নিত্যনিয়ত |


40. ব্রাহ্মণত্বের বিনাশে সত্ত্বগুণের বিনাশ, দেশের বিনাশ, সনাতন সভ্যতা, সংস্কৃতির বিনাশ | প্রতিটি মানুষের মধ্যে অনুস্যূত এই সুপ্ত ব্রাহ্মণত্ব | তার জাগরণেই জগতকল্যাণ |


41. স্বামীজী চেয়েছিলেন সমগ্র হিন্দু জাতিকে ব্রাহ্মণত্বে প্রতিষ্ঠিত করতে | সুশিক্ষার দ্বারা, সংস্কৃতির দ্বারা, শ্রদ্ধার দ্বারা, গুরুগৃহবাসের দ্বারা, ঔপনিষদিক চেতনার প্রসারের দ্বারা, সর্বোপরি ব্রহ্মচর্যপালনের দ্বারা তিনি পুনঃপ্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বৈদিক সভ্যতার নবতম সংস্করণ এই পুণ্যভূমি ভারতবর্ষে |


42. আদর্শকে নামানো হচ্ছে | নিজেদের আদর্শে প্রতিষ্ঠিত করার পরিবর্তে আদর্শকে নামিয়ে আনা নিজ নিম্নস্তরে | এ হেন আদর্শচ্যূতি ভাল নয় |


43. নাস্তিকতা বর্জন করো, গভীর আস্তিক্যবোধ জাগ্রত করো নিজের মধ্যে | তবে জীবনের প্রকৃত উদ্দেশ্য সিদ্ধ হবে, নিজ জীবন ধন্য হবে, জাতি শক্তিমান, সমৃদ্ধিশালী হবে | সনাতন ভারতবর্ষ অক্ষয় হ'ক !


44. The youth need to get enthused with studying the Sanatan Dharma. Do not listen to fools speaking atheistic nonsense. Return to roots.


45. পৃথিবীতে ধর্মমার্গেই বেশি, মোক্ষমার্গে খুব কম লোক |


46. সন্ন্যাস মধুর যার তৃষ্ণা তিক্ত হয়েছে |


47. Delivered in 2021, October, after the dastardly attack by Muslim fundamentalists on innocent Hindus on a massive scale throughout Bangladesh, murdering, molesting, looting, rampaging temples, burning houses, evicting the Hindus from their hearth and home, and all this on a false alarm maliciously raised and falsely so that the Islamic holy book had been kept at the feet of Shree Hanumānji by the concerned temple authorities which the CCTV footage revealed had been enacted under prior instruction by the Muslim lad himself who had raised the alarm. What followed was mayhem, short of a genocide across Bangladesh, the destruction of the kāfir (infidel in the eyes of Islam) till the then Prime Minister Sheikh Hasinā's effective administrative measures normalised the situation. Swāmi Purnātmānandaji was vocal at the Dhākeshwari teleconference and apprised the Prime Minister of the gravity of the situation and the imperative for the PM's immediate strongest possible intervention by way of protecting the persecuted Hindu community. Here again he hear him voicing his said concern. The human chain in peaceful protest that he organised in this regard is also worth mentioning. Mahāraj had issued a Press release in which he exhorted the attacked Hindus not to run away but to resist. 


This Swami of much erudition and more transparency stands in the line of the illustrious monks of the Order who as yet have the courage of spiritual conviction to modestly criticise the decadence of the Order in specific areas. He stands tall still in sectarian, fundamentalist Bangladesh as the hope of the Hindus despite the Ramakrishna Mission's apparent silence over Islamic issues of anti-Hindu violence. 19 centres and 7 sub-centres of the Ramakrishna Mission are serving the people of Bangladesh under his principal guidance. We need to recognise Swami Purnātmānandaji's efforts and lend him solidarity and support so that the Hindus there know that they are not alone but are flesh and blood of the vast Hindu samāj stretching the limits of the globe. 🕉 Hindu!


https://www.facebook.com/share/p/vM2bJyG1zQq1vr1Z/?mibextid=oFDknk


48. স্বামী পূর্ণাত্মানন্দজীকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক নির্বাচিত করা উচিত | ওঁর বুদ্ধি, বোধ, মেধা, সততা, স্বচ্ছতা, আদর্শনিষ্ঠ স্পষ্টবাদীতা ও মিশনের ইতিহাস সম্বন্ধে গভীর সচেতনতা, সর্বোপরি ওঁর ওপর বর্ষিত পূর্বাপর মহাপুরুষদের আশীর্বাদ ওঁকে সর্বদিক থেকে এই তাৎপর্যপূর্ণ পদে আসীন হওয়ার যোগ্য মনে করি | বর্তমান সাধারণ সম্পাদক যখন তাঁর পদের কালক্রম শেষ করবেন, তখন পূর্ণাত্মানন্দজীকে উক্ত পদে নিযুক্ত করলে মঠমিশনের বিশেষ কল্যাণ হবে বলে মনে করি | কালে যেন উনি সংঘাধ্যক্ষ হন, এই প্রার্থনা করি শ্রীশ্রীঠাকুরের কাছে | বড় সুন্দর সাধু !


49. 

বই পড়া অভ্যাস করলে 

১) মনঃসংযম বাড়ে, 

২) বিদ্যা বাড়ে, 

৩) অন্তর্মুখীনতা বাড়ার সম্ভাবনা বাড়ে |


50. West Bengali Hindus ought to learn from Bangladeshi Hindus how to put up manful resistance to progressive Islamisation.


51. এত যদি সোনার বাংলাকে ভালোবাসো তো তাকে দুভাগে ভাঙলে কেন ? এ কেমন ভালোবাসা ? কেন সংখ্যালঘু বাংলাদেশীদের ঘৃণা করো, অত্যাচার করো ?


52. একটাই তো বিশ্বজনীন সর্বগ্রাহী secular ধর্ম | তা হিন্দুধর্ম | বাকি তো সবই secularismএর রাজনৈতিক সুবিধাভোগী সাম্প্রদায়িক ধর্ম |


53. A word given is a word kept unless course-correction requires otherwise. Such is the predicament of maintaining truth. The goal of Truth is to be attained and it may in this contaminated age be duly done by strictest adherence to truth. Under no circumstance must a loose promise be made that cannot be fulfilled under the pressure of circumstance, a loose word given that will sure misfire if kept or will be impossible to follow up on if situation becomes inharmonious. Thus, restraint of speech is an imperative in the spiritual path without which life falls apart.


54. পশ্চিম বাংলায় ঢং বেড়েছে |


55. প্রচার হিন্দুত্বের খুব হ'ক | সাথে আত্মপ্রচার না হলেই হল |


56. বেদান্তশাস্ত্র হ'ল অব্রহ্মবিচার |


57. It is curious that TV news channels keep harping on how we must be an inclusive society and then they flash a news item, claiming it as exclusive to the channel. Lovely contradiction!


58. "Accumulate power in silence." So said Swamiji and this I can testify having seen in life quite often among monastics of the Ramakrishna Order. He who I have seen a stray straw tossing on the river of life in early youth matured in time to become a mighty ocean liner afloat on the sea, carrying thousands in its care. Gradual growth is ever the way.


59. Defend the Dharma.


60. Bharatvarsha existed ages before 15 August, 1947, a civilisational Rāshtra founded on the Sanatan Dharma.


61. I do not need the certificate of savants to prove to me the divinity of Sri Ramakrishna. My experience is proof enough.


62. সত্যপালন ও সরলতা ছাড়া আধ্যাত্মিক প্রগতি অসম্ভব | আবরণী ও বিক্ষেপশক্তির প্রয়োগে ভক্ত পথভ্রষ্ট হন | ভক্তের সরলতাই সার |


63. Words must be spoken out of deep conviction. They must be the outpouring of a soul who feels intensely the import of what he says.


64. Cow-slaughter must stop.


65. এই বেসুরো গলা-কাঁপানো ভক্তিগীতি আর সহ্য করা যায় না | আর তাই শুনেই ভক্তদের কী পুলক ! এই সুরসর্বজ্ঞ সাধুটি সংগীতের সলিল সমাধি করলে !


66. বুদ্ধি দিয়ে তর্ক করা সহজ | কিন্তু বোধ কই যে মিমাংসা করবে ?


67. Sri Ramakrishna is the summation and resolution of all deities. Hence, in worshipping him you worship all.


68. শ্রীরামকৃষ্ণ সর্ব দেবদেবীর সমষ্টি ও স্বরূপ | তাই তাঁর আরাধনায় সর্ব দেবদেবীর আরাধনা হয় |


69. সব কথা কি বলা যায় ? 'অধিক বাক্যে ভাগ্যনাশ |' আমার প্রতিবেদনে ইঙ্গিত সর্বদা থাকে | বুদ্ধিমান, বুঝিয়া লও ! '


70. Do not be deluded by those pundits who say that Hindus are safe in India. Hindus are on the verge of subjugation by proliferating Islam unless effective steps are taken to combat the perfidious forces that are intent on Ghazwa-e-Hind. India is Dar-ul-Harb in the eyes of Islam and under war from Islamists who must under scriptural sanction transform her to Dar-ul-lslam. This is the civilisational threat we face today whose historical instance we have already witnessed to our Hindu horror in the bloody Partition of undivided India. History repeats itself but the wary do not allow it. Our vigilance and valour today can prevent its recurrence. 


71. I hate this commercialisation of culture where advertisement rules the roost everywhere. It is detestable, to say the least.


72. ঠাকুরের মহাবাক্য, 'কামিনীকাঞ্চন ত্যাগ', প্রায় কেউ মানে না আজ | এই বাণী ত্যাগ করেছেন ত্যাগী, ভোগীর কা কথা ?


73. বেনেবুদ্ধির বর্ধনে ভারত বিশ্বগুরু হবে না |


74. সাধুকে দেখে লোকে শেখে | বরেণ্য সাধু প্রতিষ্ঠান যদি কাঞ্চনগামী হন, লোকে কি শিখবে ? এমন সমাজসেবার প্রয়োজন কি যা অর্থের নামে অনর্থ ডেকে আনে, সন্ন্যাসের উচ্চ আদর্শ ক্ষুণ্ণ করে ? 


অর্থের প্রয়োজন আর প্রকারান্তরে লোভ---এ দুটি সম্পূর্ণ ভিন্ন মেরুর অবস্থান | 


আদর্শকে জলাঞ্জলি দিয়ে বেশী দিন চলে না | এখনও সময় আছে | গতি ফেরাও | নইলে পরিত্যক্ত হবে | যুগধর্মসংস্থাপনকর্ম নৈর্ব্যক্তিকভাবে অন্যত্র অন্যরূপে চলবে | বিবর্তনের চক্র কি থেমে থাকে না কোন ব্যক্তিবিশেষ অথবা প্রতিষ্ঠানবিশেষের ওপর নির্ভর করে ? তা চলতেই থাকে নিজ অমোঘ নিয়মে | 


সন্ন্যাস যেখানে অর্থকামীতায় রিক্ত, সেখানে অবতারের পুনরাগমনের সময় সমুপস্থিত |


75. স্বামীজীর বক্তৃতা দিচ্ছি ধারাবাহিকভাবে | পড়বেন | মাত্র ছবি দেখে ক্ষান্ত হবেন না | এতে মহাপুরুষের অবমাননা হয় | তা করবেন না |


76. ISKCON preaches to me their brand of exclusive Krishna consciousness and I preach to ISKCON all-embracing Ramakrishna consciousness.


77. Facebook has become a platform for self-publicity. That is the poverty of the people who need public adulation for self-sustenance.


78. ধর্মপ্রচার করতে গেলে অর্থের প্রয়োজন হয় না, অনর্থের অবশ্যই প্রয়োজন হয় যা প্রচারক সঙ্ঘের সর্বনাশ সাধন করে | এখন এই অবস্থা | সবই তৃতীয় রিপুর বশ---টাকা খাঁটি, খাঁটি টাকা | যুগাবতারের এমনটি অভিপ্রেত ছিল না |


79. We are so often blinded by the personality that the principle evades us. This must not be. The personality is the fulfilment of the principle, the principle remaining its essence that sustains it. Thus, a harmonic whole of personality and principle must animate our vision, a synthesis that in its complementary completeness will lend spiritual substance to our earnest aspiration for freedom which is the goal of life.


80. One schedule is life and the other schedule death. In between is the oscillation. Freedom lies beyond the twain.


81. Losster going, winter coming. Give a farewell to the departing guest and welcome the guest arriving.


82. 

On 23 December every year the Government of India ought to honour Rash Behari Bose and Basanta Biswas for bombing Lord Hardinge on his elephant seat. That was a decisive moment of the unseating of the British Crown when its Viceroy got unseated from his elephant and fell injured seriously to the Crown's perfect corrosion.


83. In this commercial age the world has become a fake stage.


84. Witnessing how fanatical Muslims are persecuting Bangladeshi Hindus, can Hindus here still entertain their rosy ideas about Islam?


85. কথায়, হাবে, ভাবে পৌরুষ জাগে না কেন ? কেন এই অতি কোমল ভাব পুরুষের যা একেবারেই স্বামীজী তাঁর অনুগামীদের মধ্যে দেখতে চাননি ?


86. জগত জ্বলছে | যিনি সত্যকার আধ্যাত্মিক পুরুষ, তিনি কি বেদান্তের কূট ব্যাখ্যা নিয়ে অথবা ব্যক্তিগত স্তরে ভক্তির আতিশয্য নিয়ে ব্যস্ত থাকতে পারেন ? তাহলে তো তিনি দায়িত্বজ্ঞানহীন মানুষমাত্র, যথার্থ জ্ঞানী কিম্বা ভক্ত কই ?


87. Hindus must learn to be aggressive in their ways and means when it comes to tackling their civilisational enemies who are bent upon their destruction as per their scriptural mandates. Meek protest will not do neither soft condemnation. These are deemed signs of cowardice by perfidious proselytising cults whose only medicine is aggressive action by way of defence which the enemy understands and fearfully respects. Hindu children should be raised from childhood in a manly manner so that effeminacy in them is rooted out. In this regard it is worth recording here what Swamiji had said. His words are as follows: 


"খোল-করতাল বাজিয়ে লম্ফঝম্প করে দেশটা উৎসন্নে গেল। একে তো এই dyspeptic (অজীর্ণ) রোগীর দল, তাতে আবার লাফালে ঝাঁপালে সইবে কেন? কামগন্ধহীন উচ্চ সাধনার অনুকরণ করতে গিয়ে দেশটা ঘোর তমসাচ্ছন্ন হয়ে পড়েছে। দেশে দেশে, গাঁয়ে গাঁয়ে যেখানে যাবি, দেখবি খোল-করতালই বাজছে! ঢাকঢোল দেশে তৈরি হয় না? তুরীভেরী কি ভারতে মেলে না ? ঐ-সব গুরুগম্ভীর আওয়াজ ছেলেদের শোনা। ছেলেবেলা থেকে মেয়েমানষি বাজনা শুনে শুনে, কীর্তন শুনে শুনে দেশটা যে মেয়েদের দেশ হয়ে গেল! এর চেয়ে আর কি অধঃপাতে যাবে ? কবিকল্পনাও এ ছবি আঁকতে হার মেনে যায়! ডমরু শিঙা বাজাতে হবে, ঢাকে ব্রহ্মরুদ্রতালের দুন্দুভিনাদ তুলতে হবে, 'মহাবীর, মহাবীর' ধ্বনিতে এবং 'হর হর ব্যোম্ ব্যোম্' শব্দে দিগ্দেশ কম্পিত করতে হবে। যে-সব music-এ (গীতবাদ্যে) মানুষের soft feelings (হৃদয়ের কোমল ভাবসমূহ) উদ্দীপিত করে, সে-সব কিছুদিনের জন্য এখন বন্ধ রাখতে হবে। খেয়াল-টপ্পা বন্ধ করে ধ্রুপদ গান শুনতে লোককে অভ্যাস করাতে হবে। বৈদিক ছন্দের মেঘমন্দ্রে দেশটার প্রাণসঞ্চার করতে হবে। সকল বিষয়ে বীরত্বের কঠোর মহাপ্রাণতা আনতে হবে। এইরূপ ideal follow (আদর্শ অনুসরণ) করলে তবে এখন জীবের কল্যাণ, দেশের কল্যাণ। তুই যদি একা এভাবে চরিত্র গঠন করতে পারিস, তা হলে তোর দেখাদেখি হাজার লোক ঐরূপ করতে শিখবে। কিন্তু দেখিস, ideal (আদর্শ) থেকে কখনও যেন এক পা-ও হটিসনি। কখনও সাহসহীন হবিনি। খেতে শুতে পরতে, গাইতে বাজাতে, ভোগে রোগে কেবলই সৎসাহসের পরিচয় দিবি। তবে তো মহাশক্তির কৃপা হবে।"


~ স্বামী বিবেকানন্দ


The above passage and two appended photographs will attest to Swamiji's views on this aspect of individual and collective behaviour of the Hindus which he deemed imperative for the civilisational survival of Hindu Bharatvarsha.






88. যাঁদের নিজেদের পৌরুষ নেই, তাঁরা আর পৌরুষ কাকে বলে বুঝবেন কি করে ? তাঁরা কি স্বামীজীর ন্যায় পুরুষ সিংহের ধারণা করতে পারেন ?


89. Manhood, the central message of Swamiji. 


90. স্বামীজীকে কেউ মানে না | মেয়েলি পুরুষ স্বামীজী পছন্দ করতেন না | চলনে বলনে, হাবে ভাবে, ভাষায় ভঙ্গিমায়, সাহিত্যে সংগীতে, সংস্কৃতির সর্বক্ষেত্রে, জীবনের প্রতি পদক্ষেপে স্বামীজী পৌরুষ অবলম্বন করতে বলেছিলেন | কে করছে তা ? পুরুষ মানুষ হয়ে মেয়েলিভাবে নাচগান করে, মেয়েলি হাবভাব করে কি তাঁর যথার্থ অনুগামী হওয়া যায়, নাকি তা স্বামীজীর অভিপ্রেত ? এমনকি এই যে লিখছি, এই ভাষাও মেয়েলি | স্বামীজীর ভাষা অনেক বলিষ্ঠ | এটি রাবিন্দ্রিক ভাষা | নরেন্দ্রনাথ, মহেন্দ্রনাথের ভাষা অন্যরূপ, মহা বীর্যবান |


91. The early chirp is the bird-chant. They all take the name of the Lord.


92. The love of life is the kiss of death, the kiss of death immortality where death be of desire that holds and breaks the fragile form of life each moment.


93. দেশের ভবিষ্যৎ ভাল নয় | সব ছবির ভক্ত | রচনা প্রায় কেউ পড়েনই না | এত হালকা জাতির ভবিষ্যৎ ভাল হবে কি করে ? জ্ঞানেই ভবিষ্যৎ গঠন, অজ্ঞানে নয় | 


94. চিত্তদূষণ হতেই পরিবেশ দূষণ | আদি শত্রুটি জীবিত থাকলে তার পরবর্তি প্রজন্ম তো সর্বনাশ করবেই |


95. চরিত্র চাই | নইলে সঙ্ঘ থাকে না | অর্থে সঙ্ঘ দাঁড়ায় না | মোক্ষমার্গ বড়জোর ধর্মমার্গের সহযোগিতায় সঙ্ঘ পরিচালনা করতে পারে | অর্থের পেছনে অতিমাত্রায় ছুটলে অবিদ্যামায়ার কবলে পড়ে | কেউ রোধ করতে পারে না তখন তার ভাবী ধ্বংস | তাই অর্থে বড় অনর্থ | 


96. লোভবিবর্জিত সনাতন শিক্ষা চাই | উপযুক্ত শিক্ষার অভাবে দেশ রসাতলগতপ্রায় | স্বশিক্ষারও যথাযথ আবশ্যকতা |


97. লক্ষ্য করবেন আমার ভাষায় ক্রিয়াপদের ব্যবহার ন্যূনতম, বিশেষণপ্রধান রচনা তার পরিবর্তে | এইরূপ ভাষা স্বামীজী চেয়েছিলেন যা বীরব্যঞ্জক, নমনীয়তায় ন্যুব্জ নয় |


98. শিব ধারণ করে আছেন কালীকে, অর্থাৎ, সমস্ত ব্রহ্মাণ্ডকে | ব্রহ্ম ব্রহ্মাণ্ডের ধারক |


99. ভক্তিযোগ না থাকলে মানুষ বর্বর রয়ে যেত | প্রেমই বিবর্তনের সর্বসাধারণ অবলম্বন, উপায় |


100. ১এর মধ্যে ২, ৩, ৪, ৫, ..., অনন্ত সংখ্যা ভরা আছে | আবার শূণ্যর মধ্যে এক | এ সংখ্যাতত্ত্ব | কিন্তু মহাশূণ্য সংখ্যাকে ছাড়িয়ে, মহাপূর্ণ নিষ্ফল মহীরূহ যার ছায়ায় বিশ্বময় ফলিত রচনা |

No comments:

Post a Comment