Sunday 20 October 2024

POESY BENGALI : কে নাচে রে ওই ?


কে নাচে রে ওই ?

☆☆☆☆☆☆☆☆


ডাণ্ডা আর ডাণ্ডিয়াতে 


ঠাণ্ডা নাচে রাজ্য |


এত অনশন, তবু 


না করেন গ্রাহ্য | 


জল খেয়ে দিন যায়,


নাহি পেটে খাদ্য |


এ যে খাঁটি উপবাস, ভায়া, 


নহে স্যাণ্ডউইচ বরাদ্দ | 


বিচারের দাবি তুলে,


তুলে তুলে হদ্দ |


তবু রুদ্ধদ্বার কর্ণে নাহি


প্রবেশিল অদ্য |


কত কাজ আছে তাঁর,


নাচ, গান, উৎসব |


আছে মোসাহেব বিস্তর,


স্তাবকের স্তুতিস্তব |


এর মাঝে ক্ষণ কই


ধরনামঞ্চ লাগি ?


খেয়েদেয়ে পান করে


দমকে কামান দাগি ?


দিনে দিনে ক্ষয় হয়,


কুসুম শুকায়ে যায় |


তবু গলে না পাষাণপ্রাণ,


কী প্রতিপালিকা, হায় !


ওঠো, ওঠো, যুবাকুল,


নব নব রচনায় |


তোমাদের জয় হ'ক,


ত্যাগপূতপ্রভায় |



রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment