Saturday, 26 October 2024

যত মত, তত পথ ... ১


যত মত, তত পথ ... ১

●●●●●●●●●●●●●●●


'যত মত, তত পথ |' সত্যিই তো | ঠাকুর ভুল বলেন নি | কিন্তু ওষুধের যেমন expiry date থাকে, তেমনি মতেরও | ওই তারিখ পেরিয়ে গেলেই সেই মত নিষ্ক্রীয় হয়ে পড়ে অথবা তার বিষক্রিয়া শুরু হয়ে যায় | কোন' কোন' ক্ষেত্রে উৎপত্তিমুহূর্তেই সে মত বিষাক্ত প্রতিপন্ন হয় ও তা expiry moment অতিক্রম করেছে বলে, তা বর্জনীয় হয়ে পড়ে | নচেৎ তার বিষফল সভ্যতাকে ধ্বংস করতে থাকে যতদিন না তাকে উৎখাত করা হয় সমূলে |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment