Wednesday, 23 October 2024

POESY BENGALI : অভিযোগের দোষ না দোষের অভিযোগ ?

অভিযোগের দোষ না দোষের অভিযোগ ?

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


শেষের বৃথা সংগীতে 


মাটি করল শেষে | 


নইলে, 


মেয়েটি শিক্ষা দিলেন বটে ! 


ভাইরে, 


চিরভাইরাল ভিডিও হয়ে 


রয়ে গেল এ দেশে |



মেয়েটির যেমন গলা, 


তেমনি বলা, 


'মন্ত্রীমশাই' চুপ | 


ভাবছেন ছোটবেলার কথা 


সেই ব্যাকরণের রূপ | 


"ওরে বাবা, 


এ যে সেই দিদিমণি, 


ধাওয়া করেন আজও | 


Goal করতে গিয়ে 


করে ফেললাম গোল | 


এখন বাড়ল কত কাজও | 


নিতে হবে গৃহশিক্ষা 


শেষে কিনা বাংলায় ? 


মুখ্যপদাসীন তবু  


বিদায়বেলায় এ দায় ?" 




হায় ! হায় ! হায় ! 


দিদি, 


হায় ! হায় ! হায় ! 



রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


https://www.facebook.com/share/p/9TwDUEWyfcve1maq/?mibextid=oFDknk

No comments:

Post a Comment