Wednesday 16 October 2024

শাস্ত্রীয় সংগীতের সলিলসমাধি


শাস্ত্রীয় সংগীতের সলিলসমাধি

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


শাস্ত্রীয় সংগীতের সফল পরিবেশনের সমস্যা হল বিস্তারের | যতই অভ্যাস কর', কন্ঠ যতই মার্জিত, সুললিত হ'ক, যদি রাগরূপ রক্ষা করে সুরের নানা পথপরিচালনার ক্ষমতা না থাকে, তো সে গায়ক বা গায়িকার কোনো ভবিষ্যৎ নেই এই সংগীতে | এ মার্গসংগীত তাঁর মার্গ নয় | 


সমস্যা কন্ঠে নয়, মস্তিষ্কে | মৌলিকতার অভাব, তাই মুখস্ত বিদ্যা, সুরের একই পরিবেশন, বারংবার একই ধারায়, একই প্রাকনির্দিষ্ট পথে | বিস্তার সম্ভব উদ্ভাবনের আলোকে, সূক্ষ্ম সুরবোধে যার নিত্যনতুন প্রকাশ সুরের মুহুর্মুহু নবমূর্ছনায় | এই সুরের সৃষ্টিশীলতা যথাযথভাবে না থাকলে শাস্ত্রীয় সংগীত চর্চা সম্ভব কিন্তু জনসমক্ষে তার সফল পরিবেশন অসম্ভব যদিও রুচিহীনতার এ যুগে যেমন গায়কগায়িকা, তেমনই শ্রোতৃমণ্ডলী, তাই সবই চলে, চলছেও | কিন্তু সংগীতের সলিলসমাধি হচ্ছে নিত্য | 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : সুরসম্রাট বাবা আলাউদ্দীন খাঁ ও সুরনন্দিনী মা অন্নপূর্ণা দেবী |

No comments:

Post a Comment