ভারতকেশরীর শ্রীচরণে প্রণাম
ভারতকেশরীর শ্রীচরণে প্রণাম
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
এই মহাপুরুষের শ্রীচরণে প্রণাম | যদি না ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সংগ্রাম করতেন, পশ্চিমবঙ্গকে আমরা হিন্দুদের সুরক্ষিত আবাসস্থলরূপে পেতাম না | যাঁরা তাঁকে আজ বদনাম করছেন, এযাবৎ করে এসেছেন, তাঁরা দুষ্ট, দুর্বৃত্ত ছাড়া আর কিছু নন | হিন্দুদের মধ্যে অবস্থান করছেন এমন অনেক হিন্দুত্ববিরোধী মানুষ যাঁরা শুধু সুযোগসন্ধানী রাজনীতিব্যবসায়ী নন, স্বল্পবিদ্যাগ্রস্ত অপরিপক্ক মস্তিষ্ক যাঁদের না আছে বক্তব্যবিষয় সমন্ধে যথাযথ অধ্যয়ন না মননশীলতা এ কথা বোঝার জন্য যে কি ভয়ঙ্কর বিপদ হতে পুজ্যপাদ ভারতকেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বের করে এনেছিলেন অগণিত নির্যাতিত, নিপীড়িত হিন্দুদের নোয়াখালী পরবর্তী অধ্যায়ে ভারতভূমির সুরক্ষিত ক্রোড়ে এই সুজলা সফলা পশ্চিমবঙ্গে | যাঁরা এই মহারুপুষরের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করেন নিন্দনীয় ভাবে ও ভাষায়, তাঁদের প্রতি আন্তরিক অনুরোধ রইল কিছুকাল মুসলমান উপদ্রুত বাংলাদেশে গিয়ে বসবাস করার | তারপর ফিরে এসে বড় বড় বাক্যাস্ফালন করবেন প্রাণ ভরে | 🕉
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment