Wednesday 9 October 2024

MESSAGES GALORE ... 88


MESSAGES GALORE ... 88


1. This is just the beginning of the ordeal that is in wait for us. Islamisation is on the rise in India. How can crass commerce-conscious cowardly Hindus confront this crisis? Hindu population is waning while Muslim population waxing. Demographic replacement in regions followed by displacement is taking its inevitable toll. How to prevent this unless, perhaps, necessity creates the inventive defence against our civilisational annihilation as in the rest of the world wherever Islam has struck roots and grown disproportionately to destroy local cultures, religions, wholesale civilisations through sudden external aggression or steady internal multiplication? It is a problem of numbers and the democratic right to vote and seize power only to destroy democracy thereafter and replace it with the Sharia. This war must be fought, and fought on all counts--- ideological, theological, political and spiritual---, in short, using any legitimate means to undo medieval monstrosity masquerading as religion when its express purpose is to seize power and establish its theocratic hegemony worldwide. 


2. As a monk refrain from speaking in an effeminate way. Swamiji simply disliked such effeminacy in speech, manner and mode.


3. আন্দোলনকারী চিকিৎসকদের জন্য প্রেরিত খাট, জল, স্নানঘর আটকালো পুলিশ | চিকিৎসকদের মোট বইতে হল শেষে এগুলো আনতে | ক্ষমতার এত স্পর্ধা ?


4. National concentration has to be built up, national manhood, strength, a sense of sacrifice and service for the common weal.


5. যাঁরা বাক্যের শেষে একটা দাঁড়ি পর্যন্ত দিতে পারেন না, তাঁরা জাতি হিসেবে দাঁড়াবেন কি করে ?


6. সিঙ্গুরের ন্যানো কারখানা বানচাল করে মমতা বন্দ্যোপাধ্যায় রতন টাটাকে উদ্দেশ্য করে বলেৃছিলেন, "টাচাবাবুকে টাটা কপে দিয়েছি |" গতকাল ওই মহান শিল্পপতি যিনি রতন হয়েও ভারতরত্ন পাননি, তাঁকে Xএ বিদায় সম্ভাষণ জানালেন আর একবার মুখ্যমন্ত্রী | প্রশ্ন হল এই---শত্রুতা করলাম জীবদ্দশায় আর মরণোত্তর শ্রদ্ধাজ্ঞাপন ? চিরাচরিত দ্বিচারিতা নয় কি ?


7. শয়তানের সাথে সমঝোতা হয় না, মোকাবিলা হয় | তাতে জয়পরাজয় আছে | কিন্তু তাই একমাত্র পথ | অনুনয় বিনয় সভ্য মানুষের সাথে চলে, শয়তানের সাথে নয় |


8. A wicked soul is at the helm of affairs, instigating administration against peaceful protestors despite the Supreme Court's order to the contrary. There isn't democracy left in this state of dastardly politicians and perfidious policies designed to destroy the demographic fabric of this already partitioned state. It is a degenerate state of affairs brought about by prolonged sensuality of a significant section of the educated class who have neglected national needs to attempt to satiate their alien utopian dreams while retaining their inheritance of debilitated manhood and effeminate expression in soft sentimentality masquerading as art and culture. Conquered, coerced, converted and dismembered, the educated class here yet cling to alien ideology, sensual living and cowardice before the base and strong when their ultra-refined pronouncements on paper take to flight amidst a quick capitulation before the forces that be. This is the state now and this has been the state for centuries despite pious protestations to the contrary. Twice has the Avātar appeared here to salvage the situation but to no permanent change of character as was effected by Guru Gobind Singh in the Punjab. Here, though, spiritual movements of great force and light have thrice arisen in recent centuries, those initiated by Sri Chaitanya Mahaprabhu, Raja Rammohun Roy and Sri Ramakrishna Paramahamsadev, but to no avail in the final reckoning. As it stands, Bengal is in cultural confusion with its multiple currents of philosophies and ideologies bereft of national roots continuing to plague its people. The only hope is Vivekananda, a going back to him, seeking guidance and light that will integrate Bengal with the mainstream of national life. Else, further alienation will see Bengal in an annihilating embrace with her Arabic foe that has already consumed her eastern body. Time's ticking. Bengal, wake up!


9. বাংলা ভাষার খোল নলচে পালটানো দরকার | রন্ধ্রে রন্ধ্রে দুর্বলতা ঢুকে বসে আছে, প্রায়শঃ শব্দবন্ধে, শব্দসংযোজনে | এটা সূক্ষ্ম বোধের বিষয়, অনুভবে সাব্যস্ত | 


যেমন জাতি, তার তেমনি ভাষা | জাতি বীর্যহীন হলে তা হাবে, ভাবে, ভাষায় প্রকাশ পায় | প্রত্যেকটা শব্দ ব্যবহার করার আগে, তার ধ্বনির ওজন মাপতে হবে | তারপর প্রয়োগ | 


ধ্রুপদী ভাষার স্বীকৃতি তো এলো | এখন ধ্রুপদী বোধ ও ভাব অবলম্বনে তাকে সেই স্বীকৃতির যথাযোগ্য করে তুলতে হবে | 


ভাবপরিবর্তনে ভাষা বলিষ্ঠ হবে | মহাশক্তির উদ্বোধনে জাতির চরিত্র সবল হলেই তা ভাষায় প্রতিফলিত হবে | চাই ক্ষাত্রবীর্য, ব্রহ্মতেজ, মৃত্যুকে তুচ্ছজ্ঞান | অনন্তশক্তি আত্মার মধ্যাহ্নকিরণে যখনই দেহমন সতেজ হবে, তখন হাবে ভাবে, ভাষায় ভঙ্গিমায়, পোশাকে পরিচ্ছদে তা প্রসারিত, প্রতিফলিত, প্রকাশিত হবে |


গোড়ায় গলদ | শরীরমন দুর্বল | পুষ্টির অভাব | উপযুক্ত আহার প্রয়োজন, খেলাধূলো, শরীরচর্চা, ব্যয়াম ইত্যাদি | ভোগবৃদ্ধির জন্য নয়, শক্তি অর্জনের জন্য | যে করে হ'ক, ভবিষ্যতের প্রজন্মকয়েককে এই ঘোরতর ইন্দ্রিয়পরায়ণতা থেকে রক্ষা করতে হবে | তারা শক্তিমান হলে ভাষাও বলবান হবে | আবার ভাষা সবল হলে, ভাব সবল হবে, চরিত্র দৃঢ় হবে, মানুষ শক্তিমান হবেন |


10. 


বাংলায় গণতন্ত্র gone!


নির্বাচিত একনায়কত্ব on.


11. 


আগে ছিল চীন |


আর আজ অর্বাচীন |


12. Is this a democracy or a dictatorship? How long must this repression continue? Are we a police state where citizens have forfeited the right to protest?


13. ত্রিধারায় ন্যায়বিচার চাওয়ায় চতুর্থ ধারা প্রয়োগ হল কেন ? কার দেশ ? গুটিকতক শাসকের না জনগণের ?


14. গণতন্ত্রে প্রতিবাদী মানুষের ওপর এহেন প্রশাসনিক অত্যাচার, অবিচারে আমরা যে স্বাধীনতা লাভ করেছি, এ কথা আর বিশ্বাস করতে পারছি না |


15. বাংলার চূড়ান্ত দুর্দিন আজ উপস্থিত যখন শান্তিপূর্ণ প্রতিবাদের কন্ঠরোধ করার এহেন প্রচেষ্টা করা হচ্ছে |


16. কী অত্যাচার ! কী অবিচার ! দুয়ারে দুর্জন ! মা বলেছিলেন, "দুর্জনকে দূরে পরিহার, সে যেমন করেই হ'ক |" মহা তাৎপর্যপূর্ণ বাণী !


17. এ তো দেখছি দুর্গাপূজা দ্বিধারায় চলছে ! প্রতীকে, বাস্তবে আসুরিক শক্তির অত্যাচার ও অসুরদলনী দুর্গার অভ্যূত্থান | সন্ধিক্ষণ সমাগত | শুভাশুভের এ দ্বন্দ্বে কে জয়ী হবে ?


18. প্রতিবাদীরা বিচার চান, প্রশাসনিক প্রহসন নয়, পীড়ন তো নয়ই | তাঁদের শান্তিপূর্ণ মিছিল ও স্লোগান দেওয়া সর্বোচ্চ ন্যায়ালয় অনুমোদিত | তাহলে কেন এ অত্যাচার তাঁদের ওপর ?


19. Dr. Aniket Mahato being carried off to R.G.Kar hospital as his condition sinks consequent on his 100 hour fast.


20. Devi Durga must be worshipped with power and force in real life as well to combat and overcome evil. That is exactly what the junior doctors are doing, faced as they are with demonic forces hell-bent on crushing their nascent resistance.


21. 

We want justice, justice that is the first assurance the Preamble to the Indian Constitution promises to secure for all Indian citizens. Then why is it so legally wrong to give this slogan so as to merit non-bailable police custody for a week, a fate that has befallen nine such sloganeers at a Kolkata puja pandal or in its vicinity despite the fact that the Supreme Court of India has by order restrained the law enforcement agencies from persecuting peaceful protestors in relation to the R.G.Kar case?


22. 

দুর্গোৎসব বলা ঠিক | শারদোৎসব যেন ঋতুর উৎসব যেমন বসন্তোৎসব | তা যেন নিরীবশ্বর হলেও চলে | কিন্তু দুর্গোৎসব তো মূলতঃ অধ্যাত্মকেন্দ্রিক | তাই মূলকে ছেড়ে শাখা ধরবেন না | দুর্গোৎসব বলুন |


23. বাংলা জাগছে | টেলেভিসনের পর্দায় দিব্যি চলছে 'পুজো', 'পূজো' নয় | রসিকতা নয়, হ্রস্বউকতা |


24. We have to raise our country by affirming its deep spiritual roots rather than giving in to superficial material culture.


25. A government is supposed to govern, not oppress citizens. The latter is the reality though.


26. আজ ডঃ বিধানচন্দ্র রায় যদি মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে চিকিৎসকদের আজকের এই দুর্দশা হত কি ?


27. কলকাতা উচ্চ ন্যায়ালয় ধৃত ৯ জন প্রতিবাদীদের জামিন মৃঞ্জুর করলেন | প্রশাসনের প্রাথমিক পরাজয় প্রমাণিত, প্রতিষ্ঠিত হল |


28. "WE WANT JUSTICE." Like these words written in bold letters, Mother's children, be bold in exercising your fundamental rights. 🕉 

 

29. Police high-handedness cannot throttle the clarion call for JUSTICE.


30. মুখ্যমন্ত্রী শিখছেন কি ভাবে ঠিক ঠিক অনশন করতে হয় | "যাবৎ বাঁচি, তাবৎ শিখি," বলেছিলেন শ্রীরামকৃষ্ণ |


31. কী আশ্চর্য এবছর মা দুর্গা প্রতিদিন রাতদখল করলেন তাঁর নৈশপূজা গ্রহণ করে ! জীবনে আগে তো এমন দেখিনি | তিলোত্তমা মা দুর্গাস্বরূপা |


32. কোনদিন শুনবেন আবার বিচার চাইতে এক বিশেষ জন 'আজীবন' অনশন শুরু করে দিয়েছেন | সে মহা বিপত্তি হবে কিন্তু | সব পারেন |


33. কী দুঃসময় বাংলার ! ছেলেমেয়েরা আমরণ অনশনে বসে শরীরের অপূরণীয় ক্ষতি স্বীকার করছেন আর সরকার অনমনীয় মনোভাব বজায় রেখে আত্মসংস্কারে অচল |


34. তিলোত্তমার বিচার চাওয়া কি অন্যায় ? তাহলে কেন প্রশাসনিক দমনপীড়ণ নেমে আসছে শান্তিপূর্ণ প্রতিবাদীদের ওপর জা'গায় জা'গায় ?


35. কোন নেতানেত্রীকে বাড়িয়ে তুলবেন না এমন যে তাঁরা নিজেদের 'ধরা কে সরা' জ্ঞান করেন | এই 'দাদা-দিদি' বলে মাথায় চড়ানো বন্ধ করুন |


36. The slogan 'We want justice' is being criminalised. Whither our fundamental right to 'Freedom of speech and expression'?


37. ভারতবর্ষ তথা বাংলার রাজনীতিতে আজ কোনো বড় নেতানেত্রী নেই যিনি সত্য কথা বলেন | তাই মানুষের আস্থা উঠে গেছে এঁদের ওপর থেকে |


38. গণতন্ত্র কই ? এ তো বলতন্ত্র |


39. ১৪৭ ঘন্টা অনশনে বিপন্নদেহ অলোক ভার্মাকে হাসপাতালে ভর্তি করা হল |


40. 'দ্রোহ কার্নিভাল' হতে চলেছে |


41. এবার ধর্মতলা অনশনমঞ্চ থেকে হাসপাতালে ভর্তি হলেন ক্যালকাটা মেডিকাল কলেজের চিকিৎসক শিক্ষার্থী অনুষ্টুপ মুখোপাধ্যায় |


42. বলতন্ত্রে বলপ্রয়োগই আইন | দুঃশাসনের বিরুদ্ধে দণ্ডায়মান ভীমসেন কই ? কোথা ধনঞ্জয়, ধর্মরাজ, জনার্দন ? অভিমন্যুবধেই বুঝি তন্ত্ররক্ষা ?


43. মহানগরীর বুকে ইতিহাস সংঘটিত হচ্ছে | এর সুদূরপ্রসারী ফল ফলবেই ফলবে | অধর্ম দূর হবে ধর্মের পুণ্যপ্রহারে | শাসক, কর্ণপাত করছ কি ?


44. সাধারণ শিক্ষিত, সংস্কৃতিবান বাঙালীর ব্রহ্মতেজ ও ক্ষাত্রবীর্য অবলম্বন করতে হবে | শুধু নাচগান করে, কবিতা আবৃত্তি করে কাজ হবে না | ব্রহ্মচর্য, স্বাস্থচর্চা, জীবনের প্রতিটি পদক্ষেপে পৌরুষ অবলম্বন, সাহসিকতা ও বীরভাব রক্ষা করতে হবে | স্বামীজীর 'স্বদেশ মন্ত্র' পড়ে দেখো, বঙ্গযুবকযুবতী | তারপর বুঝবে দেশোদ্ধারকল্পে কর্তব্য কি ?


45. যাঁরা আমার লেখা পড়তে আগ্রহী, তাঁরা অনুগ্রহপূর্বক News Feedএর ওপর নির্ভর না করে সরাসরি আমার profileএ এসে পড়ুন |এভাবে প্রত্যেকটি লেখা পাবেন, নচেৎ নয় |


46. রাজনৈতিক নেতানেত্রীরা truth test পাস করতে পারবেন তো ?


47. 



ডঃ অনুষ্টুপ মুখোপাধ্যায়ের ন্যায় এমন অসাধারণ মেধাবী ছাত্রের যদি কিছু হয়ে যায় তো তার থেকে বেদানাদায়ক পরিণতি ও অপূরণীয় ক্ষতি কল্পনা করতে পারিনা | ঠাকুর রক্ষা করুন এইসব তরুণ চিকিৎসকদের দুর্বৃত্তদের হাত থেকে !


আলোকচিত্র : প্রবাদপ্রতীম ডঃ মহেন্দ্রলাল সরকার যাঁর কথা চিকিৎসকদের এই ভীষণ দুর্দিনে বিশেষভাবে মনে পড়ছে | মহামনস্বী এই চিকিৎসক, যিনি কর্কটরোগাক্রান্ত শ্রীরামকৃষ্ণের শেষ চিকিৎসা করেছিলেন, পরবর্তিকালে 'Indian Association for the Cultivation of Science' প্রতিষ্ঠা করেছিলেন, একাধারে allopathy এবং homeopathyতে সুদক্ষ ছিলেন, তাঁর মেধার কথা আকস্মিক মনে পড়ে গেল, তাই এই আলোকচিত্র প্রদত্ত হল | সাথে ঠাকুর রইলেন ভরসার শেষ আবাসস্থলরূপে | আর রইলেন ডঃ রাধাগোবিন্দ কর যাঁর অবিস্মরণীয় রচনা, তাঁর নামাঙ্কিত হাসপাতাল, আজ দুর্বৃত্তের কল্যাণে দুর্নীতির কেন্দ্রবিন্দুতে | বাংলার কলঙ্ক বর্তমান শাসকদল |


48. দুর্গাপূজার প্রকৃত অর্থ কি ? অশুভ শক্তির বিনাশ শুভশক্তির দ্বারা | আন্দোলনরত চিকিৎসকেরা তো তাই করছেন | তাঁদের দুর্গাপূজায় যোগ দিন |


49. Rogues do not respond to goodness shown nor to requests or sacrifices made. Duryodhan did not nor Rāvan. Will these rogues do?


50. মুখ্যমন্ত্রী নিজমুখে বলেছেন যে তিনি স্বামীজীর 'Call to the Nation' পড়ে অনুপ্রাণিত হয়েছেন | অনুপ্রাণিত হওয়ার কি কর্মে এই নমুনা ?


51. রাজনৈতিক নেতানেত্রীরা কর্মবাদ মানেন বলে মনে হয় না | মানলে কি আর ক্রমান্বয়ে এত দুষ্কর্ম করতে পারতেন ? প্রতিফলের ভয় থাকত তো |


52. বাঙালী হিন্দু, জাগো ! নইলে বৃথা সংস্কৃতির গর্ব | কিছুই থাকবে না আরবিকরণ হলে |


53. I am relentlessly campaigning for the civilisational cause but find scant support despite making copious bilingual posts.


54. We need to Hinduise India. Else the Hindus will be wiped out as a race. Our Sanatan civilisation must be protected.


55. Long ago Swamiji had talked about aggressive Hinduism or missionary zeal as the objective of his mission. RKM has failed him.


56. SSKMএ দুষ্কৃতকারীদের তাণ্ডব | সরকার চিকিৎসা ব্যবস্থায় সুরক্ষাদানের সব পদক্ষেপ প্রায় নিয়ে ফেলেছেন ইতিমধ্যেই | কি বলেন ?


57. Do not listen to those who try to soften Hindu resistance to the Islamisation of India. These are Islamists themselves.


58. Proudly assert that you are a Hindu and proclaim its principles to the whole world unapologetically.


59. রাজনৈতিক দলের দুষ্কৃতকারীরা কিন্তু অনশনাদি শান্তিপূর্ণ প্রতিবাদ করে না | সোজাসুজি ভাঙচুর করে | পুলিশ রুখতে পারে না |


60. অভ্যন্তরীণ যত বিভেদ থাকুক, স্বধর্মরক্ষাক্ষেত্রে, স্বধর্মাবলম্বীর রক্ষণে ঐক্যবদ্ধ হ'ন | ঐক্যের অসীম শক্তি | সব সমস্যার সমাধান হবে |


61. দুর্বৃত্ত ছাড়া সকলকে 'শুভ বিজয়া' যদিও শুভ বিজয়ের অপেক্ষায় এখনও | শুধু সন্তানসম চিকিৎসকদের প্রতি অসীম ভালবাসা |


62. যে যত বড় বুদ্ধিজীবীই হ'ন না কেন, সব কিন্তু বিশ্লেষণান্তে বদ্ধজীব | কেউই মুক্তজীব নন, মুমুক্ষুজীবও নন | মুমুক্ষু-মুক্ত হলে কি আর এহেন বুদ্ধিজীবী হন ? সবই তো বিষয়বাসনায় ন্যূনাধিক বাঁধা, কামিনীকাঞ্চনে বদ্ধ | বুদ্ধি হতে বোধে উত্তীর্ণ কে বা হয়েছেন ? অধিকাংশ মহাপুরুষ পর্যন্ত ওই বদ্ধজীব, বড় জোর মুমুক্ষুজীব | বাকিটা চেলাদের প্রচারমিথ্যা | অতএব বুঝে নিন অবস্থাটা | তাই তে দেশের এই দশা | মুক্তজীব, নিত্যজীব, পরমপ্রাপ্তিতে মুক্তশিব, নিত্যশিব কই ?


63. সরকারের অনমনীয় অবস্থান তার অহঙ্কারের পরিচায়ক | আপসহীন চিকিৎসকদের সাথে তা কতদিন টেকে, তা দেখারই অপেক্ষা |


64. ডক্টরেট, অনশন, পা ভাঙা---সব একে একে আপন সত্য প্রকাশ করছে | ধর্মের কল বাতাসে নড়বেই |


65. স্যান্ডউইচ খেয়ে ২৬ দিন অনশন | চাঞ্চল্যকর প্রতিবেদন CN newsএ |


https://www.youtube.com/live/_ZcqAXauhIU?si=Q_v0KrYFQwlX3Vxa


66. Don't lend the hand to  one who knows not how to shake it.


67. The lion limps to death but lends out one last roar.


68. Hrishi, not Rishi.


69. 


এক দিকে চিকিৎসকরা 


অনশনে মৃতপ্রায়, 


আর অন্য দিকে,


"হাতি নাচ্ছে, ঘোড়া নাচ্ছে,


কার্নিভালে খাবি আয় |"


70. মায়াবিনী আবরণী ও বিক্ষেপশক্তি ব্যবহার করেন | প্রথমটির দ্বারা কুকর্ম ঢাকা ও দ্বিতীয়টির দ্বারা গণমনকে অন্য বিষয়ে বিক্ষিপ্ত করা |


71. Fourth victim of fast unto death. Dr. Pulastya Acharya admitted to Nilratan Sarkar Hospital after 194 hours of fasting.


72. Politicians are ruining our country. Rapid Islamisation is on in parts. Civic resistance must be raised. Read Vivekananda.


73. কী অবস্থা বাংলাদেশে যে সেনাবাহিনী সুরক্ষা দিলে তবে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্ভব ঢাকা রামকৃষ্ণ মিশনে !


74. বর্তমানে বাংলা বিষাক্ত | বিবেকানন্দবোধই বিপর্যয়বিনাশী ব্রহ্মাস্ত্র |


75. The doctors will win this war if they can rally mass support, failing which their movement will dwindle and die. The die is cast.


76. 


1) Dr. Aniket Mahato


2) Dr. Anushtup Mukherjee


3) Dr. Alok Verma


4) Dr. Pulastya Acharya


---victims of fast unto death, hospitalised in critical state.


77. কত বড় বল আমাদের---ঠাকুর, মা, স্বামীজী, রাজা মহারাজ ও ঠাকুরের সাক্ষাৎ পার্ষদগণ আমাদের মাঝে আছেন জীবন্ত মহাশক্তিরূপে ! ভয় কিসের ?


78. দুষ্টের পার্ষদদল দুষ্টই হয় প্রাকৃতিক সাম্যস্পন্দনের নিয়মে |


79. তৃণমূল মুখপাত্র শ্রী অরূপ চক্রবর্তী ডঃ সুবর্ণ গোস্বামীকে ডঃ বীর্যবর্ণ গোস্বামী বলে সম্বোধন করলেন Kolkata TVতে | ধিক্কার !


80. তৃণমূল মুখপাত্র শ্রী অরূপ চক্রবর্তী Kolkata TVতে মাননীয় ডঃ সুবর্ণ গোস্বামীর নামের যে অবর্ণনীয় অশ্লীল বিকৃতি করে তাঁকে সম্বোধন করলেন তা ধিক্কারেরও অযোগ্য | এঁরা দেবেন চিকিৎসকদের প্রশাসনিক ন্যায়বিচার যাঁরা মানুষকে মানুষ বলে গণ্য করেন না, ক্ষমতার এমনই দম্ভ ? 


প্রাথমিক স্তরে বলা হয়েছিল যে ১৫০ মিলিলিটার বীর্য পাওয়া গেছে নির্যাতিতার শরীরে যা পরে অপ্রমাণিত হয় | তাকে কেন্দ্র করে শ্রী অরূপ চক্রবর্তী নিঃসংকোচে, অবলীলায় কটাক্ষ করে সম্বোধন করলেন সেই উক্তির সম্ভাব্য বক্তা ডঃ সুবর্ণ গোস্বামীকে ডঃ বীর্যবর্ণ গোস্বামী বলে | কতদূর রুচিহীনতা হলে একজন দলীয় মুখপাত্র অশ্লীলতার এই মাত্রায় নামতে পারেন ! বাংলার আজ ঘোর দুর্দিন | বিষাক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে যা শোধনের আশু প্রয়োজন |


81. কী অসাধারণ মানসিক শক্তি এই তরুণ তরুণী চিকিৎসকদের ! কী প্রবল আদর্শবাদীতা, সহমর্মিতা ! ধন্য এদের মা বাবা ! তবু, কত কষ্ট তাঁদের !


82. We have to inflame the masses with the fire of Vivekananda. A dormant volcano now, Vivekananda will burst into vehement activity.


83. এই কলকাতার বুকে একদিন ঠাকুরের অধ্যাত্মগঙ্গা অবিশ্রান্তধারায় বয়ে গেছে | হে বঙ্গসন্তান, ভুলে গেলে কি ?


84. এই কলকাতার বুকে একদিন ঠাকুরের অধ্যাত্মগঙ্গা অবিশ্রান্তধারায় বয়ে গেছে | হে বঙ্গসন্তান, ভুলে গেলে কি ?


85. It is midnight. And the young doctors are fasting still to melt the heart of a heartless dispensation. We stand in solidarity with you in victory or in defeat. Who cares what may befall when our ideal is right, our means rightful and our cause righteous?


86. The doctors are vocal but the government is indifferent and strangely silent. The contrasting character of the two parties proves their respective commitment to the cause or its utter absence.


87. পঞ্চম পতন | ২১৫ ঘন্টা অনশনের পর ডঃ তনয়া পাঁজা জ্ঞান হারালেন | Calcutta Medical Collegeএ ভর্তি | আর কত ? কী অসংবেদনশীল সরকার !


88. কি রকম যেন অলক্ষ্মী এ রাজ্যকে গ্রাস করেছে ! রাহুর কবলে রাজ্য ! তমোগুণের ঘনান্ধকার, যেন পূর্ণগ্রহণ সবকিছু ছেয়ে ফেলেছে !


89. অনিকেত, অনুষ্টুপ, অলোক, পুলস্ত্য, তনয়া | পঞ্চপ্রদীপ কম্পিতশিখা, নিষ্প্রভ নন | তাঁদের মঙ্গলালোকে নৈরাজ্যের ঘনান্ধকার ঘুচবে |


90. 🕉 The only way for Hindus to survive is to cultivate a warrior-like attitude. Savages cannot be reasoned with. They must be met on their own terms. For this several measures need to be adopted. They are as follows:


1) Hindu unity must be fostered at any cost by overlooking minor differences of spiritual and social approach and focussing on Vedantic essentials.


2) Sympathy for fellow Hindus. Helping them in their need. 


3) Non-vegetarian diet must be encouraged to build muscles and courage.


4) Having at least two children per married couple.


5) Spreading both secular, scientific education and spiritual, scriptural education among Hindus, especially Sanskrit.


6) Study of Swami Vivekananda by all Hindus religiously, regularly. 


7) Building character and the spirit of sacrifice for the common weal instead of selfish hyper-individualism.


8) Engaging in body-building and self-defence techniques.


9) Equitable distribution of wealth for easy sustenance which will allow people time, opportunity and resource for self-development.


10) Study of the Islamic scriptural trinity of the Qur'an, the Hadees and the Sira to understand what Ghazwa-e-Hind means.


11) Hindus must join the armed forces in greater numbers. 🕉 



91. Study Sanskrit to strike deep into your civilisational roots.


92. কতদূর অসংবেদনশীল হলে মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে ডাণ্ডিয়া নাচ করতে পারেন যখন জুনিয়র ডাক্তাররা একে একে অনশনে অবসন্ন, মৃতপ্রায় !


93. ঈশ্বরলাভের একটি চিহ্ন হল এই যে তিনি আপসহীন নির্ভীক মনোভাব রক্ষা করবেন | শাসকের দণ্ডের ভয় তাঁর থাকবে না |


94. রাজনীতিতে এত চরিত্রহীনতা আজ যে কারুর ওপর আর ভরসা করা যায় না | তাই সাধারণ মানুষ অসহায়, তাই বিক্ষুব্ধ, পরিশেষে  পুনঃঅসহায় |


95. এটা কি গণতন্ত্র যে যখন তখন যে কোন অছিলায় নাগরিকদের গ্রেপ্তার করা হচ্ছে, আদালতে অভিযুক্ত করা হচ্ছে ? বাকস্বাধীনতা আছে না নেই ?


96. এটা কি গণতন্ত্র যে যখন তখন যে কোন অছিলায় নাগরিকদের গ্রেপ্তার করা হচ্ছে, আদালতে অভিযুক্ত করা হচ্ছে ? বাকস্বাধীনতা আছে না নেই ?


97. 


স্বামীজীর চেলা আমি, 


মহামায়া বুকে |


ডরাই কাকে ?


98. Souvik Banerjee, 6th junior doctor hospitalised on 11th day of fast unto death (R.G.Kar case). Pressure mounts. Govt. insensitive.


99. ডঃ সৌভিক বন্দ্যোপাধ্যায় আমরণ অনশনের ষষ্ঠ বলি হলেন | অনশনের একাদশ দিবসে হাসপাতালে ভর্তি হলেন গুরুতর শারীরিক অবস্থায় |


100. Modesty is purity and purity is strength.

No comments:

Post a Comment