Monday, 21 October 2024

ঘড়িতে এখন ঠিক বারোটা

ঘড়িতে এখন ঠিক বারোটা

●●●●●●●●●●●●●●●●●●


বাংলার বারোটা বেজে গেছে | ব্রাহ্মণত্ব ও ক্ষাত্রধর্ম ছেড়ে আরও নাচ, গান, কবিতা, নাটক, ছবি আঁকা, নাস্তিকতা, সনাতন ধর্মের বিধিনিষেধ ভঙ্গ---এইসব নিয়ে নিত্য মেতে থাকুন | তাহলে নিশ্চিহ্ন হয় সব, নির্মূল হয় সনাতন সভ্যতা | 


কাপুরুষের না হয় শিল্প না সাহিত্য | তাঁর বেঁচে থাকাই কালে দায় হয়ে ওঠে | সেই দুঃসময় আজ বাংলায় উপস্থিত | এখন কর্তব্য নির্ধারণ করুন নিজের জন্য, আগামী প্রজন্মের জন্য | বাঁচতে হলে এই ক্লীবত্ব, এই ইন্দ্রিয়পরায়ণতা, ক্ষুদ্র স্বার্থ চরিতার্থের জন্য ক্ষমতাবানের পদলেহন, তাঁর দাসত্বস্বীকার---এই সব এই মুহূর্ত হতে পরিত্যাগ করে আত্মশক্তিতে জেগে উঠুন | সনাতন ধর্মের যথার্থ প্রতিভূরূপে স্বমহিমায় বিরাজ করুন | বাংলা বাঁচবে | 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment