POESY BENGALI : হিন্দু, জাগো !
POESY BENGALI
হিন্দু, জাগো !
☆☆☆☆☆☆☆
শুধু বলছি, হিন্দু, জাগো !
নাচ, গান, কবিতা, নাটক---
এসব তো অনেক হল |
এবার শরীরচর্চা কর',
সাহস বুকে ধর' |
এবার স্বপ্নসৌহার্দ্য ভুলে,
ধর্মসমন্বয় শিকেয় তুলে,
ক্ষাত্রবীর্য স্বভাবমূলে
রক্ষা করে বাঁচো |
নইলে দেশ ছেড়ে ভাগো !
তা কি হয় ?
তাই তো বলি, আবার বলি,
যূপকাষ্ঠে বলি
না হতে চাও যদি,
জাগো, হিন্দু, জাগো !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment