Tuesday 15 October 2024

MESSAGES GALORE ... 89


MESSAGES GALORE ... 89


1. কে দেবপক্ষে লড়ছে আর কে দানবপক্ষে,তা তো পরিষ্কার হয়ে গেছে গত দু'মাসে | এখন সংগ্রামের ফলাফলের অপেক্ষামাত্র | জনগণেশের বিজয় সুনিশ্চিত |


2. সমস্যা নেতানেত্রীর চরিত্রে, সমাজে যার প্রতিফলন | উন্নত চরিত্র নেতানেত্রী এক লহমায় দেশের, রাজ্যের গতিপথ সঠিক দিশায় ফেরাতে পারেন |


3. 


পুলিশ দিয়ে রাজ্যশাসন,


গণতন্ত্রই বটে |


4. স্বামীজীর মহাসমাধির পর শুনেছি মৃত্যুর কোনো সরকারি নথিপত্র (Death Certificate) দেওয়া হয়নি | একদা অমরনাথ শিব স্বামীজীকে অমরত্বের বর দিয়েছিলেন | এই ঘটনা কি তারই অদ্ভূত ইঙ্গিত বহন করছে ? অমর স্বামীজী অমরই রইলেন ধর্মসংস্থাপনের মহাযজ্ঞানুষ্ঠানে ?


5. স্বামীজীর 'স্বদেশমন্ত্র' মুখস্ত করে নিন | দেশগঠনের কাজে লাগবে | এই স্বদেশমন্ত্রে দীক্ষাও দীক্ষা | এরই অনুপ্রেরণায় স্বদেশীযুগে স্বাধীনতার সংগ্রাম | তৎপরবর্তী তার বিস্মরণে দেশের এই দুর্গতি |


6. এও মা, ওও মা | এইটি বুঝলেই হয়ে গেল | বাকি রইল বিশ্ব | তার বোধ হবে কালে | ভোগান্তে চৈতন্য |


7. বিদ্যাশক্তি হও | অবিদ্যা ছড়িও না | মহামায়ার শক্তির অপব্যবহার কোরো না, সদ্ব্যবহার করো | মানুষকে বেঁধো না | মুক্ত হও, মুক্ত করো |


8. Mere verbal manifestation of strength is not enough. It must show in perfected work employed at the service of society.


9. Demographic transition leading to cultural decline. 'Shudrayug' has this associated feature, degenerate output emanating from lower nervous organisation.


10. পুলিশি প্রশাসনে পরিণত হয়েছে রাজ্য | উচ্চ ন্যায়ালয় নাগরিকের নিত্যহৃত সাংবিধানিক অধিকার রক্ষা করে চলেছেন | রাজ্য তো নয়,  নৈরাজ্য !


11. Such is the fear of the common man today of state repression that six hours have passed, yet not a single person but me has reacted to this post.


https://www.facebook.com/share/p/Q7LsBpwaKE5vF7yX/?mibextid=oFDknk


[পুলিশি প্রশাসনে পরিণত হয়েছে রাজ্য | উচ্চ ন্যায়ালয় নাগরিকের নিত্যহৃত সাংবিধানিক অধিকার রক্ষা করে চলেছেন | রাজ্য তো নয়,  নৈরাজ্য !]


12. The Chandi signifies as much the battle with the vices within as the war with the demons without. Do not make a cowardly compromise by accepting the former import to the neglect of the latter. Such is the dominant tendency though by preachers who have not the guts to call a spade a spade.


13. The state of law and order is alarming in the state of West Bengal. Molestation and murder of girls is becoming routine culture.


14. এ কি অলক্ষ্মী রাজ্যে ? নিত্যনিয়ত ধর্ষণ, খুন |


15. ডঃ তপোব্রত রায়---প্রশাসনিক তীরের আর একটি নিশানা |


16. কী অত্যাচার হয়েই চলেছে মেয়েদের ওপর শ্রীমা সারদাদেবীর জন্মভূমি এই বাংলায় ! এর কি শেষ নেই ?


17. যেনতেনপ্রকারেণ ক্ষমতালাভই কি সব ? দায়িত্বপালন কিছুই নয় ? তাহলে রাজ্যশাসন কি দুর্বৃত্তের হাতে সঁপে দেওয়া হবে ? এই কি গণতন্ত্র ?


18. রাজনৈতিক নেতানেত্রীরা সব বদ্ধজীব, ক্ষমতালাভের জন্য লালায়িত | বদ্ধজীবের মুখে জনকল্যাণকল্পে আদর্শের বাণী মানায় না |


19. দ্রোহ কার্নিভালে কি অনেক বেশি জনসমাগম হয়নি দুর্গা কার্নিভালের থেকে ? তাহলে জনসমর্থন কোন দিকে ? বুদ্ধিমান, বুঝিয়া লও |


20. Another Durga Puja is on. The war between good and evil is being waged. Will good triumph or evil prevail? The outcome is awaited.


21. Cower not in fear of unlawful authority or authority gone unlawful. Resist evil. This war has to be won. Our future depends on it.


22. We are on the side of dharma and waging war against adharma. Hence, victory will be ours.


23. আপনারা এত ভয় পান কেন ? মনে রাখবেন ঠাকুর কি বলেছিলেন | "লজ্জা, ঘৃণা, ভয়---এ তিন থাকতে নয় |"


24. Do not insult posts by giving silly emoji signs like 'waving thumbs up', 'namaste' etc. by way of comment. It's simply irritating.


25. কৃষ্ণনগর, পুরুলিয়া, জয়নগর, ফারাক্কা, পার্কস্ট্রীট, কামদুনি, আর.জি.কর | নৈরাজ্য নয় ?


26. 


27. 


28. 


29. 


30. 














No comments:

Post a Comment