MESSAGES GALORE ... 89
MESSAGES GALORE ... 89
1. কে দেবপক্ষে লড়ছে আর কে দানবপক্ষে,তা তো পরিষ্কার হয়ে গেছে গত দু'মাসে | এখন সংগ্রামের ফলাফলের অপেক্ষামাত্র | জনগণেশের বিজয় সুনিশ্চিত |
2. সমস্যা নেতানেত্রীর চরিত্রে, সমাজে যার প্রতিফলন | উন্নত চরিত্র নেতানেত্রী এক লহমায় দেশের, রাজ্যের গতিপথ সঠিক দিশায় ফেরাতে পারেন |
3.
পুলিশ দিয়ে রাজ্যশাসন,
গণতন্ত্রই বটে |
4. স্বামীজীর মহাসমাধির পর শুনেছি মৃত্যুর কোনো সরকারি নথিপত্র (Death Certificate) দেওয়া হয়নি | একদা অমরনাথ শিব স্বামীজীকে অমরত্বের বর দিয়েছিলেন | এই ঘটনা কি তারই অদ্ভূত ইঙ্গিত বহন করছে ? অমর স্বামীজী অমরই রইলেন ধর্মসংস্থাপনের মহাযজ্ঞানুষ্ঠানে ?
5. স্বামীজীর 'স্বদেশমন্ত্র' মুখস্ত করে নিন | দেশগঠনের কাজে লাগবে | এই স্বদেশমন্ত্রে দীক্ষাও দীক্ষা | এরই অনুপ্রেরণায় স্বদেশীযুগে স্বাধীনতার সংগ্রাম | তৎপরবর্তী তার বিস্মরণে দেশের এই দুর্গতি |
6. এও মা, ওও মা | এইটি বুঝলেই হয়ে গেল | বাকি রইল বিশ্ব | তার বোধ হবে কালে | ভোগান্তে চৈতন্য |
7. বিদ্যাশক্তি হও | অবিদ্যা ছড়িও না | মহামায়ার শক্তির অপব্যবহার কোরো না, সদ্ব্যবহার করো | মানুষকে বেঁধো না | মুক্ত হও, মুক্ত করো |
8. Mere verbal manifestation of strength is not enough. It must show in perfected work employed at the service of society.
9. Demographic transition leading to cultural decline. 'Shudrayug' has this associated feature, degenerate output emanating from lower nervous organisation.
10. পুলিশি প্রশাসনে পরিণত হয়েছে রাজ্য | উচ্চ ন্যায়ালয় নাগরিকের নিত্যহৃত সাংবিধানিক অধিকার রক্ষা করে চলেছেন | রাজ্য তো নয়, নৈরাজ্য !
11. Such is the fear of the common man today of state repression that six hours have passed, yet not a single person but me has reacted to this post.
https://www.facebook.com/share/p/Q7LsBpwaKE5vF7yX/?mibextid=oFDknk
[পুলিশি প্রশাসনে পরিণত হয়েছে রাজ্য | উচ্চ ন্যায়ালয় নাগরিকের নিত্যহৃত সাংবিধানিক অধিকার রক্ষা করে চলেছেন | রাজ্য তো নয়, নৈরাজ্য !]
12. The Chandi signifies as much the battle with the vices within as the war with the demons without. Do not make a cowardly compromise by accepting the former import to the neglect of the latter. Such is the dominant tendency, though, by preachers who have not the guts to call a spade a spade.
13. The state of law and order is alarming in the state of West Bengal. Molestation and murder of girls is becoming routine culture.
14. এ কি অলক্ষ্মী রাজ্যে ? নিত্যনিয়ত ধর্ষণ, খুন |
15. ডঃ তপোব্রত রায়---প্রশাসনিক তীরের আর একটি নিশানা |
16. কী অত্যাচার হয়েই চলেছে মেয়েদের ওপর শ্রীমা সারদাদেবীর জন্মভূমি এই বাংলায় ! এর কি শেষ নেই ?
17. যেনতেনপ্রকারেণ ক্ষমতালাভই কি সব ? দায়িত্বপালন কিছুই নয় ? তাহলে রাজ্যশাসন কি দুর্বৃত্তের হাতে সঁপে দেওয়া হবে ? এই কি গণতন্ত্র ?
18. রাজনৈতিক নেতানেত্রীরা সব বদ্ধজীব, ক্ষমতালাভের জন্য লালায়িত | বদ্ধজীবের মুখে জনকল্যাণকল্পে আদর্শের বাণী মানায় না |
19. দ্রোহ কার্নিভালে কি অনেক বেশি জনসমাগম হয়নি দুর্গা কার্নিভালের থেকে ? তাহলে জনসমর্থন কোন দিকে ? বুদ্ধিমান, বুঝিয়া লও |
20. Another Durga Puja is on. The war between good and evil is being waged. Will good triumph or evil prevail? The outcome is awaited.
21. Cower not in fear of unlawful authority or authority gone unlawful. Resist evil. This war has to be won. Our future depends on it.
22. We are on the side of dharma and waging war against adharma. Hence, victory will be ours.
23. আপনারা এত ভয় পান কেন ? মনে রাখবেন ঠাকুর কি বলেছিলেন | "লজ্জা, ঘৃণা, ভয়---এ তিন থাকতে নয় |"
24. Do not insult posts by giving silly emoji signs like 'waving thumbs up', 'namaste' etc. by way of comment. It's simply irritating.
25. কৃষ্ণনগর, পুরুলিয়া, জয়নগর, ফারাক্কা, পার্কস্ট্রীট, কামদুনি, আর.জি.কর | নৈরাজ্য নয় ?
26. Enough of passive piety. Now active resistance is what we want. Our Sanatan civilisation must be protected and preserved. It is the essence of our civilisation, its foundational framework. Its destruction will mean the end of India. So, you know where your duty lies---in singing and dancing and offering verbal reverence of no consequence or in exhibiting martial valour in defence of the Dharma?
27. ভয় পাবেন না | সত্যের জন্য সংগ্রাম করুন | অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান | ভগবান রক্ষা করবেন না | নিজেকেই করতে হবে | সঙ্ঘবদ্ধ হ'ন | একতাই শক্তি, সংহতিই রক্ষা |
28. না খেয়ে ক'দিন থাকলেই বুৃঝবে বাবাজীবন, রাজনেতানেত্রীগণ, কত ধানে কত চাল ! এত আর লেডি স্যান্ডউইচের চরুইভাতি নয়, এ আমরণ অনশন !
29. চর্ব্যচূষ্যলেহ্যপেয় উদরস্থ করে অনশনকারীদের রোজ গাল দেওয়া বেশ চলে | দু'দশদিন না খেয়ে তাঁদের গাল দিলে কেমন হয়, মহাশয় ?
30. দুষ্টের হৃদয় দ্রবীভূত করার প্রচেষ্টা বৃথা | কৃপাভিক্ষা নয়, শক্তি আহরণ ও সমাজপরিবর্তনে তা প্রয়োগ | এই উপায় | আত্মশক্তি সর্বজয়ী |
31. The study of Sanskrit must be made compulsory in India right from the school level. It will integrate India. 🕉
32. India's great good will be achieved if she is declared a Hindu Rashtra by the relevant Constitutional Amendment. 🕉
33. চেহারা দেখলেই বোঝা যায় কে কি রকম মানুষ | মুখোশ পরে বসে আছেন সব | আসল রূপ অন্য | অমানবিক মানুষেরাই মানবিকতার কথা বেশী করে বলেন |
34.
এমন সাধু কই ? স্বামীজীর মেজো ভাই মহেন্দ্রনাথ দত্ত |
35.
হারে যদি দাদু,
পালাবে যে নাতি |
বাঙালী কি রবে তবু
বে-বদল জাতি ?
36. A sphere is, can never be built.
37.
গণতন্ত্র gone.
জনগণ মাত্র
Political pawn.
38. কাশ্মীরের নানা স্থানের আদি হিন্দু নামগুলো পুনঃপ্রতিষ্ঠা করা প্রয়োজন |
39. সমাজে যখন অবিদ্যাশক্তির প্রাদুর্ভাব ঘটে, তখন তাকে রক্ষা করার একমাত্র উপায় বিদ্যাশক্তির বৃদ্ধি করা |
40. শুধু ধর্মনিরপেক্ষ, পারিভাষিক সেকিউলার, হিন্দু কেন ? সব হিন্দুদেরই, বিশেষতঃ হিন্দুত্ববাদীদের, এ পুণ্যকর্ম করা উচিত | মুসলমানপ্রধান অঞ্চলে যান, বাড়ীঘরদোর তৈরি করুন, বিগ্রহপূজা করুন, তারপর ওঁদের হিন্দুধর্মগ্রহণে উৎসাহিত করুন যেমন ওঁরা নির্দ্বিধায় ইসলামের দাওয়াত দিয়ে থাকেন | করলে কেমন হয়, বিজ্ঞজনেরা, যাঁরা হিন্দুত্বের বৃহদ্দ্রষ্টা, বৃহদ্বাচক, ক্ষাত্রবীর্যের সর্বোচ্চ প্রতিভূ ?
41. বহির্কর্মের প্রকৃত উদ্দেশ্য, নিহিতার্থ হল চিত্তের ওপর যে বাসনার আস্তরণ, যা স্বীয় স্বরূপকে আচ্ছাদিত করে রেখেছে, তাকে অপসারিত করে ব্রহ্মাভাসের প্রকাশ করা |
42. Murderous philosophies must not be allowed to proliferate in the name of freedom to practise and proselytise faith.
43. A যাবে, B আসবে, system থাকবে একই | যেমন corrupt, তেমনি corrupt, বদলাবে না কিছুই |
44. If one man exhibits character, he becomes an inspiration for all. With him as centre society rises. That the reverse is taking place today proves that there is none with character sterling enough to inspire the best in others.
45. অসুরের রাজত্ব চলছে |
46. মুখ্য সচিব অন্তত 'আপনি' বলার ভদ্রতাটুকু রক্ষা করেন, 'তুমি', 'তুমি' করেন না |
47. মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বললেন, "আমি তোমাদের ভালবাসি বলেই ...|" তা ঠাকুর তো বলেছিলেন, "প্যাম প্যাম যে করো, প্যাম কি সহজ কথা গা ? প্যাম এলে জগত ভুল হয়ে যায় | নিজের দেহ যে এত আপন, তাও খেয়াল থাকে না |"
48. জাতির মেরুদণ্ড বহুদিন ভেঙে গেছে | এখন দুর্বৃত্তদের রাজত্বই চলবে | খল, ছলনাময়ী, ছলনাময়দের অপশাসনই এখন এ পতিত জাতির ভাগ্যে, নিজকর্মদোষে |
49. হিন্দুর এই দুর্দশা দূর হবে কেমন করে ? চরিত্রগঠনের দ্বারা, যে চরিত্র প্রায় নিঃশেষিত আজ ভারতে | কেউ দায়ী নয় এর জন্য | দায়ী কামনাবাসনাক্লিষ্ট আমরা নিজেরাই | সমস্যা যখন আমাদের তৈরি, সমাধানও আমাদেরই হাতে |
50. সকলকে 'তুমি', 'তুমি' বলে সম্বোধন করা কোন দেশী সংস্কৃতি ? ছোট বড় নির্বিশেষে সর্বজনসমক্ষে 'আপনি' বলা বাঞ্ছনীয়, বিশেষতঃ মুখ্য সচিব, নগরপাল আদি আধিকারিককে | জুনিয়র ডাক্তারদের মাঝে মাঝে মৌখিক ভালবাসা দেখানো, এমনকি আদর করে "দেখ, বাবু" বলা, আর অনশনরত, অনশনরতা কনিষ্ঠ চিকিৎকসদের অগ্রাহ্য করে কার্নিভালে ডাণ্ডিয়া নাচা তাঁদের ধরনামঞ্চ হতে মাত্র কয়েক শ' গজ দূরেই কি খুব সামঞ্জস্যপূর্ণ ? প্রেমের কি এই পূর্ণপ্রকাশ ?
51.
প্রশ্ন : "এক কথায় প্রকাশ করো |"
উত্তর : "নৈরাজ্য !"
প্রশ্ন : "ভবিষ্যৎ ?"
উত্তর : "অন্ধকার !"
52. যাই বলুন, চেহারায় প্রকাশ পায় অন্তরের রূপ | কে কি প্রকৃতির, তা অন্তর্দৃষ্টিসম্পন্ন ব্যক্তি তো বুঝতেই পারেন | এর বেশী নাই বা বললাম |
53.
ঠাকুরের বিপ্লবমন্ত্রত্রয় :
১) কামিনীকাঞ্চন ত্যাগ ;
২) টাকা মাটি, মাটি টাকা ;
৩) সত্যকথাই কলির তপস্যা |
54. রাজনৈতিক দলের দুষ্টু লোকদের প্রতিদিন television footage দেওয়া উচিত নয় | এতে অপরাধের নিবারণ হয় না সমাজে, তা বাড়ে |
55. চরিত্রবান যুবক ডঃ অনিকেত মাহাতো ! তাঁর সংযত, তেজোদ্দীপ্ত সত্যভাষণে বাকরহিত, নিষ্প্রভ মুখ্যমন্ত্রী | চরিত্র সর্বজয়ী !
56. ডাক্তাররা সত্য অনশন করিয়া প্রমাণ করিল যে পূর্বের মিথ্যা অনশন অনশনের নামে প্রহসনমাত্র ছিল | ধরনামঞ্চ হইতে বস্তুতঃ ইহাই ধারণা হইল |
57. তমোগুণের আর এক নাম, "আমি ঠিক, তুমি ভুল |" আর তা গলাবাজি করে প্রতিষ্ঠা করার প্রয়াস অথবা ধূর্তামির দ্বারা |
58. If good people turn into cowards, criminals will rule.
59. যে রকম জনতা, সে রকম নেতা |
60. God is not pleased by egotism. Hence, He hides Himself from the egotist's vision, remaining well beyond his vision cone.
61. আমরা কি অসভ্যের মত টেলেভিসনের পর্দায় এক সাথে চিৎকার করব নাকি সভ্যভাবে নিজ যুক্তি, বক্তব্য একে একে পেশ করব ? টিভিতেও নৈরাজ্য ?
62.
A cartoon heads a carton.
Carts before the mare.
Oh, it's a nightmare!
Even a mightmare!
63. The head of a state, provincial or central, is the first servant of the people and as such must maintain absolute and genuine humility before citizens despite the power and because of the power vested in her/him by the people, for she/he is the mere representative of the people and the trustee of the power vested in her/him which essentially belongs to the people.
64. শুধু জনমতের দ্বারা নির্বাচিত হয়ে এসে রাজ্য তথা দেশের প্রশাসনিক প্রধান হলেই কেউ 'মাননীয়া' বা 'মাননীয়' হন না, নিজ উন্নত চরিত্রবলে তা অর্জন করতে হয় | নির্বাচনের দ্বারা রাজনৈতিক ক্ষমতালাভ হতে পারে, সম্মান, শ্রদ্ধা লাভ হয় না | তার জন্য আর কিছু লাগে | সেই আর কিছুর নাম 'নিঃস্বার্থপরতা' |
65. সকলকে, ছোট বড় নির্বিশেষে, বহুজনসমক্ষে 'আপনি' বলে সম্বোধন করা বাঞ্ছনীয় | এটি শুধু গণতান্ত্রিক সাম্যের পরিচায়ক নয়, সাংস্কৃতিক মান ও আধ্যাত্মিক সত্যতারও পরিবেশক | মুখ্যমন্ত্রীর 'এটা মাথায় রাখতে হবে|'
66. ব্যাকরণ শিক্ষা ভালই হল | 'যাবৎ বাঁচি, তাবৎ শিখি |' (শ্রীরামকৃষ্ণ) কিন্তু শিখলেন কই ? সেই তো সারে মাতে অবস্থান | নিষ্প্রয়োজন যন্ত্রসংগীত শেষে গোল পাকালো | The needless music at the end of the clip spoils the show.
https://www.facebook.com/share/p/LX6tRHRhLf7yLAJJ/?mibextid=oFDknk
67. নির্বাচিত মুখ্যমন্ত্রী বলে রাজ্যের সাময়িক 'অভিভাবিকা' হতে পারেন তিনি কিন্তু রাজ্যবাসীর যথার্থ অভিভাবিকা হতে হলে রাজ্যের সমস্ত জনগণেশের প্রতি নেতাজীসুলভ অপূর্ব নিঃস্বার্থ মনোভাব থাকা চাই | তবেই সম্ভব, নচেৎ নয় | এই আখ্যাপ্রদান সাংবিধানিক সত্যের এক প্রকার পরিচয় বহন করলেও অধ্যাত্ম তথা নীতিশাস্ত্রের সম্যক বিচারে মিথ্যাচারের নামান্তর হবে, হয়ে চলেছে, তাও আবার ব্যাকরণগত অপপ্রয়োগের দ্বারা অধিকাংশ ক্ষেত্রেই কারণ 'অভিভাবিকা' না বলে 'অভিভাবক' বলা হচ্ছে প্রায় সর্বত্র | এই তো হাল নয়, বেহাল অবস্থা এখন সর্বস্তরে !
68. উপনির্বাচনে কি হবে ? ভদ্র, শিক্ষিত, বিদগ্ধ, সংস্কৃতিসম্পন্ন, মার্জিত, স্বদেশহিতৈষীরা প্রার্থীরূপে দাঁড়াবেন কি ? নাকি সেই পুরোনো প্রবল প্রার্থীরা যাঁরা ছলেবলেকৌশলে দেশটার এই হাল করেছেন ?
69.
আজ আছো, কাল যাবে |
ভাবো তো শেষে কি পাবে ?
70. মানুষ হতে হবে | অর্থাৎ, ঈশ্বরলাভ করতে হবে | জীবনের এই উদ্দেশ্য---এমনই শ্রীরামকৃষ্ণ দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন | দেহরূপ, মনরূপ খোলদুটোর পারে তিনি আমার আমি হয়ে অপেক্ষমান, আবার সদা বিদ্যমান | বোধ চাই, এইমাত্র আর কি ?
71. Is it such a laborious act to end a sentence with a full stop, especially the final one of a paragraph or a piece?
72. বাক্যান্তে দাঁড়ি দেওয়া কি এতই ক্লেশকর, বিশেষতঃ রচনার শেষে ?
73. Accuracy in writing, be it spelling-wise, grammatically or content-wise is essential. Why must people be so careless about it?
74. মুখ্যমাননীয়ার মেধা মারাত্মক !
75.
অভি, তুমি যতই যুক্ত থাকো,
অভিযুক্ত তুমি হবে না |
তুমি সুরক্ষিত |
বিপদ তোমার রবে না |
76. উনিও তো শুনেছিলাম PhD ডাক্তার | তাই কি ডাক্তারদের প্রতি এত দরদ, এত উথলে ওঠা বাঁধ-না-মানা স্নেহ ? "দেখ' বাবু ...|"
77. Our state has chosen as if the suicidal path. Now read Vivekananda, live his principles and rescue Bengal. Enough of dance and desire, poetry and posturing. Now let manhood reign for a while. Let character transform the gellyfish lot. Renounce atheism and cultivate shraddhā. The rest will automatically follow.
78. I beseech all to end a piece of writing with the relevant punctuation mark, in most cases the full stop which is missing. Must we be so endless in our 'determinations'? (Pun intended.)
79.
অনুপ্রবিষ্ট সংগীতে মাটি করল শেষে |
নইলে, মেয়েটি শিক্ষা দিলেন বটে !
ভাইরে,
চিরভাইরাল ভিডিও হয়ে রয়ে গেল এ যে !
https://www.facebook.com/share/p/9TwDUEWyfcve1maq/?mibextid=oFDknk
80. Out of 100 people, 90 are lazy and underperform. The remaining 10 are driven by the zeal to save civilisation and it is these that overperform to make up for the work-lapse of their brethren.
81. If you are an opportunist, join politics. You will succeed.
82. তাহলে 'এমনটাই' প্রচলিত হল পাকাপাকিভাবে ? আগে ছিল 'এরকম', 'এ'রম', 'এমন', 'এমনই' | আজ 'এমনটা', 'এমনটাই' | ধন্য টিভি চ্যানেল !
83. Unless character is formed, education is a far cry. And it works both ways.
84. Purity! Purity! Purity! Purity is concentration. Purity is bliss. Purity is godliness. Be a goddess. Be a god.
85. বাংলার আজ বিপর্যয় | আমরা বাঙালী | আমাদেরই দায় বাংলাকে রক্ষা করা | অন্ততঃ বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ তো করতে পারি |
86. বঙ্কিমচন্দ্র পড়ুন, মধুসূদন পড়ুন | বাংলা সাহিত্যে ব্যুৎপত্তি লাভ করুন | বাংলাকে পুনরায় ভারতের সর্বশ্রেষ্ঠ রাজ্য করুন |
87. We, Bengalis, were once the leading lights in India. We have fallen behind. Now we must regain our lost status. Arise, Bengal!
88. The advertising culture that is rampant today is ruining the character of the country. Westernisation thus has to be countered.
89. Greed for money is gaining ground even among spiritual organisations of the highest historical repute. Alarming downfall!
90. আপনার মতে আমাদের কিরূপে মানুষের পূজা করা উচিত যেরূপ স্বামীজী চেয়েছিলেন ?
91. আমাদের দেশে এখন রাশি রাশি ঋষির প্রয়োজন |
92. অভয়ার বিচার চাই, বলছেন সরকারপক্ষ | কিন্তু কই? দুর্নীতির বিচার চাই তো বলছেন না তাঁরা ? এই প্রশ্নটি তুলেছেন শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্য |
93. এই প্রযুক্তির যুগে কি ভগবানেরও online দর্শন হবে ?
94. ঠাকুর যখন আসেন, তখন আমাদের দেশ ventilatorএ চলে গেছিল | সেইখান থেকে স্বাস্থ্যে ফিরছে আজও |
95. These terrorists attacking India are all Islamic terrorists. And they must be named as such for they are inspired by the theological principle of jihad.
96. Cowards cannot defend their Dharma nor hooligans masquerading as patriot premier. We need men and women of sterling character.
97. আধ্যাত্মিকতার অপর নাম অশরীরী ভাব |
98. শরীরবোধরাহিত্যই তো অশরীরী ভাব এবং তাই তো আধ্যাত্মিকতার সারমর্ম | আত্মা তো শরীরমনঅতিক্রান্ত অশরীরী সত্তা, আধ্যাত্মিকতার মূল লক্ষ্য |
99. Why are television news anchors in such a high-pitched hurry in their delivery of news as if they are being chased by a raging bull of malicious intent? And in this respect the respectable Bengali news channels are leading from the front. Excessive excitement marks their addresses as if every moment the country is in flames. Sri Ramakrishna used to say, "জ্ঞানীর স্বভাব শান্ত |" ["The wise are by nature calm."] Then must we assume that we as a polity have largely entered 'The Age of Ignorance'?
100. The whole population of India must follow one religion and it is the Sanatan Dharma in all its diverse derivatives.
No comments:
Post a Comment