Monday 29 August 2022

হিন্দু, জাগো ! ... ১


হিন্দু, জাগো ! ... ১


যতদিন হিন্দুরা ঠাকুর-স্বামীজীর ছবিতে মোহমুগ্ধ থাকবে ও তাঁদের ভাবাদর্শের প্রতি ক্ষুদ্রস্বার্থচরিতার্থহেতু থাকবে উদাসীন, ততদিন বিধর্মীর হাতে হিন্দুর সর্বনাশ কেউ রোধ করতে পারবে না | আত্মঘাতীকে কে বাঁচাবে বারে বারে ? অতএব, কাপুরুষতা, স্বার্থপরতা, নিজসুরক্ষার প্রতি অদ্ভূত উদাসীনতা দূর করে সংঘবদ্ধ হ'ন | এহেন দুর্বলতার পরিচয় দিয়ে নিজের ভাবী ধ্বংসকে ডেকে আনবেন না |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment