জাগো, হিন্দু, জাগো !
জাগো, হিন্দু, জাগো !
-----------------------
হিন্দুরা যদি এখনও না জাগে তো তারা অচিরেই নিশ্চিহ্ন হয়ে যাবে বিধর্মীর হাতে | বিধর্মীর বিপুল জনসংখ্যাবৃদ্ধি ও হিন্দুর ধর্মান্তরণ যদি এই ভাবে চলতে থাকে এবং হিন্দু স্বধর্মের প্রতি উদাসীনতাকে যদি মানবতা বলে জ্ঞান করতে থাকে তো তার অন্ত্যেষ্টিক্রিয়ার কাল সমুপস্থিত কিন্তু তা হবে ভিন্ন মতে | অগ্নিসংযোগে দাহ হবে না | মৃত্তিকার তলে মরণোত্তর গতি হবে তার |
এখনও সময় আছে | হিন্দু, জাগো ! স্বধর্মের প্রতি শ্রদ্ধাবান হও | স্বীয় সংস্কৃতি বিস্মৃত হ'য় না | মাতৃভূমির মর্যাদা, মূল্যবোধ -- সব ঐ সনাতন ধর্মে | তার সংরক্ষণে যত্নবান, যত্নবতী হও |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment