Thursday 5 May 2022

এও বুঝি ধর্ম ? তাহলে অধর্ম কি ?


এও বুঝি ধর্ম ? তাহলে অধর্ম কি ?

-----------------------------------


প্রবক্তা হতে প্রবহমান প্রজন্মাবধি পবিত্রতাবিহীন যে পাশব সম্প্রসারণ পৃথিবীজুড়ে, তাকে ধর্ম আখ্যা দিই কি করে ? স্বর্গারোহণ যার পার্থিবভোগের অসমাপ্ত অধ্যায়, পরবর্তি পরিপূরক ও অনন্তের অন্তিম অভিলাশ, তাকে অধ্যাত্মপথ বলে অভিহিত করি কি করে ? মোক্ষপ্রাপ্তির ধারণামাত্র যে মতে নেই, যার আকস্মিক পার্থিব সূচনা, সমাপ্তি ও পশ্চাৎপরিণতি ব্যাখ্যাবিহীন বালখিল্যের বাতুলতামাত্র, তাকে ধর্ম অথবা ভগবৎপথ বলে অভিহিত করলে মিথ্যাচার হবে | এহেন মতে বিস্তর মানুষ নাম লেখাতে বাধ্য হলে অথবা জন্মসূত্রে বহুল ব্যাপ্তি লাভ করলেই কি তা ধর্ম বলে বিবেচিত হবে ? কখনই না | সভ্যতার সম্প্রসারণে, বিজ্ঞান ও বেদান্তের বিস্তারে চন্দ্র যেমন সূর্যপ্রকাশে মিলিয়ে যায়, তেমনই এই অসহিষ্ণু, অনৈতিক, অমানবিক, অত্যাচারী মত তার অন্ধ উৎসের অতলান্তে মিলিয়ে যাবে | শুধু সময়ের অপেক্ষা আর ক্ষয়ক্ষতির আশঙ্কা, এইমাত্র |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment