Monday 16 May 2022

বাসনা থাকতে মুক্তি নেই 


বাসনা থাকতে মুক্তি নেই 

--------------------------


মানুষ স্বার্থের দাস | স্বার্থ ফুরোলেই অন্যরূপ | স্বার্থহীনতাতেই মুক্তি, চিরশান্তি | এছাড়া আর উপায় নেই | জড়বাদী মৃত্যুতে মুক্তি কল্পনা করে যতই আত্মপ্রসাদ লাভ করুন না কেন, বাসনা থাকতে নিস্তার নেই | ফিরে ফিরে আসতে হবে এই মর্তধামরূপী কর্মভূমিতে যতক্ষণ না বাসনান্তে আত্মজ্ঞান লাভ হয় | তার আগে দেহরূপ কারাগারের এই বন্দিদশা ঘুঁচবে না | তবে সেও বহুদূর | দেহ আর দেহী যে ভিন্ন, এই বোধটি আসতেও জন্ম জন্ম কেটে যায় | নিছক জড়বাদী শিক্ষা এর হদিস পায় না | শিক্ষিত, বিদগ্ধজনও টের পান না যে তিনি দেহ নন, আর কিছু | জনসাধারণ এক প্রকার দায়সারা গোছের বিশ্বাস করে মাত্র শাস্ত্রবাক্যে | তাও আবার ইহুদি, খৃষ্ট ও ইসলাম ধর্ম -- এই তিন মতাবলম্বীরা এক জন্মে সব ইতি, এই আনন্দেই বসে আছে | কিন্তু ভবি তো ভোলবার নয়, প্রাকৃতিক নিয়ম অলঙ্ঘনীয় | বারে বারে আসতে হবে জগতে, সে তোমার প্রেরিতপুরুষ ও দিব্যগ্রন্থ যাই বলুন না কেন | বিবর্তনের শেষপ্রান্তে তাই হিন্দুবোধ অবশ্যম্ভাবী এবং হিন্দুধর্মে দীক্ষা ও সাধনা সুনিশ্চিত প্রতিটি জীবের | তবেই বাসনান্তে মুক্তি |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment