Thursday, 12 May 2022

এখন নির্বাসনের পালা


এখন নির্বাসনের পালা

------------------------


তুমি মায়াময়, মায়ার দেশে যাও | সেখানে গিয়ে মায়া ছড়াও | এদেশে তোমার মেয়াদ ফুরিয়েছে | এমন নির্বাসনও (banishment post) ঠাকুর দেন ভ্রষ্ট সাধুদের | পুণ্যভূমি ভারতবর্ষে তুমি বাসের অযোগ্য | যাও যেথা তোমার মায়িক সমগোত্রিয়ের বাস | তাদের ক্ষতি হবে না তোমার মায়িক স্পর্শে | এদেশের ভক্তরা কেন তোমার দৌরাত্ম্যের শিকার হবে ? তোমাদের মত গৈরিকধারী আজ সন্ন্যাসের অবমাননা করে চলেছে, সাধারণের আদর্শস্থলে ক্রমান্বয়ে আঘাত হেনে চলেছে | দক্ষিণ আমেরিকার হাওয়া খেয়ে নাও একটু এবার | ঐ ঠাকুরের সংশোধনাগার | ভাল হলে, দুষ্ট স্বভাব দূর হলে আবার পুণ্যভূমি ভারতবর্ষে ফেরার ডাক পাবে | এখন অবিদ্যার দেশে নিজের অবিদ্যা ক্ষয় করে নাও | অনুতপ্ত হলে, ঐ বক্রহাসি, বক্রবুদ্ধি, কপটাচার দূর হলে, অহংকার ঘুঁচলে গৃহে ফেরার সুযোগ পাবে | এখন নির্বাসনের পালা |


লেখক : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment