Saturday 21 May 2022

শুধু গালাগালিতে কি চিড়ে ভিজবে ?



শুধু গালাগালিতে কি চিড়ে ভিজবে
 ?

--------------------------------------


কমিউনিস্টদের শুধু গালাগাল দিলে হবে না | তাঁদের মত বুদ্ধিদীপ্ত হতে হবে | তাঁদের লেখাপড়া প্রতিপক্ষের চেয়ে অনেক বেশী | বাকযুদ্ধে পরাস্ত করতে গেলে তাদের সমকক্ষ হতে হবে | তবে তো ? শুধু 'বামপন্থী ঐতিহাসিকের দল' বলে আকথা কুকথা বললে তো চিড়ে ভিজবে না | অধ্যয়ণসহায়ে তাঁদের মত নিজেদের প্রস্তুত করুন | তবে তো তাঁদের অনৃতভাষণের প্রত্যুত্তর দিতে পারবেন, তাঁদের মত ভ্রান্ত বলে বোধ হলে খণ্ডন করতে পারবেন | নইলে ঐ দুর্বাক্যই সার হবে | ইতিহাস ওঁরাই লিখতে থাকবে আর আপনারা নিষ্ফল আক্রোশ করেই ক্ষান্ত হবেন | অতএব, গালি দেবার আগে পড়ুন, জানুন, ভাবুন, নিজেদের মধ্যে আলোচনা করুন | তারপর নতুন করে না হয় সঠিক ইতিহাস লিখুন | কাজ তখন ওমনিই হবে |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : ডঃ ভূপেন্দ্রনাথ দত্ত ; অধ্যাপক হীরেন মুখার্জী |



No comments:

Post a Comment