Monday 16 May 2022

"একটা লোক মানুষ হলে লাখ বক্তৃতার ফল হবে |" -- স্বামী বিবেকানন্দ 


"একটা লোক মানুষ হলে লাখ বক্তৃতার ফল হবে |" -- স্বামী বিবেকানন্দ 


এই সেই ঘর যেখানে একদিন মানুষ তয়ের হত | এইখানে নরেন, রাখাল, বাবুরাম, যোগীন, নিরঞ্জন, হরি, শরৎ, শশী, তারক, কালী, লাটু, বুড়োগোপাল, সারদাপ্রসন্ন, খোকা, গঙ্গাধর, তুলসী, হরিপ্রসন্ন, মাস্টার, পূর্ণ, দুর্গাচরণ, ভবনাথ, নিত্যগোপাল, রাম, মনমোহন, সুরেন্দ্র, বলরাম, আরো কত কে বিনা আড়ম্বরে মানুষ হয়েছিল | আর আজ ? ঘটা অনেক কিন্তু ঘটছে কই মানুষের মত মানুষ ? বাড়ী তো ব্যক্তি নয়, প্রেক্ষাগৃহ প্রশস্তপুরুষ নয় | আজ শব্দ অনেক, বাক্য বহুল কিন্তু ব্যক্তি বিরল | হা স্বামীজী ! কী দশাই হল তোমার আদর্শের !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment