Tuesday, 10 May 2022

গেরুয়ার মান রাখা শুধু গৃহীর কর্ম নয়, সাধুর সাধনাও বটে | বস্ত্র কিছু বৈরাগ্য নয় |


গেরুয়ার মান রাখা শুধু গৃহীর কর্ম নয়, সাধুর সাধনাও বটে | বস্ত্র কিছু বৈরাগ্য নয় |

----------------------------------------------


গেরুয়াপরিহিত দেখলেই পায়ে পড়বেন না | গেরুয়ার মাহাত্ম্য আছে একথা ঠিক কিন্তু গেরুয়ার যোগ্যতাও আছে যার অভাবে গেরুয়াধারীকে সন্ন্যাসী অভিহিত করা চলে না | যখন দেখি ৮০ বছরের বৃদ্ধা মাসিমাকে পুত্রসম ৫০ বছরের গেরুয়াধারীর চরণে প্রণত হতে তখন ভাবনা হয় এ প্রণাম কেন নিলেন অবলীলায় আর কারো সাথে কথা বলতে বলতে তথাকথিত সন্ন্যাসী মহোদয় | বয়সের ব্যবধান ধর্তব্য বইকি | 


আমার যুবক বয়সে অধ্যাপক হীরেণ মুখার্জীকে বারকয়েক প্রণাম করার প্রচেষ্টায় বিফল হয়েছি | প্রতিবারই উনি অতি শ্রদ্ধাভরে, অতি স্নেহে আমায় প্রণত হওয়ার মাঝপথেই নিরস্ত করেছেন একগাল হাসিভরা অকথিত আশীর্বাদ বর্ষণ করে | পক্ষান্তরে কোন কোন সাধুকে প্রণাম করতে গিয়ে আশানুরূপ আতিথ্য পাইনি, এমনকি একটু অপ্রস্তুত কেন, অসম্মানিতও হয়েছি | সাধু যদি সাধুই হন তাহলে তিনি কি ভক্তের পূর্ণ সেবা দীর্ঘদিন গ্রহণ করার পর তাকে আবর্জনারূপে প্রত্যাখ্যান করেন ? কিন্তু এমন তো হয়েছে |


কাপড়ের রং দেখে গেরুয়া বিচার করবেন না, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাপ্রতিপত্তি দেখেও তা করবেন না, করবেন গেরুয়াধারীর দীর্ঘমেয়াদি যথার্থ ব্যবহার দেখে | নাহলে দুর্ব্যবহারের শিকার হয়ে কষ্ট পাবেন | মনে রাখবেন, সন্ন্যাসীরা আমাদের দেশে একরকম ব্যবহার করেন ভক্তদের সাথে আর পাশ্চাত্য দেশে -- আমেরিকা, ইংলণ্ড, ফ্রান্সে আর একরকম ব্যবহার করেন ভক্তদের সাথে | এদেশে আমরা অনেক অসম্মান সহ্য করি কিন্তু ওসব দেশে কেউ তা করবে না | অতএব, ব্যবহারের দুইরূপ দুই দেশে | ডিমাণ্ড এণ্ড সাপ্লাই এর সহজ হিসেব আর কি | 


জেনেরাল সেক্রেটারী মহারাজ এপথে আসছেন | অগ্রিম তাঁর সন্ন্যাসী অমাত্যবর্গ পথ পরিষ্কার করার জন্য হাঁক দিচ্ছেন যেন রাস্তা থেকে মানুষগুলোকে ঝাঁট দিয়ে সরাচ্ছেন | একজন অশীতিপর বৃদ্ধা সেই হঠাৎহাঁকে এমন চমকে সরতে গেলেন যে প্রায় পড়ে গিয়ে হাড়গোড় ভাঙেন আর কি | কোন মতে সামলালেন অন্যদের তাৎক্ষণিক সহায়তায় | অথচ পথ প্রশস্ত, যাওয়ার যথেষ্ট জায়গা আছে | আমি সরলাম না, যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে রইলাম | জেনেরাল সেক্রটারী মহারাজ অমাত্যবর্গ সমভিব্যাহারে পাশ কাটিয়ে অনায়াসে চলে গেলেন |


আমি জিজ্ঞাসা করলাম, "মাসিমা, আপনার বয়স কত ?"


উনি বললেন, "বাবা, বিরাশী |" 


আমি : "তাহলে এই বয়সে ওভাবে হঠাৎ করে চমকে লাফিয়ে বাঁদিকে গেলেন কেন ? যদি একটা অঘটন ঘটত ?"


মাসিমা : "ওই যে মহারাজ পথ থেকে সরে যেতে বললেন ?"


আমি : "পথ তো বেশ চওড়া | ওঁর যাওয়ার পথ তো অনেকটাই ছিল |"


মাসিমা : "কিন্তু মহারাজ যে বললেন ?"


আমি : "মাসিমা, আজ খুব জোড় পড়তে পড়তে বেঁচে গেলেন | আর কখনও এমন করবেন না কিন্তু | আপনি কত বয়োজ্যেষ্ঠা, আজ মঠের আহ্বানে ঠাকুরের এই উৎসবে এসেছেন | জেনেরাল সেক্রটারী মহারাজ আপনার থেকে বয়সে অনেক ছোট | তাঁর শরীর আপনার চাইতে অনেক পটু, অনেক বলিষ্ঠ | এভাবে তাঁর চলার পথ পরিষ্কার করা অনুচিত, অন্যায় | বরং আপনি অশীতিপর বৃদ্ধা, আপনাকেই সর্ব সুবিধা দেওয়া উচিত সকলের | আপনি মা | কোনদিন এভাবে নিজেকে হীন প্রতিপন্ন করবেন না কোন সাধুর কথায় বা তাঁর আচরণে | আমরা ভক্ত কিন্তু মানুষ, আবর্জনা নই যে কেউ আমাদের ঝাঁট দিয়ে চলে যাবে | নিজের সম্মান নিজের কাছে |"


মাসিমা শুধু স্মিতহেসে অনুমোদন করলেন আমার কথা |


এমন অনেক ঘটনা ঘটতে দেখেছি যার জন্য দায়ী আমরাই | সন্ন্যাসীকে শ্রদ্ধা জানাতে গিয়ে আত্মসম্মান খুইয়ে এমনভাবে তাদের মাথায় তুলি যে তার ফল উভয়ের পক্ষেই ক্ষতিকর | স্বামীজী বারণ করেছিলেন সাধুদের এইভাবে মাথায় তুলতে যাতে কিনা তাঁদের গগনস্পর্শী অহংকার জন্মায় | সন্ন্যাসী নিজের ঘরবাড়ী ছেড়ে আত্মশ্রাদ্ধ করে সন্ন্যাসী হবার প্রচেষ্টা করছেন | তাঁকে তাঁর মত থাকতে দিন | লক্ষবার পায়ে পড়লেও আধ্যাত্মিক কোন অগ্রগতি হবে না যদি না নিজের চরিত্র সংশোধন করে কামকাঞ্চনের আসক্তি ত্যাগ করতে পারেন | সবাই শ্রীরামকৃষ্ণ নন, একথা মনে রাখবেন | নিজের ঈশ্বরঈশ্বরীতুল্য বাবামাকে প্রণাম করুন, সেবা করুন, মিষ্টি কথার দ্বারা আনন্দবর্ধন করুন | তাঁরা আপনাকে এইসব তথাকথিত সন্ন্যাসীর মত ফেলে দেবেন না, দীর্ঘদিন আপনার সেবা নিয়ে আপনাকেই অপমান করবেন না | আপনি তাঁদের আত্মজ, আত্মজা, তাঁদের সবচেয়ে নিকটজন | তাঁদের ঈশ্বরজ্ঞানে সেবা করুন | এতে যদি ঈশ্বরলাভ না হয় তো ঐ শতকোটি প্রণামেও তা হবে না | 


মাসিমার শ্রীচরণে প্রণাম | এমন কত মাসিমাই আমাদের ছড়িয়ে আছে সর্বত্র | 


লেখক : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment