Sugata Bose
Ramakrishna-Vivekananda-Vedanta
Wednesday, 29 October 2025
তবে চলুক দিবাস্বপ্ন !
তবে চলুক দিবাস্বপ্ন !
●●●●●●●●●●●●●●
কোরান না পড়েই কল্পনাবিলাসী অলস হিন্দু কেমন সুন্দর কোরানের বাণী সম্বন্ধে মনগড়া সব ধারণা পোষণ করেন ও সেইমত ইসলাম সম্বন্ধে মধুর বক্তব্য পেশ করেন ! বাহবা ! এই না হলে লেখাপড়া ! একই ভাবে তাঁরা আবার স্বামীজীর বই দু'চার পাতা উলটে সেই বক্তব্যকে সঠিক বলে প্রতিপন্ন করতে প্রয়াস পান | আবার বলি, বাহবা !
রচনা : সুগত বসু (Sugata Bose)
Tuesday, 28 October 2025
মদরূপ পঞ্চম রিপু
মদরূপ পঞ্চম রিপু
●●●●●●●●●●●●●
অহংকার এমন একটা জিনিস যা কপট বিনয়ের আবরণে ঢাকা যায় না | বেড়িয়েই পড়ে | কন্ঠস্বর, বাচনভঙ্গি ধরিয়ে দেয় | কারো কারো আবার প্রকট অহংকার | তাদের কথাই আলাদা, হাবভাব এমন যেন সব পোকা মাকড় সামনে, ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়িয়ে আছে কৃপার অপেক্ষায় | আবার আছে পবিত্রতার, বৈরাগ্যের অহংকার যাকে নিবেদিতা অতি গর্হিত আধ্যাত্মিক অহংকার (spiritual pride) আখ্যা দিয়েছেন | "তুমি অবনত, আমি উন্নত,"---এই ভেদবুদ্ধি পরিপূর্ণরূপে আধ্যাত্মিক উন্নাসিকতা যা ক্ষুরের আগায় চলার পথে এক মস্ত প্রতিবন্ধক | "সাধু হয়েছি, অতএব তোমার ন্যায় গৃহী আমার নখের যোগ্য নয়"---এ ভাব পাকেচক্রে বেড়িয়ে পড়ে মদমত্তজনের ব্যবহারে | এঁরা সূক্ষ্ম জগতের খবর রাখেন বলে, মনঃসংযমহেতু বর্ধিত ব্যক্তিত্বের অধিকারী বলে, নিজেদের দেবতাস্তরে রাখেন আর সেই আপাত উচ্চ ভুমি হতে লোকব্যবহার করেন এমন যেন সাধারণে কতই হীন তাঁদের তুলনায় | ব্যবহারটি সূক্ষ্মরূপে প্রকাশিত কিন্তু সহজেই পরিলক্ষিত কারণ অহং যেখানে তার সৌরভ ছড়ায়, বায়ু তাকে প্রকাশ করে সর্বসমক্ষে | যাই হ'ক, ব্যাপারটা মোটেই ভাল না, রুচিবিগর্হিত, অনভিপ্রেত অথচ প্রায়শপ্রাপ্ত আচরণ যা প্রাপকের পক্ষে নিতান্তই অসম্মানজনক |
রচনা : সুগত বসু (Sugata Bose)
Sunday, 26 October 2025
THE PLIGHT OF OUR SANĀTANI BRETHREN ACROSS THE BORDER IN BANGLADESH---ALL RELIGIONS ARE TRUE?
THE PLIGHT OF OUR SANĀTANI BRETHREN ACROSS THE BORDER IN BANGLADESH---ALL RELIGIONS ARE TRUE?
Bangladesh has become a hell for Hindus to live in. Why does the Ramakrishna Mission not rise up in defence of the Hindus there? Is this protection of the virtuous and the destruction of evil-doers which is the stated aim of the Avatār? If we as devotees of the Ramakrishna Mission can muster courage of conviction to vehemently protest against the persecution of Hindus in Bangladesh, why can't our parent spiritual organisation do so? What sort of parentage is this? Would Swamiji have been silent thus? Is this the time for song and dance when Sanātanis are being annihilated and gradually wiped out in Bangladesh? Pakistan of 1947 is being enacted afresh in Bangladesh today. Stop this hypocrisy of the harmony of religions when Islam's scriptural declaration is that those who practise 'shirk' (partnering God with other deities which polytheistic Hindus do, according to Islamic understanding) are the worst enemies of Islam and must be either converted to the only true faith, that is Islam, or must be fought and annihilated. Where is the scope for harmony with such a political ideology which is totally inimical to Hinduism and the Hindus? Consider this and stop misleading and weakening the Hindus further with such fanciful interpretation of Islam as you in full knowledge of its doctrines needlessly do.
Let us be proud Hindus without compromising on truth, that is, the fundamental differences of the different faiths. Thakur and Swamiji have seen the innermost depths of phenomena among which even Islam and Christianity belong, and hence have they averred the supposed truth---perhaps their flawed supposition on account of paucity of scriptural knowledge of Islam and insufficient exposure to its fanaticism and perhaps because of their universally expansive heart which embraced all---that all religions lead to the same spiritual goal. But do they? History and scripture speak otherwise and in this regard I hold them as flawed in their real assessment, both in scriptural terms and in practice, unless of course we draw some complex logical justification for their assumptions and averments contrary to experience, like Thakur's successful practice and realisation of the essence of Sufism which is not quite Qur'anic classical Islam of the Prophet Muhammad though but is a fusion of Islam and the Vedānta, and hence not a valid justification as such of his pronouncement regarding Islam.
I leave it at this in frustration here but I shall carry on the fight, if necessary alone. But I also know that all are neither gullible nor cowards and they are doing their wee bit as well. Together we will do what the Mission, almost in sheer apathy for the failing and the falling Hindus in Bangladesh as elsewhere, fails to do, preferring instead tall talk on the Vedānta and the despicable culture of debilitating song and dance by renunciates among friends and devotees in more peaceful circumstance, oiling already well-oiled heads while our defenceless brethren die in silence like leaves in winter falling off the mother tree one by one till the mother is shorn of them all. Is this what Dharmasangsthāpan is all about?
Written by Sugata Bose
Saturday, 25 October 2025
MESSAGES GALORE ... 116
MESSAGES GALORE ... 116
1. 100,000 slim copies of Vivekananda's works will be distributed free among the youth of West Bengal to awaken consciousness.
2. I have been awake all night, driven by mosquitos to wakeful desperation. Like the nightwatchman they keep guard over precious blood of humans and perhaps wish that the bloodline be kept up for further vampirism.
3. লক্ষ্য এক লক্ষ কপি স্বামীজীর বই বঙ্গ যুবসমাজে বিনামূল্যে বিতরণ যুবজাগরণকল্পে | সর্বসাধারণের সহযোগীতা প্রার্থনীয় |
4. We will spread the message of Swamiji with missionary zeal. Just watch how the magic of his words works.
5. বাংলাদেশ গেছে | পশ্চিমবঙ্গকে যেতে দেব না | বাংলাদেশেও প্রচার চাই | স্বামীজী সর্বত্র প্রাসঙ্গিক, অপরিহার্য |
6. এক ভগবান এখনও জীবিত | তাঁর নাম স্বামীজী |
7. ভারত ঘুমোবে না কারণ বিবেকানন্দ অদ্যাবধি তার অতন্দ্র প্রহরী, ডাক দিয়ে চলেছেন, "ওঠো ! জাগো ! থেমো না যতক্ষণ না লক্ষ্যে পোঁছোচ্ছো |"
8. It is fruitless preaching soft Vedānta to cowards. They must be taught fighting Vedānta, that which will inspire them not to sing and dance as monks do these days but to war on the enemies of the Hindus on all counts. Preach Vedānta with vigour and valouur as real men and not as meek monastics with pronounced effeminacy.
9. The ability to look beyond one's little self is also spirituality.
10. প্রচারে পৌরুষ প্রয়োজন আর প্রতীক্ষা মাহেন্দ্রক্ষণের যখন ভগবান নবকলেবরে অবতরণপূর্বক প্রচারে দখিণা বাতাস বওয়াবেন |
11. কে বোঝে তাঁর দয়া? কিন্তু তাঁর দয়ার অন্ত নেই |
12. Vivekananda was a very complex character, at once intensely human, at once supremely divine, the perfect synthesis of man and God. He would now immerse himself in the perplexing problems of the world and try to discover solutions to them, then soar high to sublime spiritual heights beyond the pale of not only ordinary mortals but of exceptional geniuses as well where he would remain absorbed in transcendent Self-absorption. No wonder Sister Christine was awestruck at the width and depth of her Master's personality and considered herself blessed.
13. Truthfulness must be adhered to always. That is the fundamental spiritual attribute, one that holds the aspirant together and keeps him/her integrated. Truthfulness gone, the chances of realisation of Truth go with it and life becomes a repeat of endless past futility in cyclical flow of incarnation and reincarnation with their ceaseless worries and woes in spiritual ignorance. Truthfulness, therefore, is of prime importance and the holding virtue of spirituality. 🕉
14. Hindus converted to Islam become more ardent in their new faith and more inimical to their mother faith and its followers. No wonder Swamiji said, "And then every man going out of the Hindu pale is not only a man less, but an enemy the more."
https://www.ramakrishnavivekananda.info/vivekananda/volume_5/interviews/on_the_bounds_of_hinduism.htm
Strange psychology, isn't it?---destroy your mother faith which gave you birth. Can a worse betrayal be? And yet it is. It caused Partition, sustained genocide of Hindus by jihādis till date, terrorist acts galore, Hindu exodus from Kashmir et al ad infinitum.
15. Those who do Mother's work, Mother advances their cause. She uses Her chosen children as Her instruments and they never fail.
16. One waits and waits but not in vain. Fulfilment comes at the end. 'They also serve who only stand and wait.' ['On His Blindness' --- John Milton]
17. There is a law of life and it is this that you get what you deserve. Simplistic on the surface but it has deeper complex connotations and justifications thereof.
18. It is character that wins in the end. Let Hindus manifest it instead of running after money and sensory gratification alone. Dive within to discover a different dimension to life on earth where the borders between the human and the divine have become blurred and the transit of gods and men up and down the divine ladder keeps fulfilling life in a sense sublime.
19. মা কালীর খাঁড়া কেউ ভালবাসে না | শুধু 'জয় মা', 'জয় মা' করছে | বলি, শীগ্গিরি ত' সব মায়ের বলি হব, তার কি ?
20. The defence of Hindus requires Hindus to be more active and aggressively so, aggression in the missionary sense as Swamiji put it.
21. अंरेजो से कुछ सिखो तो सहि, बेटा | वो हमे सिर्फ लुटा नहि, हमे टुटा भी |
22. নাচো, গাও আর প্রণাম কর' | ঠিক পাকিস্তানে যেমন তাড়িয়েছে, বাংলাদেশেও তাড়াবে, শেষে পশ্চিমবঙ্গে |
23. ভক্ত বলে ঠাকুর-স্বামীজী ত' নাচতেন | ঠাকুর-স্বামীজী নাচলেও আমি নাচব না | এখন নাচগানের সময় নয় | সময় সমরের |
24. লেখাপড়া শিখে যদি হিন্দুবিরোধী হতে হয়, ত' এমন লেখাপড়ায় বিলক্ষণ দোষ | উপযুক্ত শোধন প্রয়োজন |
25. শুধু রুদ্রাক্ষের মালা শোধন করলেই জপ-ধ্যান-তপস্যা সঠিক হবে না, আশৈশব হিন্দুবিরোধী বিদ্যাশিক্ষা ও বিচারেরও শোধন প্রয়োজন |
26. বুদ্বুদের ন্যায় হালকা হতে ঠাকুর বারণ করেছেন | ডুব দিতে বলতেন চিৎসমুদ্রে | শুধু 'প্রণাম চিহ্ন' দিলে চলবে ? হিন্দু বাঁচবে ?
27. এই ভারত আমার মা | এই বোধটি দৃঢ় হওয়া চাই | কিন্তু কোন ভারত ? যে ভারত স্বামীজীর 'স্বদেশ মন্ত্রে' বর্ণিত |
28. শুদ্ধিদানন্দজী কাকে বলছেন সনাতন ধর্ম ও সনাতনীর রক্ষার্থে জেগে উঠতে ? ভক্তরা সব জেগেই আছে | শুধু উৎসবমুখর, নাচ-গান-প্রণাম-প্রসাদে ব্যস্ত | লড়বার সময় কোথায় ? আর সব ধর্মই ত' সত্য | তাই নয় কি ? এমনই ত' মিশনের প্রায়শঃপ্রচার | তবে ? চলুক নাচগান যতদিন ওই 'দিল্লী দূরস্থ' | তারপর না হয় আর একবার ইপ্সিত ধন, ওই হাজার বছরের দাসত্বপ্রাপ্তি হবে | এমন পুরস্কার কি বুদ্ধিমানে ছাড়ে ? আর হিন্দু বুদ্ধিমান নয়, এ অপবাদ ত' দেব, দানব, মানব কেউই দেবে না | আপনি কি বলেন ?
https://www.facebook.com/share/v/1AAWe9MEzw/
29. সম্মুখে মরণসঙ্কট | তাও নাচব ? নাচাব ? এ কি ঐরাবতনর্তন ? এতে হিন্দু বাঁচবে ? যদি বলেন বাঁচবে, তাহলে আমিও নাচব | তবে সঞ্চালক মহাজনের মুখ থেকে শুনতে চাই | না, ভুল বললাম | তাহলেও নাচব না | স্বামীজীর বারণ এ সবে মগ্ন হওয়া হিন্দুর এই সঙ্কটকালে | এখন সমরসম্বন্ধ দুর্বল নৃত্যগীতের সাথে | সম্বন্ধীরূপ সমর যে দ্বারদেশে উপস্থিত | দুয়ারে দানব, মানব জাগো !
30. The Bay of Bengal is becoming salinised more and more with the tears of persecuted Hindus in Bangladesh flowing into it in endless streams. How long will this merciless menace last?
31. Vishishtādvaitavād seems philosophically flawed when it calls Īshvara 'the repository of infinite blessed qualities' [quoted phrase, courtesy, Swami Atmarupananda] because 'qualities' as such, being plural in number and hence countable, imply that they are finite in nature, and to have infinite such would be logically problematic and their summation being necessarily finite---because the sum of a seemingly endless number of finite quantities would still be finite---, it would not add up to Īshvara who is infinite. And to call Īshvara finite would rob Him of His identity. Hence, the philosophical untenability of Vishishtādvaitavād.
32. The Infinite, it is said, cannot be finitely expressed in language or form. But then how is language finite or form for that matter? That is purely a trap of thought, a rational imposition that curtails flight of the sinking. There is but one Infinite Being and its manifold reflection, each image being infinite as well. Dimensional limitation is a conceptual restriction, never really so.
33. One = Many
34. 0, 2, 3, 4, 5, 6, 7, ... , 7, 6, 5, 4, 3, 2, 0 is how Reality goes.
35. The Avatār is finite at the frontal level, infinite behind and beyond, a comprehensive connected whole of immeasurable immensity of power and light. Such are Rāmachandra, Krishna and Ramakrishna, the manifestation of spiritual power being proportionate to the needs of the Age of their earthly appearance. In Sri Ramakrishna it has been simply massive but his power is unfolding slowly on account of a decadent society failing to produce worthy carriers of his message over the past few decades. The coming generations will have to alter stance and give life to his message, potent as it in essence is.
36. তেজ কিসে হয় ? কারো কারো কিছুতেই তেজ জাগে না, ব্রহ্মচর্য করেও না | আশ্চর্য ! প্রকৃতিগত প্রভেদ, যেমন সিংহে ও হরিণে, নাকি সংস্কৃতিগত কারণে ? কেন এই নির্জীব ভাব, ভয় ও সখীস্বভাব ? পৌরুষ জাগে না কেন ? হুহুঙ্কারে কেন পারে না বিবেকানন্দকে পর্যন্ত প্রচার করতে ? ভাষায় কেন ওজস্বীতা আসে না ? কেন ওই কন্ঠকাঁপানো কথা ? চলনে-বলনে, ভাবে ও ভাষায়, আচারে-ব্যবহারে, সঙ্গীতে, বক্তৃতায়, জীবনের প্রতিটি ক্ষেত্রে জাতির মধ্যে যে পৌরুষ জাগ্রত করতে স্বামীজী জীবনপাত করলেন, তা কেন আজও জাগল না ? কেন জাগছে না ? এ কোন্ সখীসমাজে পরিণত হয়েছি আমরা ? কি আমাদের ভবিষ্যৎ ? নেচেগেয়ে আর ক'দিন রক্ষা পাবো ? দুয়ারে দানব | মানব, জাগো !
37. এবার সহজ করে লিখব | তার মানে এই যে লেখার শৈলী পালটাবে | দেখুন কেমন লাগে | যে ভাবে ছোটবেলায় কথা বলতাম, সেই ভাবে লিখব |
38. Do not waste your active life with such passivity regarding national imperatives.
39. প্রতি নিশ্বাসে দেশের, জগতের সর্বকল্যাণ চাইব | এই ধর্ম |
40. শিক্ষিত বাঙালী ব্রাহ্মণদের মধ্যে হিন্দুধর্মের প্রতি এত বিদ্বেষ কেন ? বন্দনীয় উপাধ্যায় যদি এহেন ধর্মবিদ্বেষী হন, ত' তিনি আর বন্দনার যোগ্য থাকেন না | তাঁর ব্রাহ্মণত্ব লোপ পেয়ে তিনি নিন্দনীয় নাস্তিকে পরিণত হন | অতএব, কান দেবেন না এই সব পাষণ্ডের কাব্যিক বিষোদ্গারণে | ওগুলো কবিতা নয়, নিম্নমানের নিম্নরুচির ছড়া | তার মধ্যে না আছে সত্য, না শিব, না সুন্দর | এঁদের বর্জন করুন, যথার্থ দেশপ্রেমী সমর্থ সনাতনী হ'ন | মহাদেবের উপাসকদের শিবসম জয় হ'ক !
41. সন্ধ্যেবেলায় ঠাকুরের নাম | শাঁখ ফোঁকো, ঘন্টা বাজাও, জপ করো নিভৃতে | 🕉
42. পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজ ছিলেন তিতিক্ষার মূর্ত প্রতীক, স্থিতপ্রজ্ঞের পূর্ণ প্রকাশ |
43. The house of fanaticism is like a house of cards tottering with millions leaving the fold and millions more preparing to do so as ex-adherents multiply in number post enlightenment in a world that has rejected unreason and cannot subscribe to archaic assumptions and absolutist injunctions coming supposedly from the highest headquarters that mandates man to rise against man on the basis of queer conceptions of obedience and faith.
44. কন্ঠস্বর ওজোসম্পন্ন গুরুগম্ভীর না হলে কি উচ্চগ্রামে 'সহনা ভবতু' শুনতে ভাল লাগে ? সে ত' নাদধ্বনির পরিবর্তে দুর্বলকন্ঠ-স্তোত্রপাঠ হয়ে পড়ে | তাও আবার কম্পিতকন্ঠে আবৃত্তি | ঋষিস্তোত্রের সলিসসমাধি | রামকৃষ্ণ মিশনের এই সাংস্কৃতিক দিকগুলো নিয়েও ভাববার এবার সময় এসেছে | সর্বদিক দিয়ে তেজস্বী পুরুষোচিত হতে হবে বইকি | তবে ত' স্বামীজীর চেলা | একবার ভেবে দেখুন ত', স্বামীজীরচিত 'খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দি তোমায়'---এই আরাত্রিক সঙ্গীতের রচনাশৈলী | পরিপূর্ণ পুরুষালী, ধ্রুপদ অঙ্গে রচিত | সুর-তাল উভয়ই বলিষ্ঠ, ধ্রপদী | তাহলে এ সব কি আজকের মহারাজদের দৃষ্টিগোচর হয় না ? এই কি স্বামীজীর উত্তরাধিকার ?
45. Monks must be more masculine as Swamiji wished his followers to be. Effeminacy seems endemic in the polity.
46.
কথামৃত পড়ুন প্রত্যহ | ঠাকুর বাণীরূপে বিদ্যমান কথামৃতে, বর্ণে বর্ণে বিধৃত |
ঠাকুর খুশী হন কথামৃত পড়লে | আমরা পড়ব বলেই ত' মাস্টারমশাইকে দিয়ে লেখালেন | এখন না পড়লে চলে? প্রত্যহ পাঠ করুন | পবিত্র হবেন | ঠাকুরকে প্রেমবন্ধনে পাবেন |
রাজা মহারাজ বলেছিলেন বারো বছর নাগাড়ে কথামৃত পড়লে ব্রহ্মজ্ঞান হয় | তিনি সিদ্ধবাক | তাই, আর দেরি করবেন না | আজই শুরু করে দিন কথামৃত পড়া |
আলোকচিত্র : এই সেই ঘর, কথামৃতে বর্ণিত অবতারলীলার আনন্দক্ষেত্র |
47. It needs stronger blood to understand MANHOOD which was the central message of Swamiji's life.
48. God hides best in the cavity of the heart. No publicity there. He works endlessly but silently in total seclusion.
49. হায়, আজ বাংলার কী হাল !
50. বাংলাদেশের বারো বেজে গেছে | মৌলবীদের মন্ত্রনায় চলছে মধ্যযুগীয় শাসন অব্যবস্থা | সরকার ত' নেই | তার দরকারও বোধ হয় নেই ওদের | পতনোন্মুখ বাংলাদেশ, হিন্দু বিতাড়নের পূর্বে যা ছিল সংস্কৃতির পীঠস্থান |
51. ঠাকুরঘরে কে রে ?
52. শিক্ষায় শিক্ষা হয় কই ? শিক্ষা সত্ত্বেও সন্তান | যত শিক্ষা তত সন্তান | দিনের আলো দীনে কই ?
53.
ওরে, কলা খাবি যদি আয়,
ঠাকুরঘরে আয় |
আর হেথায় আছে গণধেনু,
তারে সব দোহন করে খায় ||
কলা খাবি যদি আয়,
ঠাকুরঘরে আয় |
ছড়াকার কীর্তনীয়া : সুগত বসু (Sugata Bose)
54.
প্রেমেশানন্দজীর পত্র পড়ুন | ব্রহ্মজ্ঞানী, বিজ্ঞানী, কবি, মহাপুরুষ | তাঁর লেখা চিঠি পড়লে সত্ত্বগুণের প্রাদুর্ভাব হয় | যথার্থ সাধুসঙ্গ |
55. স্বামীজীর পৌরুষসম্বন্ধীয় শিক্ষার বিপরীতধর্মী সংস্কৃতির আজ প্রাদু্র্ভাব রামকৃষ্ণ মিশনে | মেয়েলি হাবভাব পূর্ণমাত্রায় বিদ্যমান আজ | স্বামীজীর শিক্ষার নির্লজ্জ অবমাননা ! স্বামীজী বলেছিলেন, "চৈতন্যদেব বাংলা আর ঊড়িষ্যাটাকে মেয়েমানুষের জাতে পরিণত করে গেছেন |" স্বামীজী আরও বলেছিলেন, "দেখিস বাবা, বেলুড় মঠটাকে আবার বাবাজীর আখড়া বানাসনি |" ভাবছি, কী ভাবছেন স্বামীজী আজ রামকৃষ্ণ মিশনের সাধু-ব্রহ্মচারীদের সঙ্ঘাধ্যক্ষের পূর্ণ প্রেরণায় ও তাঁর উপস্থিতিতে এই রমণীসুলভ আচরণ দেখে ? এবং এ শুধু এখানে নয় | এমন প্রায়শই হচ্ছে, হয়ে চলেছে এই শীর্ষনেতৃত্বের নব উদ্বোধনে |
মুখবন্ধ রচনা : সুগত বসু
Disgusting effeminacy! Just what Swamiji hated and exhorted his followers not to indulge in. But they openly flout his directive. Time for a fresh descent of the Divine. Swamiji sure will not brook such open defiance of his instructions to the furtherance of effeminacy of this already effeminate race of ours. Shame!
"My mission is not Ramakrishna's nor Vedānta's nor anything but simply to bring MANHOOD to this people," said Swamiji to Nivedita. Whither manhood as effeminacy rules the roost at every bend and turn of the Mission's current life?
Foreword written by Sugata Bose
পুনশ্চ : "খোল-করতাল বাজিয়ে লম্ফঝম্প করে দেশটা উৎসন্নে গেল । একে তো এই dyspeptic (অজীর্ণ) রোগীর দল, তাতে আবার লাফালে ঝাঁপালে সইবে কেন ? কামগন্ধহীন উচ্চ সাধনার অনুকরণ করতে গিয়ে দেশটা ঘোর তমসাচ্ছন্ন হয়ে পড়েছে । দেশে দেশে, গাঁয়ে গাঁয়ে যেখানে যাবি, দেখবি খোল-করতালই বাজছে | ঢাকঢোল দেশে তৈরি হয় না ? তুরীভেরী কি ভারতে মেলে না ? ওইসব গুরুগম্ভীর আওয়াজ ছেলেদের শোনা । ছেলেবেলা থেকে মেয়েমানষি বাজনা শুনে শুনে, কীর্তন শুনে শুনে দেশটা যে মেয়েদের দেশ হয়ে গেল | এর চেয়ে আর কি অধঃপাতে যাবে ? কবিকল্পনাও এ ছবি আঁকতে হার মেনে যায় | ডমরু শিঙা বাজাতে হবে, ঢাকে ব্রহ্মরুদ্রতালের দুন্দুভিনাদ তুলতে হবে, 'মহাবীর, মহাবীর' ধ্বনিতে এবং 'হর হর ব্যোম্ ব্যোম্' শব্দে দিগ্দেশ কম্পিত করতে হবে । যেসব music-এ (গীতবাদ্যে) মানুষের soft feelings (হৃদয়ের কোমল ভাবসমূহ) উদ্দীপিত করে, সেসব কিছুদিনের জন্য এখন বন্ধ রাখতে হবে । খেয়াল-টপ্পা বন্ধ করে ধ্রুপদ গান শুনতে লোককে অভ্যাস করাতে হবে । বৈদিক ছন্দের মেঘমন্দ্রে দেশটার প্রাণসঞ্চার করতে হবে । সকল বিষয়ে বীরত্বের কঠোর মহাপ্রাণতা আনতে হবে । এইরূপ ideal follow (আদর্শ অনুসরণ) করলে তবে এখন জীবের কল্যাণ, দেশের কল্যাণ । তুই যদি একা এভাবে চরিত্র গঠন করতে পারিস, তা হলে তোর দেখাদেখি হাজার লোক ঐরূপ করতে শিখবে । কিন্তু দেখিস, ideal (আদর্শ) থেকে কখনও যেন এক পা-ও হটিসনি । কখনও সাহসহীন হবিনি । খেতে শুতে পরতে, গাইতে বাজাতে, ভোগে রোগে কেবলই সৎসাহসের পরিচয় দিবি । তবে তো মহাশক্তির কৃপা হবে ।"
~ স্বামী বিবেকানন্দ
https://fb.watch/D2bTPOhkY8/ [Video of song and dance (Kāli kīrtana) at Mātrimandir Joyrāmbāti by sādhus and brahmachāris of RKM around the central inspirational figure of Swami Gautamananda, President of the Ramakrishna Math and Ramakrishna Mission, who is seated on a chair at the centre enjoying and inducing this debilitating display of effeminate dance that was distasteful to Swamiji so much and had invoked his ire as quoted above.]
56. India is a poor country. Her per capita GDP is abysmally low. Her nominal GDP is 142 in the world and GDP (PPP) 125th.
57. দেহবুদ্ধিই হ'ল বদ্ধতা |
58. Disgusting display of effeminacy, a trait that Swamiji detested but one that is now increasingly manifest in the current ministration of the Mission authorities.
https://www.facebook.com/share/p/14UJfuQyHY9/
59. There should be no delusions about Islam. The Qur'an is an open book outlining what Islam is all about. There is no secrecy. Read it and get to know the theology, the political ideology, the motivations, the inspiration and the injunctions of Islam. Why depend on hearsay, what maulvis and mullāhs (Islamic clerics) preach? Read the Qur'an and know it yourself.
After reading the Qur'an cover to cover start reading the Hadees of Sahih Bukhāri and Sahih Muslim. Then read the life of the founder prophet of Islam which is called the Sira. Once these are over, read the history of Islamic imperialism, that of the Caliphs (Khalifas) and the kings and emperors, invaders and conquerors. These readings are for advanced students. But for the novice it is the Qur'an that should suffice.
60. হিন্দু সাধু ব্রহ্মচারী থেকে সাধারণ মানুষ পর্যন্ত যতক্ষণ নাচগান নিয়ে মত্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত হিন্দুর ভাবী বিনাশ কেউ রুখতে পারবে না | বৈশ্যগুণের প্রাদুর্ভাবে ক্ষাত্রবীর্য প্রায় নিশ্চিহ্ন | এদের বাঁচাবে কে ?
61.
62.
63.
64.
65.
Friday, 24 October 2025
SHAMEFUL
SHAMEFUL!
There is no necessity to imitate the West. Base imitation of their manners and demeanour as is in vogue is indicative of lack of self-identity. What is this culture of 'Mummy-Papa', this invasion into even our fundamental addresses of parents? Why is it that vast numbers of city-bred men do not know how to wear the dhoti but must buy ready-made elastic-waist ones from the market? What is this 'Hi' culture? Whither 'namaskār'? And worst of all is this superficial frothy culture that characterises business advertisements. There is no glory whatsoever in conscious and unconscious imitation of the West. The West is looking to India for spiritual guidance. And must we on our part fail to provide it and instead exhibit this slavish westernisation that is so uncharacteristic of our race? It is simply distasteful, disgusting deculturisation!
Written by Sugata Bose
SWAMIJI'S DREAM ... 1
SWAMIJI'S DREAM ... 1
Swamiji wanted national education to be the harmonic combination of Vedānta and science. I exhort the Ramakrishna Mission to promote original research by starting genuine scientific institutions like the
1) TATA INSTITUTE OF FUNDAMENTAL RESEARCH (MUMBAI)
2) INDIAN INSTITUTE OF SCIENCE (BENGALURU)
3) INDIAN ASSOCIATION FOR THE CULTIVATION OF SCIENCE (JADAVPUR, KOLKATA)
4) THE BOSE INSTITUTE (KOLKATA)
5) THE SAHA INSTITUTE (KOLKATA)
Also, the Ramakrishna Mission must open Vedic Universities for the study of Sanskrit, Prākrit, Pāli and all Sanātan scriptures and scriptures of the non-Vedic but Indic schools of thought like the Buddhist and the Jain.
Swamiji had also desired that Indians should rewrite their own history along their own scientifically trained understanding so that distorted European versions did not hide from us our glorious historical heritage and freed us from our slavish acceptance of biased European narratives which deprived us of feeling pride in ourselves. Here I exhort the Ramakrishna Mission to building an institution devoted to the discovery and rewriting of our true history.
Written by Sugata Bose
Subscribe to:
Comments (Atom)











