Saturday, 3 June 2023

লেখাগুলো পড়ুন, ভাবুন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সনাতন সভ্যতা, সংস্কৃতি ও ধর্মকে রক্ষা করুন


লেখাগুলো পড়ুন, ভাবুন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সনাতন সভ্যতা, সংস্কৃতি ও ধর্মকে রক্ষা করুন

------------------------------------------------


আপনারা আমার লেখাগুলো মন দিয়ে পড়ুন | শুধু 'জয় ঠাকুর', 'জয় মা', 'জয়তু স্বামীজী' লিখে অথবা ইমোজি দিয়ে ক্ষান্ত হবেন না | দেশের সমূহ সংকট সর্বদিকে | এ অবস্থায় চিন্তাশীল হোন, লঘুচিত্ত হবেন না | সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সাহসিক সাধনার দ্বারাই মাতৃভূমির অখণ্ডতা ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা সম্ভব | সনাতন সংস্কৃতি, সভ্যতা, ধর্ম ও সমাজ আজ আবার সংকটাপন্ন আমাদের নিজেদের দুর্বলতাহেতু ও শত্রুশক্তিসমূহের সম্মিলিত অশুভ আক্রমণের দ্বারা | তাই চপলতা পরিত্যাগপূর্বক গভীর হোন, সাহসী হোন, সমর্থ হোন সর্বদিক দিয়ে যাতে আমাদের আসন্ন সর্বনাশ সহস্র বর্ষের ছায়াবলম্বনে পুনর্সংঘটিত না হয় | স্বামীজী মানুষ চেয়েছিলেন---চিন্তাশীল, চরিত্রবান, সাহসী, বীর্যবান মানুষ | স্বামীজীর সেই আশা পূর্ণ করা আমাদের দায়িত্ব | স্বধর্মরক্ষার দায় প্রতিটি হিন্দুর | 🕉 


রচয়িতা সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment