Tuesday 13 June 2023

ইহতত্ত্বই পরতত্ত্ব


ইহতত্ত্বই পরতত্ত্ব

-----------------


ইহতত্ত্বই পরতত্ত্ব | এই অস্তিত্বই ব্রহ্ম | অন্তরের গহনে অনুভূত সত্য ইহকালেই সম্ভব, পরকালে নয় | যেখানে সত্য, সেখানেই বর্তমান | এই বর্তমানই ইহ | পরকালে স্বর্গসুখভোগ কিছু তত্ত্বজ্ঞানলাভ নয়, ঈশ্বরদর্শন নয় | তার ক্ষেত্র এই ইহলোক, মর্তলোক যেখানে অবস্থা মধ্যবর্তী, প্রাকৃত শক্তিগুলি প্রায় সমতাপূর্ণ | এখানেই আধ্যাত্মিক মুক্তির সম্ভাবনা | এখানেই মোক্ষলাভ সম্ভব | অন্য কোন লোকে এ সুযোগ নেই | জন্ম জন্ম লাগতে পারে চিত্তশুদ্ধিকরণের জন্য কিন্তু পরিশেষে এই ইহলোকেই সিদ্ধিলাভ, ঈশ্বরদর্শন, আত্মদর্শন, মোক্ষ, মুক্তি | অন্য কোন লোকে নয় | তাই ইহতত্ত্বই পরতত্ত্ব | ইহলোকই সর্ব স্বর্গের উপরে অধিষ্ঠিত | ইহলোকই পরমধাম যার কেন্দ্রস্থলে আত্মার অধিষ্ঠান | এই তত্ত্ব পরম জ্ঞানলাভের পর সম্যক অনুভূত হয় | ইহলোকেই অভিষ্টসিদ্ধি |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment