কি বলেন ?
কি বলেন ?
------------
ঠাকুর কি বললেন তাতে এত মাথাব্যথা কেন ? যদি পছন্দ না হয় তাঁর কথা, তিনি কি বাধা দিচ্ছেন আপনাকে নিজে যা বুঝেছেন সেইভাবে ভাবতে ও চলতে ? শুধু শুধু তাঁকে নিয়ে এত টানাটানি করেন কেন যদি আপনার মতানৈক্য হয় তাঁর সাথে পদে পদে ? স্বাধীন চিন্তা করছেন তো ? তাই করুন | ঠাকুরের কথা বোঝবার এখনও সময় হয়নি | যখন ইন্দ্রিয়াসক্তি যাবে, তখন তাঁর কথা, ভাব, আচরণ সব যথাযথ বুঝতে পারবেন | তখন আর কাউকে পদে পদে জিজ্ঞাসা করতে হবে না | তখন সমাধান নিজের ভেতরেই পেয়ে যাবেন | আর তখনই শান্তি | মোদ্দা কথা হল এই---এতটুকু পড়াশোনা নেই, সাধনা নেই, শুধু পদে পদে প্রশ্ন ? বলি, পাঠে নিষ্ঠা কোথায় ? কিছু বছর চুপচাপ ঠাকুর-স্বামীজী সংক্রান্ত বইগুলো একমনে পড়লে হয়না ? 🕉
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment