Monday 5 June 2023

"ঈশ্বরের ইচ্ছা হলে হবে |" কার ইচ্ছা আসলে---মানুষের না ঈশ্বরের ?



"ঈশ্বরের ইচ্ছা হলে হবে |" কার ইচ্ছা আসলে---মানুষের না ঈশ্বরের ?

------------------------------------------------------------------------------


প্রচণ্ড গরম তো | জল খেতে গিয়ে বোতলের ছিপিটা হাত থেকে মাটিতে পড়ে গেল | কে করল এ কাজ ? মাধ্যাকর্ষণ শক্তি ? এই শক্তি মহান ব্যক্তিসত্তার দ্বারা চলিত চৈতন্যশক্তি না নৈর্ব্যক্তিক চৈতন্যশক্তি দ্বারা চালিত নাকি নৈর্ব্যক্তিক অচৈতন্যশক্তির দ্বারা চালিত অথবা দেশকালের জ্যামিতিক গঠনের দ্বারা নিয়ন্ত্রিত যা বস্তুর ভরের ওপর মাত্র নির্ভরশীল ?


কোনটা চেতন আর কোনটা অচেতন ? কে বোঝে তা ? চেতন কোষযুক্ত জীব না অচেতন অনুসমষ্টি মস্তিষ্ক ? প্রকৃতি চৈতন্যময় না অচৈতন্য ? প্রাকৃতিক নিয়ম চেতন না অচেতন ? জড় আর চেতনের বিভেদরেখা কই ? কোথায় ?


আমরা মানুষ এ বিষয়ে বড় একটা মতানৈক্য আছে বলে মনে হয় না | কিন্তু আমরা স্বয়ংক্রিয় না বিধাতাপরিচালিত প্রতিটি চিন্তায় ও কর্মে ? আমরা প্রায়ই বলে থাকি বা শুনি, "কাজটা হবে যদি ঈশ্বরের ইচ্ছা হয় |" আমি কে ও ঈশ্বর কে ? কাজ করে কে আসলে ? আমার ইচ্ছা থেকে কি ঈশ্বরের ইচ্ছা পৃথক নাকি ইচ্ছা স্তরবিভাজিত যার ভাসমান, অগভীর স্তরগুলোকে মনে হয় আমার বলে আর গভীরে অদৃশ্য হেতুরূপ স্তরগুলোকে কল্পনা করি ঈশ্বরের বলে ? এর সামঞ্জস্য কোথায় ?


ঈশ্বরই কি মানুষ, জীব, চেতন, জড়, সর্বকিছুরূপে প্রকাশিত ? তাহলে সেই পুরোনো প্রশ্ন--মানুষের ইচ্ছা না ঈশ্বরেচ্ছা ? ঋষি কি বলেন ? 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment