Sunday, 25 June 2023

ব্রাহ্মণ, জাগো !


ব্রাহ্মণ, জাগো !

-----------------


ব্রাহ্মণ, জাগো ! জাত্যাভিমান ছেড়ে, বর্ণোত্তম---এই অহঙ্কার পরিহার করে ব্রহ্মবীর্যসহায়ে স্বধর্মপালনে ব্রতী হও |


সমদৃষ্টি জ্ঞানের লক্ষণ; উপবীত উপলক্ষমাত্র | ব্রহ্মবুদ্ধি বিকশিত না হলে বৃথা বাগাড়ম্বর |


মনু মহারাজ বলেছেন, প্রতিটি ব্রাহ্মণের ওপর ন্যস্ত সনাতন ধর্মের রক্ষার দায়িত্বভার | তাই, ভারতবর্ষের পুনরোত্থানের মহাযজ্ঞের হোতারূপে, ব্রাহ্মণ, জাগো !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment