পুরুষ, পৌরুষপ্রাপ্ত হও
পুরুষ, পৌরুষপ্রাপ্ত হও
------------------------
সাহিত্য, সংগীত, নৃত্য ও আচার ব্যবহার বলিষ্ঠ, অবিদ্যা মায়া বিবর্জিত হবে ও আত্মার সিংহনিনাদ ধ্বনিত হবে সর্বত্র সমাজের রন্ধ্রে রন্ধ্রে---স্বামীজী এমনই ইচ্ছা প্রকাশ করেছিলেন ও সেইমত কর্মানুষ্ঠানে প্রবৃত্ত হয়েছিলেন | কিন্তু আজ সংস্কৃতিতে সর্বত্র, বিশেষতঃ সংগীত, আবৃত্তি, গদ্যপাঠ ও জনসমক্ষে বক্তব্যপরিবশনে সেই পৌরুষদৃপ্ত আচরণ লুপ্তপ্রায় | এখন জ্ঞানতঃ অথবা অভ্যাসবশতঃ স্বভাবতঃ সর্বত্র সখীভাব পরিলক্ষিত | ওজস্বীতার, বলবীর্যের, পৌরুষপ্রদর্শনের একান্ত অভাব | সর্বত্র ইন্দ্রিয়পরায়ণতার প্রাবল্য যা স্নায়ুকে দুর্বল করে, ভোগমুখী করে, পুরুষকে সখীভাবাপন্ন করে হীনবীর্য করে | এমনকি ধর্মপ্রচারকেরাও এই একই দোষে দুষ্ট | তাঁদেরও ভক্তিসংগীত ও পঠনপাঠন ওই মেয়েলি ভাবাপন্ন | কদাচিৎ এক আধটি উদাহরণ মেলে যেখানে স্বামীজীর পৌরুষাদর্শ প্রতিপালিত হচ্ছে যথাযথ |
সুগত বস (Sugata Bose)
No comments:
Post a Comment