Monday 22 May 2023

এঁরাও ভক্ত যাঁরা সর্বনাশকে ডেকে আনতে সাহায্য করেন ?



এঁরাও ভক্ত যাঁরা সর্বনাশকে ডেকে আনতে সাহায্য করেন ?

---------------------------------------------------


অন্ধভক্তি ভক্তি নয়, অন্ধতামাত্র | ভক্তি আলোকসম্পন্ন, চৈতন্যদায়ী | অতিমাত্রায় কাঞ্চনকামনায় আজ সংঘগত আদর্শ বিপন্ন | ঠাকুর-স্বামীজীর ভাব ক্রমশঃ হ্রাস পেয়ে চলেছে | ভক্ত যথার্থ ভক্ত হলে এর প্রতিকারে যত্নবান, যত্নবতী হবেন | কিন্তু 'ভক্ত' তোষামুদে হলে অর্থের অনর্থকারী প্রভাব দেখেও হৃত আদর্শ, ভ্রষ্টচরিত্র, ভ্রান্ত দিশায় ধাবমান সংঘকে উচ্চৈঃস্বরে সেই পথেই চলতে উৎসাহিত করবেন, সহায়তা করবেন ও সংঘের প্রকৃত শুভাকাঙ্ক্ষী প্রতিবাদী স্বরগুলিকে দমন করার ব্যর্থ প্রচেষ্টায় নিযুক্ত থাকবেন | এর কারণ মোহ যা শুভবুদ্ধিকে গ্রাস করে | 'বিনাশকালে বিপরীত বুদ্ধি |'


আজ সাধুসমাজ, ভক্তসমাজ বহুলাংশে আদর্শভ্রষ্ট | তাই ঠাকুরের ভবিষ্যদ্বাণী অনুযায়ী তাঁর এক শত (মতান্তরে দুই শত) বর্ষ পরে আগমন হয় ঘটে গেছে নয় আসন্ন | ধর্মগ্লানি আজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে | অবতারের আবির্ভাবে নতুন সংঘ গড়ে উঠবে যা কিছুকাল এই গ্লানি দূর করে সত্যাদর্শকে স্বমহিমায় পুনঃপ্রতিষ্ঠিত করবে | এই আশায় ভগ্নচিত্তে দিন গণি |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


পুনশ্চ : ভাই, আপনার নামটি না দিয়েই আপনাকে সম্বোধন করে আমার পূর্ব মন্তব্যটি এই প্রতিবেদনে পুনঃস্থাপন করছি |


'সত্যিই তাই, বিশেষতঃ যখন তাঁদের ভাষায় ও ভাষণে বরাহনগর মঠের, আলমবাজার মঠের ও বেলুড় মঠের আদি ও মধ্য যুগের অর্থনৈতিক দুরবস্থার কথা প্রায়শঃ শুনি অথচ তাঁদের মূল কেন্দ্র ও নানা শাখা কেন্দ্রগুলিতে তার বিপরীত রীতিনীতি, আচারআচরণ ও কর্মানুষ্ঠানের ধারা লক্ষ্য করি | এই দ্বিচারিতা দুঃখজনক শুধু নয়, সত্যভিত্তিক ভবিষ্যৎ স্থায়িত্বকে সংকটে ফেলছে কারণ যা সত্যের ওপর প্রতিষ্ঠিত তা পরিশেষে আংশিক মিথ্যা ও অবিদ্যামায়াকে কেন্দ্র করে স্থিতিশীল হতে চলেছে | অসত্যেরও স্থায়িত্ব আছে, সম্প্রসারণ আছে | এ কথা স্বয়ং বিজ্ঞান মহারাজের | উচ্চ ফলিত আদর্শ আজ লুপ্তপ্রায়, সত্যাসত্য অঙ্গাগিভাবে সংঘে জড়িত | এই আজ সংঘগত ব্যবহারিক সংস্কৃতি যার প্রতিকারসাধনে কাউকে দেখি না প্রতিবাদী কথা বলতে | এও মর্মান্তিক | ঠাকুর-স্বামীজীর আদর্শ আজ ভূলুন্ঠিত |'

No comments:

Post a Comment