Friday, 12 May 2023

কাজ স্বামীজীর নয়, কাজ মায়ের




কাজ স্বামীজীর নয়, কাজ মায়ের

-----------------------------------


কোনটাই স্বামীজীর কাজ নয় | সবই মায়ের কাজ | যে মহাশক্তি মহামায়া মানুষের বিবর্তন করে চলেছেন, যাঁর মহতী ইচ্ছায় সকল কিছু মুহূর্তে সংঘটিত হয়, যিনি ঘটন অঘটন পটিয়সী আদ্যাশক্তি মহাকালী---সেই মায়ের কাজ, স্বামীজীর নয় | স্বামীজী মায়ের প্রতিভূ হয়ে কাজ করেছেন ও যুগচক্রঘূর্ণনরূপ কাজের পত্তন করে গেছেন, এইমাত্র | কিন্তু প্রকৃত কর্ত্রী বিদ্যাশক্তি মহামায়া স্বয়ং | তিনিই ত্রিগুণ সংযোগে ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রী, সকল কর্মের আধার ও আধেয় | তিনি বুদ্বুদের ন্যায় 'অনন্ত কোটি ব্রহ্মাণ্ড' রচনা করেন, আবার অবলীলায় ধ্বংস করেন | এই সৃষ্টি ও ধ্বংসলীলার মধ্যবর্তী অবস্থা আমাদের জন্য পার্থিব জীবন যা বিবর্তনধর্মী | স্বামীজী তাঁরই হস্তে ক্রীড়াপুত্তলিকামাত্র, যন্ত্ররূপ কার্যকরী | অতএব, রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবান্দোলনের কাজ স্বামীজীর, এ কথা সর্বৈব ভ্রান্ত | চাবি যাঁর হাতে, চালক যিনি, কর্ম তাঁরই | স্বামীজী তাঁর সাথে একীভূত হলেও কাজ স্বামীজীর নয়, কাজ কালীর, যে কালী কালের সাথে রমণ করেন, ব্রহ্মাণ্ডজননী যিনি, অনন্তপ্রসবিনী, পালনকর্ত্রী, সংহার করেন যিনি সর্ববর্ণ পরিশেষে বীজাকারে, সেই করালবদনীর কাজ |


এ চিন্তা আমার নয় | ২০০৭ সালে মহারাজদের সাথে জয়রামবাটি থেকে ফেরার পথে পূজ্যপাদ স্বামী সুমেধানন্দের সাথে কথা হচ্ছিল | আমি বললাম, "মহারাজ, স্বামীজীর এই যে সব কাজ চলছে ...|" উনি আমায় বললেন, "সুগত বাবু, আপনাকে একটা কথা বলি---'স্বামীজীর কাজ', এ কথা বলবেন না | কাজটা মায়ের | জানেন, এই ব্রহ্মাণ্ড চালিত হচ্ছে এক বিরাট শক্তির দ্বারা যাঁর ইচ্ছায় সমস্ত সংঘটিত হচ্ছে | তাঁর ইচ্ছা ব্যতীত কিছুই হবার নয় | এ কাজ তাঁরই |" মহারাজ গাড়ীর সামনের আসনে বসেছিলেন | ঘাড় ঘুরিয়ে পেছনের আসনে বসা আমায় যখন এ কথা বললেন, কেমন যেন মহান্ধকারময় মহাকাশে অনুপ্রবিষ্ট মহাকালীর অনুভব হল আমার ও তাঁর মহতী ইচ্ছার ঝলকদর্শন হল বলে বোধ হল | পরে মনে হয়েছে মহারাজের বুঝি কালীদর্শন হয়েছে | হৃদয়ের গভীরে গ্রথিত সেই নিশীথের অনুভূতি | 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment