Wednesday 17 May 2023

ঠাকুরের আগমন আসন্ন



ঠাকুরের আগমন আসন্ন

-------------------------


স্তাবকের দলের কথা ধরি না | তাঁরা হলেন বাবুর পারিষদবর্গ | বাবু ভুল করলেও তাঁদের কাছে ঠিক | বাবুর মোসাহেব কিনা ? আদর্শ জলাঞ্জলি যাক, ক্ষতি নেই | যে করেই হোক বাবুকে ঠিক প্রমাণিত করতে হবে, সে শাস্ত্রের অপব্যাখ্যা করেই হোক, নির্বোধের প্রলাপবাক্যের দ্বারাই হোক অথবা মেরুদণ্ডহীনের উভয়নৌকায় পা দিয়ে চলার ব্যর্থ প্রচেষ্টার দ্বারাই হোক | কারো সৎসাহস নেই আদর্শচ্যূতির বিরুদ্ধে মাথা তোলার, প্রতিবাদ করার | সাধে আমরা সহস্রাধিক বর্ষ বৈদেশিক শক্তির পদানত ছিলাম ? আজও তাই চলেছে---সর্বত্র সামন্ততন্ত্রের রাজত্ব ধনতন্ত্রের নব কলেবরে |


একটি চরিত্রবান ব্যক্তিও আজ বিরল | সব অর্থের ক্রীতদাস হয়ে পড়েছে | যুগাবতারের সুমহান আদর্শ আজ ভূলুন্ঠিত | চরিত্র বলে আজ আর কিছুই রইল না | এখন পতনকে উত্থানজ্ঞান, পচনকে কল্পান্তরজ্ঞান, বাণিজ্যকে বিস্তারজ্ঞান ও ভগবানকে ক্রীড়াপুত্তলিকাজ্ঞান---এই ভাবের যুগ এসেছে | ধর্মগ্লানি এর থেকে আর কি হতে পারে ? অবতারের আগমন আসন্ন যদি না তিনি এরই মধ্যে এসে গিয়ে থাকেন | সেই প্রতীক্ষায় মর্মাহতচিত্তে, অধীর আগ্রহে রইলাম | আজ কোথাও একবিন্দু নির্ভেজাল আদর্শ দেখতে পাই না | ঠাকুর আসুন মর্তধামে আবার এই দুঃখ দূর করতে, সনাতন আদর্শ যথাযথ প্রতিষ্ঠা করতে---অর্থের প্রবল অবিদ্যাপ্রভাবের দ্বারা নয়, ঐশী প্রেমের দ্বারা, অতীন্দ্রিয় আলোক বিচ্ছুরণের দ্বারা |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : বৈভববিবর্জিত, শ্রীগুরুর আদর্শে একান্ত নিষ্ঠাবান, কামিনীকাঞ্চন সম্পূর্ণ ত্যাগী, গুপ্ত ব্রহ্মজ্ঞানী, সত্যনিষ্ঠ, অকপট, স্পষ্টবক্তা, যুগাবতার শ্রীরামকৃষ্ণের সর্বোকনিষ্ঠ সাক্ষাৎ সন্ন্যাসী পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দ যাঁর জীবন চিন্তা করে আজও এই হৃতাদর্শ যুগে আধ্যাত্মিক আশার আলোক পাই |

No comments:

Post a Comment