Friday 5 May 2023

MESSAGES GALORE ... 42


MESSAGES GALORE ... 42


1. Monks must never be manipulative for money. That is the bane of monasticism, this exertion of spiritual power to extract donation. It is monastic aberration though.


2. আগেও মূর্খ ছিল | কিন্তু তারা মৌন ছিল | এখন গণমাধ্যমে মূর্খতা বাণীরূপ পেয়েছে | হিন্দুর দশা যে আজ কি তা ফেসবুক না করলে জানতেই পারতাম না | দুধের শিশুও কিছু না পড়ে, না বুঝেই ধর্ম শেখায় |


3. এই বিরাট বিশ্বে দিনরাত 'সংঘ, সংঘ' করা কুপমণ্ডুকতার পরিচয় |


4. এত 'জয় স্বামীজী', 'জয় ঠাকুর', 'জয় মা' না বলে যদি প্রতিবেদনগুলি পাঠ করেন ও সেই সংযোগে মন্তব্য করেন তো অধিক উপকৃত বোধ করি |


5. যে দেশে বেদবেদান্ত আবিষ্কৃত হয়েছে, সে দেশের মানুষ সামগ্রিকভাবে এত লঘুচিত্ত, ভাবতে অবাক লাগে !


6. রিপুকেন্দ্রিক সভ্যতা আর তার তলে ভগবৎভাব প্রকাশের প্রচ্ছন্ন প্রচেষ্টা | দেহ হতে দেহীর পথে এইমাত্র গমন---এই হল বিবর্তনের ধারা |


7. Like intermolecular attraction holds material bodies together, there is interpersonal attraction---soul to soul, mind to mind, body to body---that holds society together.


8. Atmajnana is the goal, the highest purpose of human life, the end towards which biological evolution is ultimately headed.


9. The Ramakrishna Movement is hardly a global movement as claimed. Not many people in the wide world have heard of it. The Catholic Church may be rightly called a global institution. The Ramakrishna Mission is nowhere near to being so as yet. There should be a greater sense of proportion when making these bombastic claims.


10. ব্রহ্ম নিরুপাধিক | অথচ অদ্বৈত সাধক সাধুরা নামের আগে উপাধি দিতে অতি তৎপর | যথা, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ...ানন্দজী মহারাজ | এত অল্প কেন ? আরও ভাল হয় বললে, পরম পূজনীয় শ্রীশ্রী ১০৮ শ্রীমৎ স্বামী ...ানন্দজী মহারাজ | শুধু স্বামী ...ানন্দ বললে কি কম শ্রদ্ধা করা হয় ? গৌরবে বহুবচন বুঝি ?


11. 'স্বামীজী' বললেই তো হয় | ওতে তো জী-রূপ শ্রদ্ধাক্ষর সংযুক্ত আছে | আবার 'স্বামীজী মহারাজ' কেন ?


12. The most violent country today is U S.A. It cannot tolerate the rise of any other power. Hence, its animosity towards China.


13. Two trade towers were brought down. In retribution U.S.A. destroyed Afghanistan. Two cities were erased by U.S.A. Japan bore it patiently.


14. Stalin starved 7 million Ukrainians to death. Stalin was dubbed evil dictator. Churchill starved 5 million Bengalees to death. Churchill was hailed as greatest hero.


15. Every child in India must be exposed to Vivekananda literature.


16. আমি জানি আমি সাগর | তাই আমি জানি তুমি সাগর | তুমি ভাবো তুমি ঢেউ | তাই তুমি ভাবো আমি ঢেউ |


17. When people unduly irritate you or idly comsume your time, ignore them.


18. Work must progress fast and efficient. The world cannot wait. Either things get sorted out or they get messed up further.


19. 

The mother and her daughter. Sister Nivedita's educational work for India's girl children has now blossomed into a mighty academic institution, 'Ramakrishna Sarada Mission Sister Nivedita Girls' School'. Founded in 1898, it is poised to celebrate its 125th anniversary this year.


20. Unless a country honours its own great men and women, it is futile faulting the world if it neglects to do so.


21. The task at hand is so monstrously huge and the means being employed to execute it so meagre that sheer complacency alone born of ignorance can allow oneself to bask in self-glory at having attained some success. The country sinks in booming population and its concomitant evils. We need work without advertisement---silent, dedicated, energetic, enthusiastic, pure application of soul-force for accomplishment of the mission we so glibly talk of.


22. Nivedita? Sheer inspiration!


23. The Grande Armee is moving unto light through the vale of recurring birth and death.


24. We burn to light the lives of people. The pyre takes its sacrifice of pure souls. Mother, raise us all.


25. Men dream and die. Then their dreams are fulfilled in future ages wherein they are born again in the work. Such has been the hallmark of civilisation, the progressive advance of man through the dark dungeons of ignorance unto the realm of light and love.


26. In the end all is cipher. Unto that nullity are we headed through the affirmations of earthly attributes. The summation of it all is the void of undisturbed bliss, for interactions cease in the singularly. The ayes and the nays have all resolved into the integrated whole that superconsciously keeps 'sensing' its unfractured identity. The Self keeps ad infinitum brooding on the Self.


27. যেখানেই দেখবে আনন্দ, সেখানেই জানবে আত্মার প্রতিবিম্বপ্রকাশ ।


28. 'অল্প বিদ্যা ভয়ংকরী'র যুগ চলেছে এখন |


29. Very few people have a constant focus on the divine ideal. Hence, their work never quite gets the authoritative stamp so very essential for its lasting success.


30. Constant repetition of the divine name purifies the mind till it is shorn of all dross and dissolves to reveal the Self.


31. The love that is in the human heart is God. Unlock the chest and let it flow. Live in God.


32. Love will release you from hondage.


33. How long can you hide a corpse? It festers and lets out its presence by its stench.


34. Acquaintance yesterday, dear love today, estranged relation tomorrow, forgotten entity thereafter. Such is the flow of selfish life.


35. God chooses the insignificant man to grant His vision. Such is the significance of His grace.


36. Let the holy name pulsate in your being till it ceaselessly rises from within spontaneously. This is called Ajapaa jap.


37. Silence is the way---alone with God in solitary contemplation.


38. Who is a Guru? The one who can make you aware of your divine nature.


39. যৌবনে সংযম পালন করলে চিরযৌবন রক্ষিত হয় ।


40. মন যখন বহির্মুখ সংগীত তাকে অন্তর্মুখ করে । আর মন যখন অন্তর্মুখ সংগীত তাকে বহির্মুখ করে । অন্তর্মুখীনতা ও বহির্মুখীনতার মধ্যবর্তী অবস্থান সংগীতের ।


41. মানুষকে মানুষের সম্মান দিতে হয় দোষগুণ নির্বিশেষে । তবে তো দেবত্বদর্শন, তবে তো বেদান্তবোধ । এর মানে এই নয় যে দুর্বৃত্তকে প্রশ্রয়দান । শুধু অপার অকুন্ঠ প্রেম সকলের প্রতি সৎ অসৎ বিচার বজায় রেখেও । হৃদয়ের ব্যাপ্তি এমনই হোক যে তাতে সর্বোচ্চ আদর্শ বজায় রেখেই সকল বর্জনকে বর্জন করা যায়, যাতে পূর্ণ প্রেমে গ্রহণ হয় সর্বগ্রাসী । এরই নাম একত্ববুদ্ধি, এরই নাম মানুষকে ভালবাসা । মানুষ---এই শব্দটাই মন্ত্র । মানুষই সর্বোচ্চ অর্থে ইষ্ট ।


42. Nivedita was Vivekananda reborn.


43. This, my country, is my beloved.


44. প্রার্থনার সার্থকতা অন্তর্মুখীনতায় |


45. শিক্ষা শুধু তমোনাশ ও রজোগুণ বৃদ্ধির জন্য নয় | শিক্ষা সত্ত্বগুণের বিকাশের জন্যও |


46. Nonpareil Nivedita, lioness of the Vedanta, India personified, one of the greatest figures in modern Indian history.


47. Root out selfishness, narrow-mindedness, all sectarian, fanatical, lowly outlook and rise to the task of rejuvenating India. Alone you are a million. Now draw others to the grand mission. Perfect self-effacement is the only condition. The rest will follow. 🕉


48. The fascination with photos must give way to pondering on principles. That is how the polity will come up. Read, reflect, realise. 🕉


49. কোনটাই স্বামীজীর কাজ নয় | সবই মায়ের কাজ | যে মহাশক্তি মহামায়া মানুষের বিবর্তন করে চলেছেন, যাঁর মহতি ইচ্ছায় সকল কিছু মুহূর্তে সংঘটিত হয়, যিনি ঘটন অঘটন পটিয়সী আদ্যাশক্তি মহাকালী---সেই মায়ের কাজ, স্বামীজীর নয় |


50. Shun desire, embrace devotion.


51. মায়ের যেমন ইচ্ছা তেমন হবে | দ্রষ্টামাত্র আমরা | আবার যন্ত্রস্বরূপ | তবে বালিতে চিনিতে মিশে আছে তো, তাই বিচারটি থাকা চাই | নইলে অবিদ্যাকে শক্তিশালী করা হবে যা চূড়ান্ত অধর্ম |


52. তেলা মাথায় তেল দেব না শুষ্ক, রুক্ষ মাথায় দেব ?


53. Love of life is the cause of death.


54. The practice of spirituality is its best preaching.


55. কে কার গতি ফেরায়? যে যার কর্মে চলেছে |


56. বেদান্তের ঘরে বেদান্তের প্রয়োগ নেই | মানুষকে যথাযথ সম্মান প্রদর্শনে বেদান্তের ন্যূনতম প্রকাশ |


57. This life is a passing play in which God alone doth stay.


58. কারাকক্ষ এই দেহ | কারাকক্ষ এই মন | দুটি দূর হলেই মুক্তি, অবাধ স্বাধীনতা, অপার আনন্দ, মৃত্যুহীন অনন্ত অস্তিত্ব |


59. Know love at its purest to be God.


60. They say, "Dream big." I say, "I refuse to dream. Am I asleep that I will dream? I am wide awake. I will by dint of merit and effort carve out my destiny. I will neither daydream nor nightdream. I will rouse myself to self-conscious activity and rise to success."


61. লোভ করে লাভ নেই | 


62. 

A powerhouse of spirituality. The pastoral king's playmate. First Abbott of the Ramakrishna Order. A spiritual enigma.


63. আজকাল বড় আত্মপ্রচার | নিজেকে অন্যের চোখে প্রতিষ্ঠা করাতে বড় বেশী ব্যস্ততা | এটি হীনমন্যতার পরোক্ষ লক্ষণ |


64. আধ্যাত্মিক প্রতিষ্ঠানে টাকা এসে পড়লেই তা অনাধ্যাত্মিক প্রতিষ্ঠানে পরিণত হয় |


65.


Like the water of the Ganga our lives must be,


Pure and holy and flowing towards the sea.


66. Detractors there will be. Move on in your mission of establishing truth and justice on earth on the basis of manifestation of man's inherent divinity.


67. Compromise with wealth ruins spiritual organisations.


68. Perfection in work will lead to perfection of the soul.


69. শ্রদ্ধাস্পদকে শ্রদ্ধা করুন, ভয় পাবেন না |


70. মোহমুক্ত হয়ে গুণীর আদর করুন | নিরুপাধিককে মিথ্যা উপাধি দ্বারা ভূষিত করবেন না | ওতে মায়ার আবরণ তৈরি হয় |


71. নিজের কীর্তি নিজেই জাহির? কীর্তির আর রইল কি তাহলে?


72. যাঁকে দেখে কেউ কোন অবস্থাতেই ভয় পান না, তিনিই অহিংস |


73. সর্বশ্রাদ্ধ সমাপনের পরও নিরুপাধিক আত্মস্বরূপের আত্মপ্রচার সংবাদ মাধ্যমে, গণ মাধ্যমে? চরিত্র কই?


74. Atman is the light that shines within. By its light the world is known. This Atman is hidden in the cavity of the heart.


75. যিনি মন্ত্রদ্রষ্টা, তিনি ঋষি |


76. প্রথমে পুরুষকার, পরে কৃপা---এই কর্মের ধারা |


77. যাকে 'আমি' বলে ডাকি, সেই 'আমি'ই 'তিনি' | শুধু এই 'তিনি' দূরে নন, 'আমি'র মধ্যস্থলে |


78. 

একদিন নরেন্দ্রনাথ প্রমুখ ঠাকুরের সন্তানেরা খেতে পেতেন না বরাহনগর মঠ ও আলমবাজার মঠে | সেদিন আজকের প্রণম্য, প্রাতঃস্মরণীয় মহাপুরুষেরা ফিরে তাকাননি তাঁদের দিকে |


79. ইতিহাস সংঘটিত হয় তার এক অমোঘ নিয়মে | নির্মম, দুর্লক্ষ, দুর্লঙ্ঘ বিধান | বিবর্তনের কালচক্র | একে বলি ভগবৎ ইচ্ছা |


80. 'যত মত, তত পথ |' গন্তব্য কি? গন্তব্য ঠাকুর |


81. Exploiting in the name of religion is pernicious.


82. তুলসী মহারাজ কার শিষ্য যদি না ঠাকুরের হন ? প্রমাণসহ কেউ বলে দিন |


83. 

Tulsi Maharaj (Swami Nirmalananda) with devotees and children. They did not have money but they had their hearts full of love for Thakur.


84. As devotees of Sri Ramakrishna who was the embodiment of truth, it is our bounden duty to uphold the truth that Tulsi Maharaj (Swami Nirmalananda) was the direct disciple of Sri Ramakrishna. If we fail to do so and side with falsity, we will have failed in our devotion to Thakur. Silence in this regard is tantamount to collusion with untruth.


85. God is the summation of truth and the essence of truth.


86. Thank you for joining the group [GREATER RAMAKRISHNA]. This group  aims at highlighting the activities of institutions and organisations which belong to the greater body of Sri Ramakrishna beyond his central mission founded by Swami Vivekananda. These orders are less in evidence and need our lent ears for their voice to reach us. Hence, the urgency of setting up this group. The wider message must not be lost amidst over-centralisation of the Order. Sri Ramakrishna was 'as wide as the sky and as deep as the ocean', to borrow Swamiji's phrase, and as such his workings through the tributaries and distributaries of the central Order need highlighting. It is with this noble purpose of listening to the footfalls of Thakur across the meadows of this wide earth that we must attend to these diverse orders which are doing seminal service to humanity as well in the light of their understanding and interpretation of Thakur's message and teachings. May our endeavour meet with success by Thakur's grace!


87. বাসনা থাকতে কি সাধনা হয়? নির্বাসনাই সাধনার ভিত্তিস্বরূপ |


88. তাঁরই মনের একটা সামান্য অংশ 'আমি' করে রেখে দিয়েছেন |


89. It is a great fortune to be born in spiritual India. It is a terrible misfortune to then become a materialist and a rank atheist.


90. Religions that bay for the blood of infidels are not religions. They are political cults.


91. This group [GREATER RAMAKRISHNA] is exclusively dedicated to highlighting all activities of the Ramakrishna Movement that are beyond the workings of the central organisation established by Swami Vivekananda. For instance, it will cater to Ramakrishna Vedanta Math, Saradeshwari Ashram, Ramakrishna Vivekananda Mission (Barrackpore), Vivekananda Mission, Vivekananda Nidhi and a host of other such organisations that are also working in the name of the Holy Trinity of Thakur-Ma-Swamiji but find not the spotlight on account of the smallness of their size and working capacity. Nonetheless, it shall be our endeavour to bring to the fore the accounts of these not so significant units of the Lord who like the unseen worm are doing their wee bit in His service. May our enterprise be worthwhile! May Thakur-Ma-Swamiji bless our endeavour even as they shower their blessings ceaselessly on all, especially these little, forgotten elements in their silent service!


Sugata Bose [Administrator]


92. It is best to be humble and not keep beating the organisational drum to a point of discordance.


93. There must be fire in the voice and fire in the spirit if the youth are to be inspired by the preachers of the day.


94. অর্থ যেখানে, ঠাকুর নেই সেখানে |


95. ভক্তিবিহীন জীবন পশুপ্রায় |


96. ঠাকুরের ছিল গঙ্গাশরীর, স্পর্শ করলেই মুক্তিপ্রায় |


97. ভগবান কি তোষামোদে তুষ্ট ?


'চালাকির দ্বারা মহৎ কাজ হয় না |' [স্বামীজী]


98. It is high time that some significant scholar translates the Kathamrita to Russian. It will, perhaps, be easier to find a translator of the same from the English version to Russian.


99. হাসি Fixed Depositএ | Mature হলে বেরোবে |


100.


যাদের একটু হাসতে যেন কর দিতে হয়,


তারা লোক বড় সহজ নয় |

No comments:

Post a Comment