Friday 5 May 2023

অবতারের মেলা বসেছে


অবতারের মেলা বসেছে

-------------------------


যুগাবতারের আবির্ভাবের পর পর অনেক ভণ্ড অবতারের উদয় হয় | এঁদের থেকে সাবধান যদি নিজের যথার্থ আধ্যাত্মিক কল্যাণ কামনা করেন | এঁরা অনেক লম্বা লম্বা শাস্ত্রকথা কন, বুদ্ধির অদ্ভুত খেলা দেখিয়ে নতুন দর্শনশাস্ত্র রচনা করেন ও অসম্ভব সব আধ্যাত্মিক ক্ষমতাপ্রাপ্তির দাবি করেন, কেউ কেউ নানা বিভূতি প্রদর্শন করেন ও প্রায় সকলেই নিজেকে আক্ষরিক অর্থে ভগবান, ভগবতী প্রতিপন্ন করতে প্রয়াস পান | কিন্তু মজার ব্যাপার এই যে এঁরা কেউই শ্রীরামকৃষ্ণের ন্যায় বিবেকানন্দ, ব্রহ্মানন্দ আদি তৈরী করতে পারেন না | এঁরা নানা বৌদ্ধিক ও জাগতিক ভেলকি দেখিয়ে লোকমান্য হন ও কিছু অনুগতদের কাছে ভগবানরূপে পূজিত হতে থাকেন কিছুকাল | তারপর বুদ্বুদের ন্যায় কালের গর্ভে মিলিয়ে যান |


বুদ্ধিমান কিছু বুদ্ধ নন | চিন্তাশীল কিছু চৈতন্য নন | সিদ্ধি প্রদর্শনকারী কিছু সিদ্ধ নন | আত্মবিজ্ঞাপনকারী কিছু আত্মজ্ঞানী নন | আর অবতার হওয়া ? সে তো বই লিখে হয় না | বিভূতি দেখিয়েও হয় না | বিবেকানন্দ তৈরী করো আগে একটি | তারপর কথা হবে |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment