Tuesday 9 May 2023

ভাব ও ভাষা






ভাব ও ভাষা

-------------


বলা ও লেখা সহজ হলেই ভাল | বুঝতে সুবিধা হয় | বিশেষণের অতিপ্রয়োগে বক্তব্য অস্পষ্ট হয় | সপ্রশংস সম্বোধন, শ্রদ্ধাজ্ঞাপন ও পূজা নিবেদন সংক্ষিপ্ত হলেই সুন্দর | নইলে অতিশয়োক্তিদোষে তা দুষ্ট হয় | সাংস্কৃতিক উৎকর্ষরক্ষা ও সহজ সাবলীলতা বজায় রাখা---এই দুইয়ের সমন্বয়সাধন সহজ নয় | কিন্তু তা সম্ভব করাই আমাদের কাজ, আমরা যাঁরা স্বামীজীর নির্দেশিত পথে চলি বলে দাবি করি |


ভাষার মূল কাজ ভাব বিনিময় | তা তখনই সম্ভব যখন বক্তা নিজ বক্তব্যপ্রকাশে শ্রোতাকে মুখ্য করেন | ভাষা মাধুর্যমণ্ডিত হোক কিন্তু মূল ভাবটি যাতে বর্ণবৈচিত্রে হারিয়ে না যায়, তা দেখা কর্তব্য | স্বামীজী বলতেন যে তাঁর গুরু পরমহংসদেবের সহজ কথ্য ভাষাই তাঁর সাহিত্যগত আদর্শ | তিনি সেইমত নিজে সহজ করে লিখতেন ও বলতেন | রবীন্দ্রনাথ ও অন্যান্য কথাসাহিত্যিকগণও সেই প্রচেষ্টা করে গেছেন---ভাষাকে সহজ, সাবলীল করা | আমার ব্যর্থতা এযাবৎ এ বিষয়ে অনস্বীকার্য | সংশোধন করব বলে লিখতে শুরু করলাম বটে কিন্তু সেই কুক্কুরপুচ্ছ ! সোজা হয়েই আবার বক্র ! ভাবগাম্ভীর্য বজায় রেখেই সরলীকরণের সাধনা চলবে | আশ্বাস দিলাম | 


বাংলা রচনায় ব্যাপকভাবে চলিত ভাষা প্রয়োগ শুরু হয়েছে কয়েক দশক মাত্র | আমার মনে পড়ে ১৯৭৫ সালের কথা | তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র | একদিন বাংলার মাস্টার মশাই ক্লাসে বললেন যে এবার থেকে চলিত ভাষায় লিখতে হবে | শুরু হল ভাষা পরিবর্তনের প্রয়াস | পরিক্ষার খাতায় চলিত ভাষায় লিখতে লিখতে অজান্তে সাধু ভাষা চলে আসছে | আবার তা সংশোধন করে চলিত করা | বেশ মনে আছে কিভাবে মস্তিষ্কের পুনর্নিমান করতে হয়েছিল |


আজ আর এক বিপত্তি খাড়া হয়েছে | দিনে দিনে দেখছি সাধু ভাষা কিভাবে চোরাগোপ্তা ঢুকে পড়ছে কথ্য ভাষায় ও রচনায় | বলা ও লেখা আবার আড়ষ্ট হচ্ছে | এ বাংলা ভাষার বিবর্তনের অবিচ্ছেদ্য অঙ্গ বলেই মনে হয় | Antithesis after the thesis. থাকবে না | Synthesis is on the cards. আমাদের মাতৃভাষাকে সেইদিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা যাতে সাহিত্যক মান ও সংযোগশৈলী উভয়ই পূর্ণমাত্রায় নিজ নিজ স্থানে অবস্থান করে তাকে বিশ্বের অন্যতম সুন্দর বর্ণসম্পদে পরিণত করে |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment