Monday 29 May 2023

ঠাকুরের কজন সাক্ষাৎ সন্ন্যাসী পার্ষদ ?


ঠাকুরের কজন সাক্ষাৎ সন্ন্যাসী পার্ষদ ?

----------------------------------------


তুলসী মহারাজ কে তাহলে---ঠাকুরের মন্ত্রশিষ্য না স্বামীজীর নাকি কারোরই নয় ? ঠাকুরের ১৭ জন নয়, ১৬ জন সাক্ষাৎ সন্ন্যাসী পার্ষদ---এই মিথ্যাপ্রচার আর কতদিন চলবে ? কবে আবার স্বীকৃতি পাবে ঐতিহাসিক সত্য তথ্যের ভিত্তিতে, ভ্রষ্টপ্রচারের শক্তিতে নয় ?


মিথ্যা দীর্ঘস্থায়ী হয় অনেক ক্ষেত্রেই, যেমন যীশুশিষ্যা মেরী ম্যাগ্ডালীনের ক্ষেত্রে | তাঁর মিথ্যা পতিতাপরিচয় পঞ্চদশ শতাব্দী ধরে বজায় রয়েছিল ক্যাথলিক চার্চের সৌজন্যে |


তুলসী মহারাজকে এভাবে সংঘব্যবহার হতে সরিয়ে রাখায় ক্ষতি হয়েছে এযাবৎ সংঘেরই প্রভূত | আর ক্ষতি হয়েছে সাধারণ মানুষের যাঁরা এই মহামানবের জীবনচরিত হতে বঞ্চিত রইলেন | বিষয়টি গভীর ভাবনার | সত্যকে সংঘগত কারণে চাপা দিলে সত্যের ক্ষতি হয় না, সংঘেরই ক্ষতি হয় | আর ক্ষতি হয় সমাজের, সংঘ যার ক্ষুদ্রতম সংস্করণমাত্র |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment