Wednesday, 24 May 2023

কেবা নাস্তিক, কেবা আস্তিক ? বিদ্যার বড়াই বটে ! অবিদ্যার হাট বসেছে |


কেবা নাস্তিক, কেবা আস্তিক ? বিদ্যার বড়াই বটে ! অবিদ্যার হাট বসেছে |

-------------------------------------------------------------------


শিক্ষায় অহংকার বাড়তে ঢের দেখেছি | একটু মার্ক্স, একটু বার্ট্রণ্ড রাসল্, একটু কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েই নাস্তিক | অথচ বিবেকানন্দ পড়েন না বিবেকানন্দের অনুরাগীগণ | শুধু দোষারোপ করেন নাস্তিকদের | এ কেমন আস্তিকতা ? [তাই স্বামীজী বলতেন, বিশ্বের সকলেই প্রায় নাস্তিক |] আস্তিকরাও শুধু মুখেমাত্র আস্তিক | সংস্কৃতিতে, আচরণে, ব্যবহারে, বিশ্বাসে, হৃদয়ের সম্প্রসারণে সে আস্তিক্যবুদ্ধির কিঞ্চিন্মাত্র প্রকাশ দেখা যায় না | সবই দেহবুদ্ধিতে, ক্ষুদ্র স্বার্থচিন্তায় আবদ্ধ---নাস্তিক, আস্তিক, উভয়ই | এইখানেই সকলের মিলন, সঙ্কোচনবৃত্তির বিশ্বজনীনতায় বিশ্বসৌভ্রাত্র |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment