কে বাসে ভালো ? কে রাখে মান ? কে দেয় দাম ?
কে বাসে ভালো ? কে রাখে মান ? কে দেয় দাম ?
--------------------------------------------------
নেতাজীর সম্মান রাখছেন যাঁরা, আজীবন রাখলেন যাঁরা, তাঁরাই আজ আক্রান্ত | ভক্তি-ভালবাসার দাম তো দিতেই হবে -- এমনই বিশ্ববিধান | যাই হ'ক, এসব ডামাডোলের মাঝে কিন্তু ভুলবেন না দেখতে 'সন্ন্যাসী দেশনায়ক' | দেশজুড়ে চলছে নেতাজী-অন্তর্ধান পরবর্তী অধ্যায়ে বীর বিপ্লবীর অজ্ঞাত জীবনের কথিত চলচ্চিত্রায়ণ | কলকাতায় ছবিটি প্রায় পূর্ণপ্রেক্ষায় চলছে 'নন্দন'এ | প্রবেশাধিকার মাথাপিছু মাত্র ৩০ টাকা | ছবিটি দেখে আসুন | এই সৎপ্রচেষ্টাকে সমর্থন করুন, জয়যুক্ত করুন চিত্রনাট্যরূপকার-পরিচালক Amlan Kusum Ghosh মহাশয়কে | আমি তো দেখেছি ছবিটি; আবার দেখব শীঘ্র; আপনারাও সবান্ধবে দেখে আসুন |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment