Wednesday 30 November 2022

রচনা না প্রহসন ?


রচনা না প্রহসন ?

------------------


যাঁরা নেতাজী সংক্রান্ত সত্যানুসন্ধানের নামে নিজেদের আত্মপ্রচারে মগ্ন ও বড় বড় প্রতিষ্ঠানের অধিকর্তা ও অধিকর্ত্রী হয়ে বসেছেন, র্তাঁরা অধিকাংশই ইংরেজী ভাষায় এতই অপটু যে তাঁদের ভেবে দেখা উচিত তাঁরা ইংরেজীতে বই লেখার যোগ্য কিনা | এহেন ব্যক্তিদের ওপর যখন ইংরেজীতে সেমিনার সঞ্চালন ও স্মারক পুস্তক রচনার ভার ন্যস্ত হয়, তখন শিক্ষা ও সংস্কৃতির অধঃপতন যে কতটা ঘটেছে ও আগামী প্রজন্মের সুশিক্ষিত হয়ে ওঠার আশা যে কী সুদূরপরাহত তা বোধ হয় বলার অপেক্ষা রাখে না |


সম্প্রতি নেতাজী সংক্রান্ত একটি স্মারক গ্রন্থ পাঠ করতে গিয়ে এতই আশাহত হতে হল তার ব্যাকরণগত ত্রুটিসমূহ সন্দর্শনে যে বর্তমান মন্তব্য না করে থাকতে পারলাম না | সৌজন্যের খাতিরে বইটির নাম ও প্রখ্যাত সম্পাদিকা মহাশয়ার নামটি আর উল্লেখ করলাম না |  তাঁর ভূমিকার রচনাটি পাঠ করা যায় না কারণ তা ইংরেজী ব্যাকরণগত ভুলে ভরপুর ! Prof. নামটি এঁদেরই সাজে ! আমরা যেন ভুলে না যাই যে যাঁর অমর সামরিক কীর্তির স্মরণে এই পুস্তক প্রণয়ন, তিনি কিন্তু ICS পরিক্ষায় ইংরেজীতে প্রথম স্থান অধিকার করেন | আর কিছু বলার নেই | এবার ভাবার পালা |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment