Thursday 17 November 2022

সাধুর দুটি সত্তা





সাধুর দুটি সত্তা

----------------------


সাধুর দুটি সত্তা -- একটি বাইরের সংঘসত্তা, আর একটি ভেতরের আন্তরসত্তা | দুটি প্রায়ই পরস্পরবিরোধী কর্মের দ্বন্দের দ্বারা | এর সমন্বয় সাধন করতে গিয়ে সাধু বিফল হন | তখন স্তরবিভাজনে সমন্বয় খোঁজেন আপন চৈতন্যের আলোকে কিন্তু বাইরে ব্যবধান থেকেই যায় | স্বামীজী বলেছেন, "It is well to be born in a church but terrible to die within it." ["সংঘে জন্ম ভাল, মৃত্যু ভয়ঙ্কর |"] সাধু তাই নিজেকে পৃথক করে নেন আভ্যন্তরীণভাবে, সংঘগত জীবনের বহিরাঙ্গনে সকলের সাথে মিলিত থেকেই | এরই নাম সমন্বয় | 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment