Sunday 27 November 2022

নাস্তিকদের কথায় কান দেবেন না


নাস্তিকদের কথায় কান 
দেবেন না

-----------------------------------


নাস্তিকদের কথায় কান দেবেন না | ভগবান আছেন, অবশ্য জানবেন |


দেখা যায়, বোধ করা যায় অনেক কিছু যা জড়বুদ্ধির অগম্য |


বুদ্ধি সূক্ষ্ম হলে বিচার শুদ্ধ হয় | তখন সঠিক বিশ্লেষণ | তাই পবিত্রতা অবলম্বনে চরিত্রগঠন করা চাই | তখন দর্শন ঠিক ঠিক | অপরোক্ষানুভূতি-অন্তে বুত্থানকালে প্রাকৃত জগতে পুনরাগমন ও আত্মার আলোকে প্রপঞ্চ দর্শন | তখন বিশ্বাস বজ্রদৃঢ় কারণ তখন নিত্য স্বচ্ছ দর্শন, দ্বন্দ্বাতীত আনন্দলোকে |


তাই ঋষিবাক্য শ্রবণ করুন | আস্থা রাখুন আপ্তবাক্যে | দিকভ্রষ্ট হবেন না | নিন্দুকে কত কি বলে | তাতে কি? জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য যে আত্মচৈতন্যলাভ, তার দিকে মনোনিবেশ করুন | জীবন ধন্য হবে | আপন কল্যাণে দশের কল্যাণ, দেশের কল্যাণ, জগতকল্যাণ, সবই সংসাধিত হবে | 


অতএব, যাঁরা বলেন আধ্যাত্মিক সাধনা, সন্ন্যাসজীবন স্বার্থপরতার নামান্তর, জগতের বিপুল সামগ্রিক সমস্যার সমাধানের প্রচেষ্টা না করে নিছক আত্মমুক্তির সংকীর্ণ প্রয়াস, তাঁরা এই পবিত্র পথে পদার্পন করে একবার দেখুন কতটা ব্যাপ্তি তার, কল্যাণের পরিধি তার কতদূর বিস্তৃত | অজ্ঞান অন্ধকারে থেকে, জড়বুদ্ধিসহায়ে বিচার করতে যাবেন না, ভ্রষ্টবুদ্ধির ভ্রান্তবিচার হবে | নিজে আলোয় আসুন | তারপর বিচারপতির আসনে বসবেন |


সর্বসাধারণের প্রতি তাই নিবেদন -- নাস্তিকদের কথায় কান দেবেন না | ঈশ্বর আছেন, অবশ্য আছেন | এই বিশ্বাসে স্থিত হ'ন | সাধনার দ্বারা বিশ্বাসকে দর্শনে রূপান্তরিত করুন | তখনই ঠিক ঠিক বিশ্বাস | ঠাকুর-মা কল্যাণ করুন আপনাদের ! 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment