Saturday, 26 November 2022

ছড়ার ছড়াছড়ি


ছড়ার ছড়াছড়ি

--------------------------


খাইয়া দাইয়া খুব ঘুমাইয়া,


ঘুইরা ফিইরা কাম কইরা,


বলি, কথা কইবার সময় হইবেক কবে?


ফুল ফুটসে পানি পাইয়া পানিপথে টবে ।


ঘন্টাকর্ণ ঘন্টাভোর কি সেই প্রতিক্ষায় রবে?


বৃক্ষ নই তো ধৈর্য্য কেমনে এমন ধারা হবে?


রবির কিরণে কি হইব কবি, খাদ্য রচিব ভবে?


তুষ্ট করিব কি গাথা গাইয়া দৈব স্তুতিস্তবে?


ফুটসে তারা গগন জুইড়া দিকবিদিক ওই নভে ।


বলি, জব্দ কইরা আমাগো লগে কোন সাজা দেন তবে?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment