Tuesday, 15 November 2022

'দুর্জনকে দূরে পরিহার, সে যেমন করে হ'ক' -- শ্রীশ্রীমা সারদা দেবী



'দুর্জনকে দূরে পরিহার, সে যেমন করে হ'ক' -- শ্রীশ্রীমা সারদা দেবী


যাঁরা ভগবনজীর বিরোধিতা করছেন, তাঁর ও তাঁর অনুগামীদের শাসাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করছেন, তাঁরা না নেতাজীর ভক্ত না স্বামীজীর ভক্ত | তাঁরা একপ্রকারের সুযোগসন্ধানী, মহামানবের চারিত্রপ্রভায় কপট কীর্তিমান | তাঁদের ভাব ও ভাষা উভয়ই অসংস্কৃত, বোধ রুদ্ধ, চেতনা লুপ্ত, বুদ্ধি বিকৃত, হৃদয় সঙ্কুচিত, চিত্ত বাসনাবৃত ও মানসিকতা সংকীর্ণ | এ হেন অধুনা দেশপ্রেমীদের বিভ্রান্তিকর মন্তব্য হতে সাবধান থাকবেন | পরম শ্রদ্ধেয় Bijoy Nag মহাশয়, Amlan Kusum Ghosh মহাশয়, Shankar Kumar Chatterjee মহাশয়, ডঃ মধুসূদন পাল মহাশয় ও ডঃ জয়ন্ত চৌধুরী মহাশয় -- এঁদের কথা শ্রদ্ধাসহকারে শ্রবণ করুন | তবেই নেতাজী অন্তর্ধান রহস্য সম্বন্ধে সম্যক ধারণা করতে পারবেন | অর্বাচিনের কথায় কান দেবেন না | 'সন্ন্যাসী দেশনায়ক' চলচ্চিত্রটি আপনাদেরই জন্য রচনা করা হয়েছে | দেখে আসুন | সহায়তা করুন অনন্ত প্রতিকুলতা উপেক্ষাকারি বীর পরিচালক অম্লান কুসুম ঘোষকে যিনি দীর্ঘ সাধনা ও প্রতীক্ষার ফলস্বরূপ এই ছায়াছবিটি আপনাদের সামনে উপস্থাপিত করেছেন |


বন্দে মাতরম! জয় হিন্দ!


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment