নেতাজীর উত্তরাধিকারী ?
নেতাজীর উত্তরাধিকারী ?
---------------------------
যাঁর গঠিতচরিত্র, যিনি সহজ, সরল, অনারম্বর, আদর্শস্থিত, প্রচারবিমুখ, নিঃস্বার্থ আত্মত্যাগে স্বদেশসেবায় রত, যিনি অক্রূর, নিরভিমান, মানবপ্রেমী, স্বদেশপ্রেমী, নির্লোভ, পবিত্রচিত্ত, যিনি রাজনীতি করেন রাজর্ষির ন্যায়, কপটাচারী নৃপতির ন্যায় নয়, সুযোগসন্ধানী অমাত্যবর্গের ন্যায় নয়, যিনি পারিবারিক সূত্রে মহামানবের সম্বন্ধীয় হয়েও ভোলেন না কদাপি যে মহামানব সমগ্র দেশের মানুষের, পারিবারিক একাধিপত্যের ব্যক্তিবিশেষ নন, তিনিই মান আর হুঁসযুক্ত মানুষ, তিনিই নেতাজীর যোগ্য উত্তরাধিকারী, অনুরাগী, ভক্ত, অনুসারী -- তিনিই প্রণম্য | এই নিরিখে ভেবে দেখুন একবার, নিজের মান নিজেই নির্ণয় করুন |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment