Wednesday, 16 November 2022

POESY BENGALI : কেমনে করিব দমন ?


কেমনে করিব দমন ?

----------------------


কেমনে করিব দমন

সংস্কৃতির নিত্য অবনমন ?

ত্যাগমূর্তি প্রভুরে ঘিরেও

অধোচেতনার রমণ |

মানব যবে নিম্নগামী,

বাসনার পথে গমন,

হীনবুদ্ধিজনে দেয়

অপসংস্কৃতিরে সমন |

বেদবাণী, আত্মতত্ত্ব

করি বিসর্জন,

নরকুল মত্ত যবে

ভোগে ত্রিভুবন,

প্রভুরে লয়েও কিবা

কপটভজন,

হবে বুঝি নিত্য এবে

এইমাত্র ধন ?

তবে আর কি,

হ'ক রণাঙ্গনে গমন |

সমরসজ্জায় হবে

ভাবী সম্ভাষণ |

অধোগতির যাত্রাপথ

করি অতিক্রমণ,

রুধিব বিপক্ষদিশায়

প্লাবিয়া শ্রবণ |

প্রভুর চরণে এই

অর্ঘ্য নিবেদন,

শ্রুতিস্মৃতিযাগযোগ

অমৃতবর্ষণ |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


টীকা : শ্রবণ, অর্থাৎ, শ্রুতি |

No comments:

Post a Comment