Tuesday 15 November 2022

ওই মহামানব আসে



'ওই 
মহামানব আসে |

দিকে দিকে রোমাঞ্চ লাগে

মর্ত্যধূলির ঘাসে ঘাসে |' -- গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর

-----------------------------------------------



'সন্ন্যাসী দেশনায়ক'

--------------------


মহামানবের প্রতি শ্রদ্ধা এমনই এক ভাব যা পারিবারিকসূত্রে প্রাপ্ত হয় না | তা অর্জন করতে হয় ত্যাগ, তিতিক্ষা, সংযম ও পবিত্র প্রেমের দ্বারা |


জীবন জীবনকে চায় | অহংশূণ্য, নিষ্পাপ, স্বার্থবুদ্ধিহীন, পরার্থতৎপর, নির্লোভ, নির্মোহ মানুষই মহামানবকে চিনতে পারেন | তাই একদিন বাংলার বীর বিপ্লবীরা চিনেছিলেন বীর বিবেকানন্দকে | সকলে পারেননি | আজ যখন সুভাষচন্দ্র অন্য আলোয়, সন্ন্যাসের দীপ্ত মহিমায় প্রোজ্জ্বল, তখন তাঁকে আর একটিবার হীন ষড়যন্ত্রের স্বীকার হতে হচ্ছে তাঁর কপট অনুরাগীদের হাতে যাঁরা খড়্গহস্ত তাঁর চরিত্রহননে, তাঁকে পরিণয়সূত্রে গ্রথিত করে, তাঁকে অকালমৃত্যুতে সমাহিত করে, তাঁর মহিমায় স্বীয়স্বার্থোদ্ধার করে | এঁরা আজও বিদ্যমান |


সন্ন্যাসী বড় অদ্ভূত ছিলেন | এক প্রকার ইতিহাসবিরল একক চরিত্র | মহানায়ক অথচ মহাতাপস | তাঁর বারংবার অন্তর্ধান, অদ্ভূত অজ্ঞাতবাস যা পাণ্ডবদের পরাভূত করে ত্যাগে, তিতিক্ষায়, তপস্যায় ও তেজে, তাঁর বিশাল ধর্মচেতনা, বিরাট কর্মপরিসর, গভীর অন্তর্দৃষ্টি ও নির্ভুল ভবিষ্যবচন তাঁকে অনন্যসাধারণ এক দিব্যপুরুষের স্তরে উন্নীত করেছে তাঁর অনুগামী-অনুরাগীদের দৃষ্টিতে | এ মূল্যায়ণ সঠিক |


বড় অদ্ভূত সন্ন্যাসী | সুভাষচন্দ্রের কৈশোরের বৈরাগ্যভাব আজ প্রৌঢ়ত্বের অপরাহ্নবেলায় ও বার্ধক্যের নিবিড় অন্ধকারে ধ্রুবতারার ন্যায় অচঞ্চল, উজ্জ্বল | তাইহকু বন্দরের বিমান দুর্ঘটনার প্রহেলিকার মধ্য দিয়ে সোভিয়েৎ রাশিয়া গমন ও বাস, তৎপরে মাঞ্চুরিয়া ও তিব্বৎ মারফৎ নেপাল হয়ে ভারত ভূখণ্ডে পুনঃপ্রবেশ -- এ সব যেন রূপকথার কাহিনী | কিন্তু বাস্তব! বিশ্বাস হ'ক আর নাই হ'ক, কঠোর, কঠিন, ভীষণ বাস্তব যা মহামানবই পারলেন সহ্য করতে | এই সব নিয়েই Amlan Kusum Ghosh মহাশয়ের চলচ্চিত্র 'সন্ন্যাসী দেশনায়ক' যা অবশ্যদ্রষ্টব্য |


দেখে আসুন কিভাবে নেতাজী ছিলেন মৃত ভূতরূপে আমাদেরই মাঝে, কর্পদকহীন অজ্ঞাত এক দশনামী সন্ন্যাসী | তাঁকে আমরা কি বা দিয়েছি? তিনিই তো আজীবন দিয়ে গেলেন | হয়ত বা আজও দিয়ে চলেছেন কোন অন্তরাল হতে | আমরা শুধু নিয়েই গেলাম | অন্ততঃ এই পাপটুকু ক্ষালন করার একটু সুযোগ এনে দিলেন পরম নেতাজী অনুরাগী-ভক্ত বহু প্রতিকুলতা উপেক্ষাকারী পরিচালক শ্রীযুক্ত অম্লান কুসুম ঘোষ মহাশয় | আসুন, সুভাষচন্দ্র-নেতাজী-ভগবনজী-মহাকালের অমৃতকুণ্ডে অবগাহন করে আমরা ধন্য হই |


বন্দে মাতরম! জয় হিন্দ!


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment