Monday, 21 November 2022

সন্ন্যাসী দেশনায়ক



সন্ন্যাসী দেশনায়ক

------------------


নিজের খোঁজে ছিলেন তিনি,

খুঁজতে গিয়ে দেশকে পেলেন |

দেশের খোঁজে ছিলেন যবে,

খুঁজতে গিয়ে নিজেরে পেলেন |

এখন দেশের তিনি, তাঁহারই দেশ |

ভাবনা ঝাঁকে, ঝাঁকে অশেষ |

আচম্বিতে ঘূর্ণিপাকে

হঠাৎ আবার কোথায় গেলেন ?

এই ভাবনায় কত কত প্রাণ

নির্নিমেষে চায় চক্রবালে |

বদ্ধ যে তাঁর অঙ্গিকারে,

প্রাণপরশে প্রতিক্ষা করে |

এঁরাই তাঁহার যোগ্য ছেলে,

বাকি সব ভান, কপট করে |


রচয়িতা সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment