Wednesday 23 November 2022

দেশপ্রেমী ? কে ?




দেশপ্রেমী ? কে ?

-----------------


আমাদের স্বাধীনতাকামী মা-বোনেদের ওপর যে সকল ব্রিটিশ পুলিশ অকথ্য অত্যাচার করেছেন কারাকক্ষে, তাঁরা অধিকাংশই ছিলেন ভারতীয় | সেই সব অফিসাররা শুধু ক্ষুদ্র স্বার্থের লোভে, ও তাঁদের অধিনস্ত সেপাইরা সাংসারিক প্রয়োজনের তাগিদে ভারতমাতার ঘোর অপমান, অসম্মান করেছেন | আমরা কি সেই সব বিশ্বাসঘাতকের বংশধর যে আজও দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করি, একে অপরের বিরুদ্ধে মামলা করি, বিদেশী আদপকায়দায় লোকব্যবহার করি, বিদেশী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার উপাধি পাওয়ার জন্য উদগ্রীব হই ও তৎপশ্চাৎ বিদেশে কেমন করে স্থায়ীভাবে বসবাস করা যায় তার জন্য শত চেষ্টা করি ও কার্যকরি হলে কৃতকৃতার্থ বোধ করি ? এমন দেশদ্রোহী আজও আছেন, বিশেষতঃ তাঁদের মাঝে যাঁরা রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন করে দেশপ্রেম জাহির করেন, মহামানবের বংশোদ্ভূত হওয়ার পূর্ণ সুযোগ গ্রহণ করেন অথচ দেশের জন্য স্বার্থত্যাগ কিঞ্চিন্মাত্র করেন না | এঁদের চৈতন্য হ'ক ! বন্দে মাতরম !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment