Thursday, 17 November 2022

ওই টাকাতেই বশ সব


ওই টাকাতেই বশ সব

----------------------


যে মানুষ 'টাকা মাটি, মাটি টাকা' -- এই মন্ত্র আজীবন পালন করতে পারেন ও কাউকে অর্থাবস্থার মিথ্যা চিত্রাঙ্কন করে নিজের আশ্রম প্রতিষ্ঠার ঐহিক বাসনাহেতু অর্থ সাহায্য প্রার্থনা করেন না, তাঁকেই সাধু বলি | সাধুদের মাঝে প্রায়ই এমন দেখি না | কিন্তু জীবনে বিপ্লবীদের মাঝে এমন অনেক সাধুচরিত্রের পরিচয় পেয়েছি | তাঁদের পূত সান্নিধ্যে যে ধন্য হয়েছি একদিন যৎসামান্যভাবে হলেও, তা তখন বুঝিনি | আজ জীবনের অপরাহ্নবেলায় স্মৃতির আলোয় সেই সব প্রাতঃস্মরণীয় বীরপুরুষ, প্রাতঃস্মরণীয়া বীরাঙ্গনা নারীর স্পর্শ পেয়ে ধন্য বোধ করি |


এঁরাই যথার্থ সাধু যাঁরা আজন্ম ত্যাগী, দেশমাতৃকার নিরলস সেবায়, তাঁর শৃঙ্খলমোচনকল্পে যাঁরা পার্থিব সকল সুখ ত্যাগ করেছিলেন, যাঁরা ইঁটকাঠপাথরের তৈরী ঐহিক আশ্রম নির্মাণের জন্য মানুষকে মিথ্যাভাষণের দ্বারা প্রবঞ্চিত করেননি -- তাঁরাই সাধু | বাকি যাঁরা 'টাকা খাঁটি, খাঁটি টাকা' জ্ঞানে ঐহিক সম্পদস্থাপনে লিপ্ত, তাঁরা ঠাকুরকে বুঝলেন কোথায়? তাঁদের সাধুতা আনুষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক, লৌকিক -- নানা বর্ণে, নানা বর্ণনায়, নানা ব্যঞ্জনায় বিবৃত, বিশেষিত, পরিবেশিত, কিন্তু আভ্যন্তরীণভাবে নিঃসার, নিঃস্পন্দ, নিঃর্জীব | তাঁরা ত্যাগের বসন পরেও সংসারী, ভোগীরই এক ঊর্দ্ধ নামান্তর |


আজ ওই বিপ্লবী সাধুপুরুষদের বড় দরকার, ওই নিঃস্বার্থ সর্বস্বত্যাগীদের দেশের বড় প্রয়োজন |


আদর্শের অভাবে, আদর্শপালনের নামে প্রবঞ্চনায়, মিথ্যা প্রচারে, মিথ্যা চিত্রায়ণে, মিথ্যার আশ্রয়ে লোক ঠকানোয় দেশ জর্জরিত | চাই যথার্থ সাধু চরিত্র যিনি আজও বুকে হাত দিয়ে বলতে পারেন 'টাকা মাটি, মাটি টাকা', আজও সেইমত অকপট, অনাবিল, অমল জীবনযাপন করতে পারেন | তিনিই প্রণম্য হবেন আমাদের কাছে, হবেন জীবনের আদর্শপুরুষ | বাকি সব ব্যবসাদার, ঠাকুরের ভাষায় 'ওই পাটোয়ারি !'


স্বামীজী আক্ষেপের সুরে বলেছিলেন আমেরিকার মাটিতে দাঁড়িয়ে, "They trade in everything. Alas, they trade in love as well !" দুরভারগ্যবশতঃ, মহামানবের সেই আক্ষেপবাণী আজ আমাদের দেশেও প্রযোজ্য, তাও তথাকথিত অধ্যাত্মজগতে |


বৃত্ত পূর্ণ হল, এখন ধর্মচক্রের ক্রমঘূর্ণায়নে ঊর্দ্ধে উঠবার পালা | তাই হ'ক -- সাধুতা পুনঃপ্রতিষ্ঠিত হ'ক পুণ্যভূমি ভারতবর্ষে, বহির্গেরুয়ায় নয় শুধু, অন্তর্গেরুয়ায়ও |


জয়, সত্যকার কামকাঞ্চনত্যাগী শ্রীরামকৃষ্ণের জয় ! তাঁকে কেবা অনুসরণ করেন আজ? আসুন, আমরা করি |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র: কামকাঞ্চন পরিপূর্ণত্যাগী, যথার্থ সাধুপুরুষ, ব্যতিক্রমী বীর কেতকী মহারাজ (স্বামী প্রভানন্দ)

No comments:

Post a Comment